01/07/2025
🌍 বিশ্ব আজ অনিশ্চয়তার মোহরায় বন্দি 🌍
বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই সংকটাপন্ন। সরাসরি যুদ্ধে নামার ঝুঁকি পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করতে পারে। এই সংঘর্ষের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, যার ফলে তৈরি হবে বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা। তেলের দাম আকাশছোঁয়া হবে, শরণার্থী সংকট তীব্রতর হবে এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে।
তবে আমরা আশা রাখতে পারি যে, সঠিক বিচার ও ইসলামিক মূল্যবোধ অনুসরণ করেই আমরা এই সংকট থেকে উত্তরণ লাভ করতে পারবো। আল্লাহর রহমত ও ন্যায়-বিচারের মাধ্যমে বিজয় আসবেই।
আমাদের দৃষ্টিভঙ্গি, একতা ও ধৈর্যই হবে ভবিষ্যতের শান্তির মূলে।
#শান্তি #আল্লাহর_রহমত #বিশ্ব_অস্থিরতা #মধ্যপ্রাচ্য