
24/08/2025
হয়তো কোনো এক অচেনা যাত্রাপথে আমাদের দেখা হবে—
বহুদিনের চেনা মুখটাকে তখন অচেনার মতো পাশ কাটিয়ে যাবো।
কথা হবে না, চোখে চোখ পড়লেও অভিনয় করবো অপরিচয়ের।
তবুও আমি খুব গোপনে, নিঃশব্দে তোমাকে লুকিয়ে দেখার চেষ্টা করবো,
যেন আড়ালের আড়াল থেকেও তোমার ছায়াটা ছুঁয়ে দেখি।
কারণ তোমাকে দেখার সেই তৃষ্ণা— আমৃত্যু হয়তো কখনোই শেষ হবে না… 🖤🌸