
17/07/2024
আবু সাইদকে গুলি করা পুলিশটার কথা ভাবছি। ডিউটি শেষ করে সে বাসায় গিয়ে হাত ধুয়েছে। বাচ্চাকে কোলে নিয়েছে। ভাত খেয়েছে। লাইট বন্ধ করে ঘুমাতে গেছে।
নিজেকে হয়তো নানাভাবে বুঝ দিয়েছে। দায়িত্ব কর্তব্য আরও কত কী সামনে এনে মনটাকে শক্ত করছে। ভাইরাল হওয়া আবু সাইদের বোনের আহাজারি হয়তো তারও হোম পেজে গেছে। সে কি স্কিপ করে গেছে, নাকি শেষ পর্যন্ত দেখেছে?
তার পরিবার, বন্ধুবান্ধব, পরিচিতজন যখন তার দিকে তাকাবে, চোখে চোখ পড়ে যাবে, কিভাবে চোখ নামিয়ে নেবে সেই পুলিশ? নাকি চোখ তাক করে তার দিকেও তাকিয়ে থাকবে?
সিনেমার বাইরেও মানুষের পক্ষে এতটা হৃদয়হীন হওয়া সম্ভব? এতটা এ্যানিমেল হওয়া সম্ভব?
হয়তো সম্ভব, যদি কেউ কোকাকোলার দেশে ট্রেনিং নিয়ে আসে।