Soptok Chatterjee

Soptok Chatterjee Digital Marketing Expert | Consultant | Trainer | Affiliate Marketer| Entrepreneur | Youtuber | Content Creator.
(2)

যোগ্যতার মূল্যায়ন সবসময় কোনো পুরস্কারের ওপর নির্ভর করে না, বরং কাজের গভীরতা এবং নিষ্ঠার ওপর নির্ভর করে। যারা কাজের আসল ম...
14/09/2025

যোগ্যতার মূল্যায়ন সবসময় কোনো পুরস্কারের ওপর নির্ভর করে না, বরং কাজের গভীরতা এবং নিষ্ঠার ওপর নির্ভর করে। যারা কাজের আসল মূল্য বোঝেন, তারা ঠিকই জানেন কাকে সম্মান করা উচিত। পুরস্কার হয়তো অন্যের হাতে যায়, কিন্তু কাজের প্রতি সম্মানটা নিজের কাছেই থাকে।

11/09/2025

#দক্ষ #দক্ষতা

10/09/2025

শুধু পোস্ট দিয়ে আপনার অনলাইন ব্যবসাকে সফল করা সম্ভব নয়। একটি সফল ব্যবসার মূলমন্ত্র হলো সঠিক নিয়মে SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), কার্যকর Paid Ads এবং নির্ভুল Analytics ব্যবহার করা।

​আমাদের পেইড ব্যাচে আপনি এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবেন। এর মাধ্যমে আপনার ব্যবসার সঠিক প্রসার ঘটবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।

​আর দেরি না করে আজই যোগ দিন আমাদের পেইড ব্যাচে এবং আপনার ব্যবসার উন্নতির জন্য জরুরি দক্ষতাগুলো অর্জন করুন!

​কোর্স সম্পর্কে আরও জানতে বা রেজিস্ট্রেশন করতে:
https://forms.gle/3JWpXRb4ySEfK14x5

​যোগাযোগ:
মো: ০১৩৪০২৮৮২২৪ / ০১৩৪০২৮৮২২৬

​ঠিকানা:
কলেরপুকুর পাড়, কাটপট্টি রোড, পটুয়াখালী


​ #ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সিংকোর্স #পেইডঅ্যাডস #ডিজিটালমার্কেটিং #অনলাইনইনকাম #অ্যানালাইসিস #ব্যবসা #ফ্রিল্যান্সিংবাংলাদেশ #পটুয়াখালী

09/09/2025

ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে হলে শুধু ক্যাম্পেইন চালালেই হবে না, সেগুলোর ডাটা অ্যানালাইসিস করাও জরুরি। এর মাধ্যমে আপনি আপনার চলমান ক্যাম্পেইনের ভুলগুলো সম্পর্কে জানতে পারবেন, সেগুলো সমাধান করতে পারবেন এবং ROI (Return on Investment) বহুগুণে বৃদ্ধি করতে পারবেন।

​এই সবকিছু শিখতে পারবেন আমাদের "Digital Marketing for Freelancing" কোর্সে। এই কোর্সে আমরা আপনাকে হাতে-কলমে শেখাবো কীভাবে ডাটা অ্যানালাইসিস ব্যবহার করে প্রতিটি ক্যাম্পেইনকে সফল করতে হয়।

​এই কোর্সে যোগ দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।
​রেজিস্ট্রেশন ও যোগাযোগ

​কোর্স সম্পর্কে আরও জানতে বা রেজিস্ট্রেশন করতে:
https://forms.gle/3JWpXRb4ySEfK14x5

​যোগাযোগ:
মো: ০১৩৪০২৮৮২২৪ / ০১৩৪০২৮৮২২৬
​ঠিকানা:
কলেরপুকুর পাড়, কাটপট্টি রোড, পটুয়াখালী

​ #ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সিংবাংলাদেশ #পটুয়াখালী #ফ্রিল্যান্সিংকোর্স #অনলাইনইনকাম #ডিজিটালমার্কেটিং #ক্যারিয়ার #দক্ষতা #ঘরে_বসে_ইনকাম

08/09/2025

শুধু অনলাইনে কেনাকাটা নয়, তথ্যের সঠিক ব্যবহার করে নিজেকে গড়ুন!
​অনলাইন মানে শুধু কেনাকাটা আর বিনোদন নয়, এটি জ্ঞান আর দক্ষতার এক অফুরন্ত ভান্ডার। সঠিক তথ্যকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তুলুন এবং অনলাইনে আয়ের পথ তৈরি করুন।

#ফ্রিল্যান্সিং #অনলাইন_আয় #ডিজিটাল_দক্ষতা #ক্যারিয়ার_গাইড #শিখুন_এবং_গড়ুন #দক্ষ_হোন #অনলাইন_শিক্ষা #ফ্রিল্যান্সিং_জীবন

07/09/2025

জীবনে অনেক বড় হও, কিন্তু ;
যার হাত ধরে এই বড় হয়েছো,তার কাছে বড় হইও না।

Work Station..
06/09/2025

Work Station..

