08/06/2025
"আমি শামে থাকতে একটা কলম ধার নিয়েছিলাম একজনের কাছ থেকে। আমার ধারণা ছিল, কলমটা তাকে ফেরত দিয়ে এসেছি। কিন্তু মার্ভ শহরে এসে দেখি কলমটা আমার কাছে রয়ে গেছে। তাই তাৎক্ষণিক আবার শামে ফিরে গেলাম কলমটা মালিককে ফেরত দিতে।"
— ইমাম ইবনুল মুবারক (রহ.)
সূত্র: সিয়ারু আ'লামিন নুবালা: ১৫/৪১১
সে সময়ে মার্ভ থেকে শামে যেতে প্রায় ২ মাসের মতো সফর করতে হতো। এত দূরে তিনি চলে গেছেন ধার নেওয়া স্রেফ একটি কলম ফেরত দিতে! একটা কলমের দামই-বা কত? অথচ আজ আমরা লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে নির্বিঘ্নে ঘুমাই। পরিশোধ তো দূরের কথা, পাওনাদের শত্রুর মতো দেখি।
‘সুবহানাল্লাহ! ঋণ প্রসঙ্গে কী কঠোর বাণীই না আল্লাহ অবতীর্ণ করেছেন। যার হাতে আমার জীবন তাঁর শপথ, ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি আল্লাহর পথে শহীদ হয়, তারপর জীবিত হয়, তারপর শহীদ হয়, তারপর জীবিত হয়, তারপর আবার শহীদ হয়, তবু ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
’ (নাসাঈ, হাদিস : ৪৬৮৪)
রাসুল (সা.) বলেন, ‘ঋণ পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করলে হাশরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে।’ (বুখারি, হাদিস : ২৪৪৯)।
আজকাল বহু মানুষের চরিত্র চেনা যায় লেনদেন করে।
চরিত্র কতটা উত্তম আদর্শবান সেটা সময়ের সাথে স্পষ্ট হয়ে উঠে। বহু পাওনাদার কে আমাদের পিছনে ঘুরাতে ঘুরাতে।এতোটা ক্লান্ত করে তোলা হয় যে সে মানুষটি অভিশাপ করতে বাধ্য।একজন মানুষের চরিত্র ফুটে উঠে লেনদেনী বিষয়গুলো পরিষ্কার সচ্ছলতার মাধ্যমে।
Nabawi Life 🍂