P for Prioty

P for Prioty আসসালামু আলাইকুম🌸 প্রিয়তীর শান্তি নিকেতনে আপনাকে স্বাগতম 🫶🏻 Feel free to inbox me for Promotions📍

02/04/2025

আসসালামু আলাইকুম , পেইজ টা অফ করে দিচ্ছি। পেইজ চালানোর মত সময় আর এনার্জি কোনোটাই এখন আমার আর নেই। এতে বিন্দু মাত্র কোনো কস্ট নেই। জাস্ট জীবনের ব্যস্ততা বেড়ে গেছে। আমার আইডি আছে। সবাই আইডিতে ফলো দিতে পারেন যদি চান ☺️ আর কিছু আপ্লোড দিবোনা হয়তো কখনও।
আল্লাহ হাফেজ। অনেক ভালোবাসা সবাইকে।। ☺️🌹

https://www.facebook.com/share/1FCaYrMJej/?mibextid=wwXIfr

21/03/2025

ক্রীম আপা এই ইচ্ছাকৃতভাবে পাগল সেজে থাকা এই মহিলার এগেন্সটে আইনী পদক্ষেপ নিতে চাচ্ছি। কে কে রাজী আছেন। যোগাযোগ করুন। কেউ না আসলেও আমি একাই আইনী পদক্ষেপ নিবো। টাকা ইনকামের নোংরা+ নেগেটিভ পন্থা বাংলাদেশ থেকে ছাড়তে হবে। এতে আমাদের সমাজে বিপুল প্রভাব পড়ছে..
এটা দেশের বাইরে হলে বহু আগে এই বাবা মা এরেস্ট হতো এবং বাচ্চা এদের থেকে নিয়ে যাওয়া হতো। চোখের সাম্নে সবাই মজা দেখছি। সবাই চুপ করে বসে থাকলে হবে না। সিরিয়াসলি আর না। অকথ্য ভাষায় ফেসবুকে ঝগ্রা + নেগেটিভিটি ছড়ানো এগুলা এখন বন্ধের পালা ✅

সিলভিয়া ইসমেত প্রিয়তী
একজন বাংলাদেশি নাগরিক ✅

ভাবুন আপনি ৮ দিনের মিশনে স্পেসস্টেশনে গিয়ে আটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। আপনি জানেন না কবে আবার ফিরতে পারবেন পৃথিবীত...
20/03/2025

ভাবুন আপনি ৮ দিনের মিশনে স্পেসস্টেশনে গিয়ে আটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। আপনি জানেন না কবে আবার ফিরতে পারবেন পৃথিবীতে। চিন্তায় চিন্তায় দিন কাটছে আপনার। তারপর ৯ টা মাস কাটিয়ে আপনার ফেরার পালা এলো। আপনি জানেন পৃথিবীতে ফেরার অপারেশনটা খুবই বিপজ্জনক। যে কোনও কিছু হয়ে যেতে পারে। ফেরার পরও গাদা সমস্যা। ৯ মাস মহাকাশে কাটানোর জন্য আপনার বোন ডেনসিটি কমে গেছে। মাসল লস হয়েছে। মহাকাশের রেডিয়েশন শরীরে ঢুকেছে এত মাস। স্পেস অ্যানিমিয়া হওয়ার প্রবল সম্ভবনা। এতদিন মহাকাশে থাকার জন্য শরীরে যথেষ্ট পরিমাণে রক্তই তৈরি হয় না।

এতকিছুর মধ্যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো, আপনার কেমন লাগছে? আপনি সটান বলে দিতেন, পৃথিবীতে সাবধানে ফিরতে পারলে বাঁচি!

অথচ, উনি হাসতে হাসতে বললেন, আমি মহাকাশকে খুব মিস করবো।

কারণ উনি সুনীতা উইলিয়ামস। যিনি সারাজীবন তার স্বপ্নকে ধাওয়া করে চলেছেন।

Welcome back, Queen 👑

➡️Breed: persian✅Male kitten➡️Food habit: meat,fish,✅Potty trained ❗❗Age: 3 month Price :only 6k😌Location: puran dhaka b...
18/03/2025

➡️Breed: persian
✅Male kitten
➡️Food habit: meat,fish,✅
Potty trained ❗❗
Age: 3 month
Price :only 6k😌
Location: puran dhaka bongshal।।
inbox me for details..

