
14/07/2025
আমরা কেন বিএনপির সমালোচনা করি সেটি অনেকেই মেনে নিতে পারেন না। ২০১৩ সালে বিএনপির মিড়িয়া সেলের এই পোস্টটি দেখুন। আর বর্তমান বিএনপির এ সংক্রান্ত অবস্থান দেখুন। বিএনপি মূলত বাম, শাহবাগী চক্রের ফাঁদে পড়েছে। এদের দেওয়া পলিসি ও ন্যারেটিভগুলো একের পর এক ব্লান্ডার করছে আর বিএনপি জনগণের ব্যাশিং খাচ্ছে।
মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় ও আওয়ামী বয়ান যারাই সামনের দিনগুলোতে দেবে তারাই জয় বাংলা হয়ে যাবে। বিএনপি এই বয়ান ফেরি করলে দলটি প্রত্যাখাত হবে।
বিএনপি নিজের ন্যারেটিভ কারেক্ট করতে পারবে না তা নয়। কিন্তু আগের পজিশন বদলালে তো ব্যখ্যা দিতে হবে কেন বদলালো। সেই ব্যখ্যা ছাড়া পজিশনের র্যাডিক্যাল বদল তো জনগন মানতে পারবে না।