Ibrahim-ইব্রাহিম

Ibrahim-ইব্রাহিম Digital Creator

30/07/2025

একবেলা অপছন্দনীয় তরকারি হলে খেতে কষ্ট হয়, ওদিকে গা*জার দৃশ্য দেখলে..!হায়রে মানবতা 🥺😢

জুলাইয়ের রাজপথের লড়াকু সৈনিক। আমাদের গর্ব করার মত একজন ফয়জুল করীম আছেন।
04/07/2025

জুলাইয়ের রাজপথের লড়াকু সৈনিক।
আমাদের গর্ব করার মত একজন ফয়জুল করীম আছেন।




30/06/2025

**"হজ্জ ও ওমরা পরপর আদায় করো, কারণ তা দারিদ্র্য ও পাপ এমনভাবে দূর করে দেয়, যেমন আগুন লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়।"** — (সুনান আন-নাসাঈ: ২৬৩১ – সহীহ হাদীস)

"✅ সকল সিমের রিচার্জ, এমবি ও মিনিট ডিসকাউন্ট অফারে বিক্রি হচ্ছে।🎁 বোনাসসহ ব্রিলিয়ান্ট রিচার্জ করা হয়।📞 আলাপ রিচার্জও করা...
28/06/2025

"✅ সকল সিমের রিচার্জ, এমবি ও মিনিট ডিসকাউন্ট অফারে বিক্রি হচ্ছে।
🎁 বোনাসসহ ব্রিলিয়ান্ট রিচার্জ করা হয়।
📞 আলাপ রিচার্জও করা হয়।
📄 এছাড়া অনলাইনে যেকোনো চাকরির আবেদনও করা যায়।
👉 বিস্তারিত জানতে ইনবক্স করুন বা যোগাযোগ করুন এখনই!"

19/06/2025

আল্লাহর সাথে সম্পর্ক করা। আর করিয়ে দেওয়াটাই জীবনের মূল মাকসাদ। এ ছাড়া জীবনের অর্থ মূল্যহীন।

15/06/2025

বক্তা যখন দাওয়াত পায় না তখন রাস্তার পাশে বয়ান করে 🫢

"আমি শামে থাকতে একটা কলম ধার নিয়েছিলাম একজনের কাছ থেকে। আমার ধারণা ছিল, কলমটা তাকে ফেরত দিয়ে এসেছি। কিন্তু মার্ভ শহরে এস...
08/06/2025

"আমি শামে থাকতে একটা কলম ধার নিয়েছিলাম একজনের কাছ থেকে। আমার ধারণা ছিল, কলমটা তাকে ফেরত দিয়ে এসেছি। কিন্তু মার্ভ শহরে এসে দেখি কলমটা আমার কাছে রয়ে গেছে। তাই তাৎক্ষণিক আবার শামে ফিরে গেলাম কলমটা মালিককে ফেরত দিতে।"

— ইমাম ইবনুল মুবারক (রহ.)
সূত্র: সিয়ারু আ'লামিন নুবালা: ১৫/৪১১

সে সময়ে মার্ভ থেকে শামে যেতে প্রায় ২ মাসের মতো সফর করতে হতো। এত দূরে তিনি চলে গেছেন ধার নেওয়া স্রেফ একটি কলম ফেরত দিতে! একটা কলমের দামই-বা কত? অথচ আজ আমরা লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে নির্বিঘ্নে ঘুমাই। পরিশোধ তো দূরের কথা, পাওনাদের শত্রুর মতো দেখি।

‘সুবহানাল্লাহ! ঋণ প্রসঙ্গে কী কঠোর বাণীই না আল্লাহ অবতীর্ণ করেছেন। যার হাতে আমার জীবন তাঁর শপথ, ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি আল্লাহর পথে শহীদ হয়, তারপর জীবিত হয়, তারপর শহীদ হয়, তারপর জীবিত হয়, তারপর আবার শহীদ হয়, তবু ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
’ (নাসাঈ, হাদিস : ৪৬৮৪)

রাসুল (সা.) বলেন, ‘ঋণ পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করলে হাশরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে।’ (বুখারি, হাদিস : ২৪৪৯)।

আজকাল বহু মানুষের চরিত্র চেনা যায় লেনদেন করে।
চরিত্র কতটা উত্তম আদর্শবান সেটা সময়ের সাথে স্পষ্ট হয়ে উঠে। বহু পাওনাদার কে আমাদের পিছনে ঘুরাতে ঘুরাতে।এতোটা ক্লান্ত করে তোলা হয় যে সে মানুষটি অভিশাপ করতে বাধ্য।একজন মানুষের চরিত্র ফুটে উঠে লেনদেনী বিষয়গুলো পরিষ্কার সচ্ছলতার মাধ্যমে।

Nabawi Life 🍂

23/05/2025

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম।
"সকলেই বেশি বেশি পড়ি "

19/05/2025

৪:৭৫ وَ مَا لَكُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَ النِّسَآءِ وَ الۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ نَصِیۡرًا ﴿ؕ۷۵﴾و ما لكم لا تقاتلون فی سبیل الله و المستضعفین من الرجال و النسآء و الولدان الذین یقولون ربنا اخرجنا من هذه القریۃ الظالم اهلها و اجعل لنا من لدنك ولیا و اجعل لنا من لدنك نصیرا ﴿۷۵﴾
আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।

17/05/2025

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "হে যুবসমাজ! তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে। কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে রোযা রাখুক, কেননা তা তার জন্য কামপ্রবৃত্তি দমনকারী।" (متفق عليه )

Address

Patuakhali
8601

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim-ইব্রাহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim-ইব্রাহিম:

Share

Category