
09/06/2025
"আহা! রিকশাওয়ালাদের রঙিন জীবন..."
আজকে বাড়ি ফেরার পথে রিকশার জন্য স্ট্যান্ডে একটু দাঁড়ালাম। ভাবলাম, একটা রিকশা নিয়ে আরাম করে বাড়ি ফিরবো।
কিন্তু স্ট্যান্ডের চিত্র দেখে আমি থ!
সব রিকশাওয়ালা ভাইয়েরা চায়ের দোকানে বসে সিনেমায় মগ্ন — কেউ হাসছে, কেউ সিগারেট সুখ টান, কেউ আবার ক্লাইম্যাক্সে দম বন্ধ করে তাকিয়ে আছে।
রিকশা নিবো?
ভাড়া বেশি দিবো?
না ভাই, কাজ হইবো না। এখন ট্রিপ নয়, সিনেমা ই মেইন কাজ।
ভাবছি, দিন শেষে পকেট খালি নিয়ে বাসায় যাবে, আর বলবে — “ভাই, আজ ট্রিপই পাই নাই!”
আহা... জীবনকে কী সুন্দরভাবে উপভোগ করছে তারা!
আমরা যেখানে সময়, টেনশন, অফিস, ডেডলাইন আর দায়িত্বের ভারে নুইয়ে পড়ি,
ওনারা জীবনের রিমোট হাতে নিয়ে সিনেমার মতোই মুঠোয় ধরে রেখেছেন সুখ।
ভালো থাকুক আমাদের রিকশা ভাইয়েরা।
জীবনটা ওদের কাছ থেকেই একটু শেখা উচিত — "কাজ তো চলবেই, আগে মন খুশি থাক।