19/09/2024
খু*নী পশু গুলোর ফাঁসি হলেও বিচার কম হবে। ভিডিওটা দেখার মত নয়। আহ!
পৃথিবীর বুকে কিছু মানুষের জীবন যেন জন্ম থেকেই নিয়তির নিষ্ঠুর খেলায় বন্দী হয়ে আসে। তোফাজ্জেল ভাইয়ের জীবন ছিল এমনই এক করুণ কাব্য, যা হয়তো দুঃখের উপাখ্যান হিসেবেই শুরু হয়েছিল, আর শেষ হয়েছে অমোঘ এক ট্রাজেডিতে। মেধাবী, স্বপ্নবাজ, রুচিশীল—এত গুণ থাকা সত্ত্বেও জীবন তাকে কখনো মায়া দেখায়নি, বরং কেবল আঘাতের পর আঘাত হেনেছে।
বরগুনার পাথরঘাটার সন্তান তোফাজ্জেল ভাই। ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়েছিলেন, মনে ছিল বড় কিছু করার স্বপ্ন। কিন্তু তখনই জীবনের নির্মম পরিহাস শুরু। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমে জড়ালেন তিনি। অল্প কিছু দিনের মধ্যেই সেই সম্পর্কের স্বপ্ন ভেঙে গেল, মেয়েটির বিয়ে হয়ে গেল অন্যত্র। হয়তো তখনও তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্য যেন তাকে শেষ করে দিতে বদ্ধপরিকর ছিল। মাত্র এক মাসের মাথায়, তার জীবনের একমাত্র ভরসা মা-বাবাও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। একা, নিঃস্ব তোফাজ্জেল ভাই পৃথিবীতে যেন কেবল বেঁচে থাকার বোঝা হয়ে রইলেন।
মানুষের জীবন থেকে যখন সব হারিয়ে যায়, তখন শোক পাগল করে দেয়। তোফাজ্জেল ভাইও সেই শোকে বুঁদ হয়ে ধীরে ধীরে পাগল হয়ে গেলেন। তার একমাত্র অভিভাবক ছিলেন বড় ভাই, যিনি ছিলেন পুলিশের এসআই। তিনি তোফাজ্জেল ভাইকে সুস্থ করার জন্য চিকিৎসা করানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভাগ্য তার উপরও কালো ছায়া ফেলল। বড় ভাইও চলে গেলেন না ফেরার দেশে। তোফাজ্জেল ভাই তখন কেবল ভগ্ন কপালের এক বেদনাহত ছায়া।
তার পরও তোফাজ্জেল ভাই কলেজে ভর্তি হন, অনার্সে পড়তে শুরু করেন। কিন্তু মানসিক পীড়ার বিষাক্ত ছোবল তাকে স্থির থাকতে দিল না। তিনি পাগল হয়ে গেলেন, আর সেই পাগলামি নিয়ে গ্রামের স্কুল-কলেজ-বাজারে ঘুরে বেড়াতেন, হয়তো বেঁচে থাকার কোনো অর্থ খুঁজছিলেন। ক্ষুধার্ত, নিঃস্ব, কারো দয়া বা সাহায্যের আশায় হয়তো হাত পাততেন। কিন্তু কপালের দোষ কী এত সহজে মুছে যায়?
গতকাল রাতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কিছু শিক্ষার্থী চোর বানিয়ে মেরে ফেলল। মারের তীব্রতায় তার শরীর থেঁতলে গেল। একজন পাগলের উপর শরীয়তও দয়া দেখায়, কিন্তু এখানে তার জন্য ছিল কেবল নির্মম আঘাত। মারের তীব্রতায় শেষ হয়ে গেল তোফাজ্জেল ভাইয়ের জীবনের সেই করুণ অধ্যায়। পাগল মানুষটির তাজা প্রাণ এত নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হলো!
তোফাজ্জেল ভাইয়ের জীবনের ট্রাজেডি যেন এই পৃথিবীর নিষ্ঠুরতম দৃষ্টান্ত হয়ে রইল। 😭🥺