17/08/2025
জীবনটা অনেকটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদীর ধর্ম হলো বয়ে চলা। সে পথ চলতে গিয়ে কখনো পাহাড়ের বাধা পায়, কখনো বা গভীর খাদে পড়ে। তবুও সে থেমে থাকে না। নিজের পথ নিজেই তৈরি করে, আর শেষ পর্যন্ত মিশে যায় সাগরে।
আমাদের জীবনও একই রকম। পথে নানা বাধা আসবে, অপ্রত্যাশিত মোড় আসবে। হয়তো মনে হবে আর পারছি না। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে, নদীর মতো আমাদেরও এগিয়ে যেতে হবে। প্রতিটি বাধা আসলে এক একটি সুযোগ, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। আজ যে লড়াইটা করছেন, কাল সেটাই হবে আপনার অনুপ্রেরণার গল্প। তাই থেমে না থেকে এগিয়ে চলুন। বিশ্বাস রাখুন নিজের ওপর, কারণ আপনার ভেতর লুকিয়ে আছে অদম্য শক্তি।