17/03/2025

গাজাব বেজ্জাতি হ্যা ইয়ার 😒

"একজন মহিলা তার ধনী স্বামীকে ছেড়ে যেতে পারেন , এবং তিনি একজন সুদর্শন স্বামীকে ও ছেড়ে যেতে পারেন, কিন্তু তিনি কখনও এমন ...
17/03/2025

"একজন মহিলা তার ধনী স্বামীকে ছেড়ে যেতে পারেন , এবং তিনি একজন সুদর্শন স্বামীকে ও ছেড়ে যেতে পারেন, কিন্তু তিনি কখনও এমন একজন স্বামীকে ছেড়ে যেতে পারবেন না যিনি তার হৃদয় জয় করেছেন।এমন একজন স্বামী যিনি তাকে নিরাপদ এবং সুরক্ষিত বোধ করিয়েছেন, যিনি তাকে এমন অনুভূতি দিয়েছেন যে তিনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। এমন একজন স্বামী যিনি তার জন্য পাথর হয়ে আছেন, দুর্বলতার মুহুর্তগুলিতে তার চোখের জল মুছে দেন।"সব বিপদে পাশে থাকেন। এবং ভালো ব্যবহার করেন।

টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না; মায়া এবং ভালো ব্যবহার দিয়ে স্ত্রীর মন জয় করা সম্ভব।কেননা নারী যে পুরুষের কাছে যত্ন,সম্মান,সহানুভূতি পায় তার কাছে থেকে যায় আজন্ম। ❤️

এইছবি টা দেখার পর থেকে খালি ভাবছি যে এই ড্রেস টা পড়ার পর কি উনি একবারও আয়নায় নিজেকে দেখন নাই??? আর উনার হাসবেন্ড কি এতই ...
16/03/2025

এইছবি টা দেখার পর থেকে খালি ভাবছি যে এই ড্রেস টা পড়ার পর কি উনি একবারও আয়নায় নিজেকে দেখন নাই???
আর উনার হাসবেন্ড কি এতই উনার টাকায় চলে যে এই অবস্থায় উনাকে ছেড়ে দিল।
একটা ওড়না নিলেই তো আর খারাপ লাগতোনা। আমি কখনো আসলে কারও ড্রেস নিয়ে মন্তব্য করার মানুষ না। কিন্তু সত্যি ইইইই এই কথাটুক না বলে পারলাম না 🙏🏻🙏🏻

এই অবস্থাকেও যে বা যারা সাপোর্ট করবেন তাদের কিছুই বলার নাই। শুধু বলব আপ্নাদেরও আল্লাহ যেন এই অদ্ভুত মহিলার সাথে সাথে হেদায়েত দেন।

পাবনা থেকে মেয়েকে নিয়ে এসেছেন রাজশাহীতে, স্বপ্ন পূরণের এক নতুন দিগন্তের পথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, কে...
09/03/2025

পাবনা থেকে মেয়েকে নিয়ে এসেছেন রাজশাহীতে, স্বপ্ন পূরণের এক নতুন দিগন্তের পথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেয়ের পরীক্ষা চলছে বিজ্ঞান অনুষদের ড. কুদরাত-এ-খুদা ভবনে। আর ঠিক সেই ভবনের পেছনেই ময়লার পাশে নিঃশব্দে শুয়ে আছেন বাবা।

দূর থেকে দেখে মনে হলো, হয়তো ক্লান্তিতে একটু বিশ্রাম নিচ্ছেন। কাছে গিয়ে কথা বললাম। জানতে চাইলাম, কোনো সমস্যা হয়েছে কি না। ক্লান্ত, অবসন্ন কণ্ঠে বললেন—"হার্টের একটু সমস্যা আছে, শরীরটা খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছি। তবে এখন ভালো লাগছে।"

পেশায় তিনি একজন মাইক্রোবাস চালক, মাসে পাঁচ হাজার টাকা বেতন, তার সঙ্গে ভাড়ার ওপর ২০% কমিশন। সংসার চলে টানাটানির মধ্যে, কিন্তু তার স্বপ্নের পরিধি বিশাল।

দুই ছেলে, এক মেয়ে। এই মেয়েটিই আজ ভর্তি পরীক্ষায় বসেছে, বড় হওয়ার স্বপ্ন নিয়ে। মেজো ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে, ছোট ছেলে ষষ্ঠ শ্রেণিতে। সীমিত আয়ের সংসার, কিন্তু সন্তানদের ভবিষ্যৎ যেন কোনো বাধায় না থামে এটাই একমাত্র লক্ষ্য এই বাবার।

নিজে শুয়ে আছেন ধুলোমাখা পথের এক কোণে, কিন্তু বুকের ভেতর লালন করছেন বিশাল এক স্বপ্ন। সন্তানদের জন্য নিজের সবটুকু নিঃশেষ করতে রাজি, কেবল তারা যেন এগিয়ে যেতে পারে।

এই ছবিটা শুধু একজন বাবার নয়, হাজারো বাবার গল্প। যারা নিজেরা নীরবে ত্যাগ স্বীকার করেন, যাতে তাদের সন্তানেরা একদিন উজ্জ্বল ভবিষ্যতের আলোয় আলোকিত হতে পারে।আমরা বাবাদের প্রতি চিরকৃতজ্ঞ।

ভালো থাকবেন বাবা।
-সংগৃহীত

Address

Patuakhali

Telephone

+8801947871657

Website

Alerts

Be the first to know and let us send you an email when P for Prioty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P for Prioty:

Share