16/03/2025
শূন্যতার অভিশাপ
✍️মোহাম্মদ তানভীর
ঝরাপাতার মতো ঝরে যায় সুখ,
জীবন জুড়ে নেমে আসে নীরব শূন্যতা।
তুমি ছিলে দূরের দীপশিখা,
অধরা, অচেনা, নিঠুর ব্যথা।
শতবার ডাকেছি তোমার নাম,
প্রেরণ করেছি অগণিত চিঠি।
হয়তো ভুল ঠিকানায় পৌঁছায়নি তা,
নাকি তুমি-ই ছিলে নির্বাক প্রহরী?
নিঃসঙ্গ রাতের নক্ষত্রগণ,
গোপনে শুনেছে আমার আহ্বান।
তবু তুমি বাড়াওনি করুণ হাত,
রেখেছো আমাকে শূন্যতার বন্দীশালায়।
কালান্তরের শোকের অনলে,
জ্বলেছি আমি শত সহস্র বার।
কেউ বোঝেনি হৃদয়ের গভীর ক্ষত,
এই দুঃখের রাজ্যে আমি একাকী সম্রাট।