02/11/2025
চোখের সামনে ভাসে সেই দৃশ্যটা —
হাসপাতালের সাদা আলো, মনজুড়ে অজানা ভয়, আর বুকের ভেতর এক অদ্ভুত আশার ঢেউ।
প্রতিটা মিনিট যেন একটা বছর মনে হচ্ছিল…
যখন তোমার প্রথম কান্নার শব্দটা শুনলাম, মনে হলো পৃথিবীর সবকিছু থেমে গেছে।
ওই মুহূর্তে বুঝেছিলাম —
একটা ছোট্ট প্রাণ আমার জীবনের মানে বদলে দিচ্ছে।
তোমার জন্মের আনন্দের পেছনে কতটা কষ্ট, ভয়, অশ্রু আর প্রার্থনা লুকিয়ে ছিল,
সেটা শুধু আমি জানি মা 🩷 … আর আমার হৃদয় জানে।🥹
তোমার ছোট্ট হাতটা যখন আমার আঙুলে ধরলে,
আমার শরীরের সব ব্যথা, সব ভয় যেন মুছে গেল এক নিমিষে।
সেই স্পর্শে আমি খুঁজে পেয়েছিলাম জীবনের সবচেয়ে সত্য ভালোবাসা —
যে ভালোবাসা নিঃস্বার্থ, নিঃশব্দ, আর চিরন্তন। ❤️🩹
আজও সেই দিনটা মনে হলে বুক ভরে যায়…
চোখে পানি আসে, কিন্তু মুখে হাসি থাকে —
কারণ সেই দিনই আমি জন্মেছিলাম তোমার মা হয়ে।
প্রথম সন্তান শুধু জন্ম নেয় না,
সে তার মাকেও নতুন করে জন্ম দেয়। 🥹আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক মা 🥹