MA BASAR

MA BASAR দুনিয়াকে পেয়ে আখেরাত ভুলে যেও না বন্ধু।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

(1)

MS EXCEL, ,excel,ms office bangla,Microsoft office bangla tutorial,bangla tutorial,Excel,PowerPoint,Excel beginners,Advanced Excel, Tricks,Excel Data Visualization,Excel Charts,Excel Dashboards,Excel Basics,Excel Array Formulas,Excel Formulas,Excel Functions,Excel formulas and functions,Excel tutorials,Excel Entertainment,Excel 2016,Excel for analysts,Excel VBA,Excel Macros,VB

A basics Tutorials,IF Then excel,Vlookup,PowerPoint tips,Microsoft Excel tutorials,Learn Excel,Accounting basics,accounting tutorials,XelPlus,Office 365,Excel for Office 365,Microsoft 365, product reviews,

"আহা! রিকশাওয়ালাদের রঙিন জীবন..."আজকে বাড়ি ফেরার পথে রিকশার জন্য স্ট্যান্ডে একটু দাঁড়ালাম। ভাবলাম, একটা রিকশা নিয়ে আরাম ...
09/06/2025

"আহা! রিকশাওয়ালাদের রঙিন জীবন..."

আজকে বাড়ি ফেরার পথে রিকশার জন্য স্ট্যান্ডে একটু দাঁড়ালাম। ভাবলাম, একটা রিকশা নিয়ে আরাম করে বাড়ি ফিরবো।
কিন্তু স্ট্যান্ডের চিত্র দেখে আমি থ!
সব রিকশাওয়ালা ভাইয়েরা চায়ের দোকানে বসে সিনেমায় মগ্ন — কেউ হাসছে, কেউ সিগারেট সুখ টান, কেউ আবার ক্লাইম্যাক্সে দম বন্ধ করে তাকিয়ে আছে।

রিকশা নিবো?
ভাড়া বেশি দিবো?
না ভাই, কাজ হইবো না। এখন ট্রিপ নয়, সিনেমা ই মেইন কাজ।

ভাবছি, দিন শেষে পকেট খালি নিয়ে বাসায় যাবে, আর বলবে — “ভাই, আজ ট্রিপই পাই নাই!”
আহা... জীবনকে কী সুন্দরভাবে উপভোগ করছে তারা!

আমরা যেখানে সময়, টেনশন, অফিস, ডেডলাইন আর দায়িত্বের ভারে নুইয়ে পড়ি,
ওনারা জীবনের রিমোট হাতে নিয়ে সিনেমার মতোই মুঠোয় ধরে রেখেছেন সুখ।

ভালো থাকুক আমাদের রিকশা ভাইয়েরা।
জীবনটা ওদের কাছ থেকেই একটু শেখা উচিত — "কাজ তো চলবেই, আগে মন খুশি থাক।



07/06/2025

🌙✨ ঈদ মোবারক ✨🌙
সবার জীবন হোক ঈদের চাঁদের মতো উজ্জ্বল,
সকল দুঃখ-কষ্ট মুছে যাক খুশির আলোয়।
ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরে উঠুক
আপনার ও আপনার পরিবারের প্রতিটি মুহূর্ত।

🤲 আল্লাহ্‌ আমাদের দোয়া ও কোরবানিকে কবুল করুন।
ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
ঈদ মোবারক! 🌸

োবারক

🌙 ঈদের স্পেশাল অফার – মাত্র ৭৫০ টাকায় Excel শিখুন! 🎁📢 ৮৫% বিশাল ছাড়ে রেকর্ডেড কোর্স!আসসালামু আলাইকুম,এই ঈদে আপনার জন্য থ...
05/06/2025

🌙 ঈদের স্পেশাল অফার – মাত্র ৭৫০ টাকায় Excel শিখুন! 🎁
📢 ৮৫% বিশাল ছাড়ে রেকর্ডেড কোর্স!

আসসালামু আলাইকুম,
এই ঈদে আপনার জন্য থাকছে একটি দারুণ উপহার! যারা ব্যস্ততার কারণে আমার লাইভ ক্লাসে অংশ নিতে পারেননি, তাদের জন্য রইলো বিশেষ রেকর্ডেড কোর্স অফার – মাত্র ৭৫০ টাকায়! 🎉

🖥️ কোর্সের নাম:
👉 Microsoft Excel – Beginner to Advanced (বাংলায়)

🎯 এই কোর্সে আপনি যা শিখবেন:
✔️ Excel এর মৌলিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল
✔️ গুরুত্বপূর্ণ ফর্মুলা, ফাংশন, ও চার্ট তৈরি
✔️ রিপোর্ট তৈরির কৌশল, ডেটা বিশ্লেষণ
✔️ অফিসিয়াল কাজের জন্য

📦 আপনি যা যা পাবেন:
✅ লাইভ ক্লাসের রেকর্ড করা ভিডিও
✅ প্রতিটি মডিউলের প্র্যাকটিস ফাইল
✅ লাইফটাইম অ্যাক্সেস (বারবার দেখে শেখার সুযোগ)
✅ সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো

💰 কোর্স ফি ছিল:
🎉 ঈদ অফারে মাত্র: ৭৫০ টাকা!

