
15/07/2025
📚 লক্ষ লক্ষ টাকা খরচ করে
১৫-২০ বছর লেখাপড়া করার পরও 🎓
১৫-২০ হাজার টাকার চাকরি না পাওয়া আমরা,
অনলাইনে এসেই কিছু না শিখেই ইনকাম চাই! 💸
⏳ দু-এক মাস সময়ও দিতে চাই না,
💰 দুই-এক হাজার টাকা খরচও করতে চাই না।
🧠 মনে রাখবেন:
নিজের স্কিলের প্রতি ইনভেস্ট করলে,
🎯 আপনার স্কিল কখনোই আপনার সাথে বেইমানি করবে না।
যারা এসে বলেন শেখার পরে টাকা দেব তাদের জন্য বলি
আমরা লেখাপড়া করছি সে টাকা তো বাকি রাখতে পারি নাই সেখানে তো আমরা বলতে পারি নাই লেখাপড়া শেষ করে চাকরি করে টাকা দিব।
আর আমরা নিজেরা শিখেওতো এতটা বিপদে পড়ি নাই আগে আমাদের টাকা খরচ করে আপনাদের শিখাতে হবে।
📉 জীবনের হিসাব মিলাতেই যেখানে ভুল করেন,
🌈 সেখানে আবার অনেকে বড় হওয়ার স্বপ্ন দেখেন!
👉 নিজেকে সময় দিন, স্কিল তৈরি করুন, ইনভেস্ট করুন নিজের ওপর।
🛠️ বড় হতে হলে আগে ভিত মজবুত করতে হয়!