
01/07/2025
আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর। শুরুতে সবকিছুই স্বাভাবিক ও সুন্দর ছিল। আমার স্বামী বিদেশ থাকেন। বিয়ের পর তিনি দুই মাস আমার সঙ্গে ছিলেন—সেই সময়টুকু খুব ভালো কেটেছিল।
তিনি বিদেশ চলে যাওয়ার কিছুদিন পর আমি জানতে পারি, আমি গর্ভবতী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিন মাস পর আমার মিসক্যারেজ হয়। এই ঘটনাটা আমার জন্য মানসিকভাবে খুব কষ্টদায়ক ছিল। কিন্তু আরও বেশি কষ্ট পেলাম তখন, যখন আমার স্বামীর ব্যবহার একেবারে পাল্টে গেল।
তিনি আমাকে দোষারোপ করতে শুরু করলেন। বললেন, আমি নাকি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করেছি। তিনি এমনসব কথা বলেন, যা একজন স্ত্রী হিসেবে সহ্য করা অসম্ভব। ধীরে ধীরে তিনি আমার চরিত্র নিয়েও সন্দেহ করতে থাকেন—বলতে থাকেন, আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি।
শুধু তিনিই না, তার পরিবার থেকেও আমি অবহেলা ও অপমান পেতে থাকি। তার মা প্রায়ই আমাকে বাজে ভাষায় কথা বলেন। আমার মা-বাবার কাছেও আমার নামে মিথ্যা অভিযোগ করেন যে, আমি নাকি কাজ পারি না, কথা শুনি না। অথচ আমি চেষ্টার কোনও ত্রুটি রাখি না। আমার শাশুড়ি একবার যা বলেন, পরে নিজেই অস্বীকার করেন।
রোজার ঈদের কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে যাই। প্রায় ২০ দিন পর হঠাৎ বলা হয়, ধান আসছে—আমাকে এখনই যেতে হবে। কিন্তু সেদিন আমার শরীর খারাপ ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। তাই বললাম, দুই-তিন দিন পরে যাব। তখন আমার স্বামী সাফ জানিয়ে দিলেন—"আজ যদি না যাস, তাহলে আর কখনো আসার দরকার নেই।"
পরদিন আমি যেতে চাইলেও আমাকে যেতে দেয়া হয়নি। বরং, আরও অপমানিত হতে হয়েছে। তিনি বারবার আমাকে ছেড়ে দেওয়ার কথা বলেন, বলেন আমি যেন নিজেই চলে যাই। বলেন, তার পরিবার আমাকে চায় না, তার নিজেরও আর আমার প্রতি কোনো অনুভূতি নেই।
এভাবে দুই মাস বাবার বাড়িতে থাকার পর, আমার বাবা, শ্বশুর আর একজন আত্মীয় মিলে আলোচনার মাধ্যমে আমাকে আবার শ্বশুরবাড়ি পাঠান। কিন্তু সেখানেও আমার প্রতি ব্যবহার বদলায়নি।
শাশুড়ির অবহেলা, অপমান, সন্দেহ—সব কিছু আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।আমি কাজ করলে বলেন কাজ নাকি দেখাই, আর না করলে বলেন কেন করিনি। আমার সাথে কথা বললে চিৎকার করে কথা বলেন।আর আমার স্বামী প্রায়ই আমাকে বলেন—"তোমাকে আর ভালো লাগে না। তুমি চলে যাও।"
এখানে আসার পর উনি আমাকে প্রতিদিন বলে আমি যেনো এই বাড়ি থেকে চলে জাই।
আমি শুধু আমার বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে, তাদের মান-সম্মানের কথা ভেবে আজও সবকিছু সহ্য করে যাচ্ছি। কিছু বলি না, মুখ বুজে সহ্য করি। কিন্তু আমার মন ক্রমেই ভারী হয়ে উঠছে। আমি জানি না, কতদূর এগোতে পারবো এই মানসিক কষ্ট নিয়ে।
(সংগ্রহ করা)