চাকরি নয়, স্কিলই এখন আসল চাবিকাঠি!​বরিশাল বিভাগীয় জব ফেয়ার পরিদর্শন করে একটা বিষয় পরিষ্কার বোঝা গেল: হাজারো চাকরিপ্র...
28/08/2025

চাকরি নয়, স্কিলই এখন আসল চাবিকাঠি!
​বরিশাল বিভাগীয় জব ফেয়ার পরিদর্শন করে একটা বিষয় পরিষ্কার বোঝা গেল: হাজারো চাকরিপ্রার্থী আছে, কিন্তু দক্ষ প্রার্থীর সংখ্যা খুবই কম। চাকরির বাজারে টিকে থাকতে হলে এখন শুধু ডিগ্রির ওপর নির্ভর করলে চলবে না, প্রয়োজন যুগোপযোগী স্কিল।

আজ LinkedIn-এ ১৮,০০০ ফলোয়ারের মাইলফলকটি স্পর্শ করলাম! ​ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ভাবনা, অভিজ্ঞতা এবং শেখা বিষয়গুলো আপ...
25/08/2025

আজ LinkedIn-এ ১৮,০০০ ফলোয়ারের মাইলফলকটি স্পর্শ করলাম!
​ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ভাবনা, অভিজ্ঞতা এবং শেখা বিষয়গুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আপনাদের সবার সহযোগিতা এবং উৎসাহ ছাড়া এটা সম্ভব হতো না।
​যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী এবং নতুন কিছু জানতে চান, তারা আমার সাথে কানেক্ট হতে পারেন। চলুন, একসাথে শিখি এবং এগিয়ে যাই।
​এখানে ক্লিক করুন: https://www.linkedin.com/in/soptokchatterjee

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হোক ডিজিটাল মার্কেটিং দিয়ে!আমি, সপ্তক চ্যাটার্জী, আমার কোম্পানি Drive To Traffic  -এর...
25/08/2025

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হোক ডিজিটাল মার্কেটিং দিয়ে!

আমি, সপ্তক চ্যাটার্জী, আমার কোম্পানি Drive To Traffic -এর পক্ষ থেকে ১০০ জন তরুণকে ফ্রিল্যান্সিং-এর জন্য ডিজিটাল মার্কেটিং-এর ওপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইতিমধ্যে ৮৮ জন আবেদন করেছেন এবং আসন সংখ্যা প্রায় শেষের দিকে। তাই, এই দারুণ সুযোগটি নিতে চাইলে আর দেরি করবেন না!
আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ সময় ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। নির্বাচিতদের নিয়ে আমাদের প্রথম অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।
গুরুত্বপূর্ণ লিংক ও যোগাযোগ
আবেদনের লিংক: https://forms.gle/S4cYaTGhR5iACWiJ8
যোগাযোগের জন্য:
মোবাইল: ০১৩৪-০২৮-৮২২৪ / ০১৩৪-০২৮-৮২২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন: https://chat.whatsapp.com/K3RaYvI6bd86g99PnS3dH6

ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনার স্বপ্ন পূরণের পথে আমি আছি আপনার পাশে !আমি সপ্তক চ্যাটার্জী, গত ৮ বছর ধরে ডিজিটা...
21/08/2025

ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনার স্বপ্ন পূরণের পথে আমি আছি আপনার পাশে !

আমি সপ্তক চ্যাটার্জী, গত ৮ বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের জগতে কাজ করছি এবং ৬ বছর ধরে অসংখ্য তরুণ-তরুণীকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে আমি প্রতিষ্ঠা করেছি আমার নিজস্ব আইটি প্রতিষ্ঠান "Drive To Traffic "।

আমাদের লক্ষ্য হলো, দেশের মেধাবী ও শিক্ষিত যুবসমাজকে ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ করে তোলা। এরই ধারাবাহিকতায় আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের একটি সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে আমরা ১০০ জন নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ৪ মাস মেয়াদি স্কিল ডেভেলপমেন্ট এবং ২ মাস মেয়াদি ইন্টার্নশীপের সুযোগ।

এই প্রশিক্ষণটি আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ?
* সম্পূর্ণ বিনামূল্যে: এই মূল্যবান কোর্সটি করার জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না।
* অভিজ্ঞ মেন্টরশিপ: আমার ৮ বছরের অভিজ্ঞতা এবং ৬ বছরের মেন্টরশিপের অভিজ্ঞতা থেকে আপনি সরাসরি শিখতে পারবেন।
* ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুতি: কোর্সের শেষ দুই মাস আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে।

আপনি যদি আপনার মেধা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল জগতে সফল হতে চান, তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ।
এই সুযোগটি লুফে নিতে এবং আমাদের এই অনন্য উদ্যোগে যুক্ত হতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন-
https://forms.gle/S4cYaTGhR5iACWiJ8

যোগাযোগের জন্য:
Md Belal Hossain (HR & Admin)
Drive To Traffic
📞: ০১৩৪০০২৮৮২২৪ / ০১৩৪০০২৮৮২২৬
লোকেশন: কাটপট্টি রোড, পটুয়াখালী।

জীবনটা অনেকটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদীর ধর্ম হলো বয়ে চলা। সে পথ চলতে গিয়ে কখনো পাহাড়ের বাধা পায়, কখ...
17/08/2025

জীবনটা অনেকটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদীর ধর্ম হলো বয়ে চলা। সে পথ চলতে গিয়ে কখনো পাহাড়ের বাধা পায়, কখনো বা গভীর খাদে পড়ে। তবুও সে থেমে থাকে না। নিজের পথ নিজেই তৈরি করে, আর শেষ পর্যন্ত মিশে যায় সাগরে।
​আমাদের জীবনও একই রকম। পথে নানা বাধা আসবে, অপ্রত্যাশিত মোড় আসবে। হয়তো মনে হবে আর পারছি না। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে, নদীর মতো আমাদেরও এগিয়ে যেতে হবে। প্রতিটি বাধা আসলে এক একটি সুযোগ, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। আজ যে লড়াইটা করছেন, কাল সেটাই হবে আপনার অনুপ্রেরণার গল্প। তাই থেমে না থেকে এগিয়ে চলুন। বিশ্বাস রাখুন নিজের ওপর, কারণ আপনার ভেতর লুকিয়ে আছে অদম্য শক্তি।

Address

Charpara Road, 6No Word
Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Soptok Chatterjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soptok Chatterjee:

Share