⏳ এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

📩 ভর্তি হতে কমেন্ট করুন অথবা ইনবক্সে “Interested” লিখে পাঠিয়ে দিন।

🌟 যারা ব্যস্ততার কারণে লাইভ ক্লাস মিস করেছেন – এটি তাদের জন্য একদম পারফেক্ট সুযোগ!
ঘরে বসে, নিজের সুবিধামতো সময় নিয়ে আপনি Excel শেখার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে পারবেন।

---

✅ সময়কে কাজে লাগান
✅ নিজেকে দক্ষ করে তুলুন
✅ ঈদ হোক আপনার স্কিল ডেভেলপমেন্টের নতুন সূচনা!

05/06/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা – রেকর্ডেড কোর্সে বিশেষ ডিসকাউন্ট অফার 🎥

আসসালামু আলাইকুম,
অনেক ব্যস্ততার কারণে কিছুদিন ধরে নতুন কোনো কন্টেন্ট শেয়ার করা সম্ভব হয়নি। কোর্সের লাইভ ভর্তি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং নতুন কোনো ব্যাচ চালু করা হয়নি। ইনশাআল্লাহ, কাজ শেষ হলে আবার নতুন করে লাইভ ব্যাচ চালু করা হবে।

🎯 তবে এই ব্যস্ত সময়ে আমি একটি নতুন পরিকল্পনা করেছি।
আমার পূর্ববর্তী লাইভ ব্যাচগুলোর কিছু রেকর্ড ভিডিও রয়েছে। অনেকেই আছেন যারা কাজের ব্যস্ততার কারণে সময়মতো লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন না। তাদের জন্যই থাকছে একটি বিশেষ সুযোগ!

💥 ৮৫% বিশাল ডিসকাউন্ট 💥
আমার লাইভ কোর্সের মূল মূল্য ছিল ৫০০০ টাকা।
কিন্তু রেকর্ডেড কোর্সে থাকছে ৮৫% ছাড়ে মাত্র ৭৫০ টাকায় কোর্সটি পাওয়া যাবে!

🎁 কোর্সে যা যা থাকছে: ✅ সম্পূর্ণ রেকর্ড ভিডিও (লাইভ ক্লাসের)
✅ প্রতিটি মডিউলের জন্য প্র্যাকটিস ফাইল
✅ নিজে নিজে শিখে কাজ করার সুযোগ
✅ বাসায় বসেই শেখার সুবিধা

⏳ খুব শীঘ্রই বিস্তারিত সার্কুলার দিয়ে জানানো হবে।

যারা এখনই লাইভ ক্লাসে যুক্ত হতে পারছেন না, তারা এই পোস্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ, এই কোর্সটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।

📌 আগ্রহীরা কমেন্ট বা ইনবক্সে “Interested” লিখে জানাতে পারেন।

27/04/2025

এক ক্লিকে প্রিন্ট হবে এক্সেল এ

23/04/2025

নিজের জন্য শিখুন || Master Cash Flow Tracking in Google Sheets!



















13/04/2025

Microsoft Word টিউটোরিয়াল - পার্ট ৬ | View Tab সম্পূর্ণ ব্যাখ্যা (Basic to Advance)
🔍 এই ভিডিওতে আমরা আলোচনা করবো View Tab সম্পর্কে — এটি এমন একটি ট্যাব যা Microsoft Word-এ কাজ করার সময় ডকুমেন্টের ভিউ বা প্রদর্শন কনট্রোল করতে সাহায্য করে। আপনি যদি একেবারে নতুন হন বা আপনার স্কিল ঝালাই করতে চান, এই লেসনটি আপনার জন্য।

📌 যা যা শিখবেন:

Read Mode, Print Layout, Web Layout

Ruler এবং Gridlines চালু/বন্ধ করা

Navigation Pane ব্যবহার

Zoom অপশনসমূহ (100%, One Page, Multiple Pages, Page Width)

উইন্ডো ম্যানেজমেন্ট (New Window, Arrange All, Split)

Macro (সংক্ষিপ্ত পরিচিতি)

✅ এই ভিডিওটি উপযুক্ত: ছাত্র, অফিস কর্মী, ফ্রিল্যান্সার বা যেকোনো Microsoft Word ব্যবহারকারীর জন্য!

✨ ঈদ মোবারক! ✨আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক ...
30/03/2025

✨ ঈদ মোবারক! ✨
আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক সুখসমৃদ্ধ। ❤️ আল্লাহ আমাদের জীবনকে সুখ, সমৃদ্ধি ও কল্যাণে পূর্ণ করে দিন।

30/03/2025

এক্সেলে VLOOKUP ফাংশনটি কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
a) নির্দিষ্ট টেবিল থেকে ডাটা খুঁজে আনা
b) সংখ্যা গুন করা
c) কলাম গণনা করা
d) নতুন শীট তৈরি করা
সঠিক উত্তর কোনটি হবে?

29/03/2025

এক্সেলের ডিফল্ট ফাইল ফরম্যাট কী?
a) .xls
b) .xlsx
c) .csv
d) .docx

29/03/2025

এক্সেলে কলাম এবং রো-এর সংযোগস্থলকে কী বলা হয়?
a) Cell
b) Row
c) Column
d) Table
সঠিক উত্তর কোনটি?

27/03/2025

In Excel, which symbol is used to start a formula?
a) @
b) =
c) #
d) $
Which of the above four is the correct answer?

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when MA BASAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MA BASAR:

Share

Category