Weather BD

Weather BD Collected Weather info share

02/04/2025

এবারের এপ্রিল মাস বৃষ্টি বহুল হতে চলছে ইনশাআল্লাহ। ৪/৫ তারিখ হতেই দেশের মধ্যাঞ্চলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হতে পারে। যা পরবর্তীতে দেশের অন্যত্র বিস্তারলাভ করে বৃষ্টি বলয়ে রুপ নিতে পারে।
ধন্যবাদ: BWOT

28/03/2025

ঈদ মোবারাক!

আসুন একনজরে দেখে নেই কেমন থাকতে পারে ঈদের সময় দেশের আবহাওয়া পরিস্থিতি।

২৯ শে মার্চ টু পহেলা এপ্রিল।

এই চার দিনই দেশের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে।
এই চার দিনে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।

দিনে কাটফাটা রোদ ও রাতে আরামদায়ক আবহাওয়া থাকতে পারে।
মোটকথা এইবছর ঈদে দেশের কোথাও প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কা নেই আল্লাহর রহমতে।

একদম ঝকঝকা চকচকা ফকফকা আবহাওয়া বিরাজমান থাকতে পারে।

ও হ্যাঁ, আগামী রবিবার সন্ধ্যা ৬ টা ১৫ থেকে ৬ টা ৫০ মিনিট পর্যন্ত দেশের পশ্চিম আকাশের দিখে খেয়াল রাখুন, যেহেতু আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা বেশি, হয়তোবা দেখে ফেলতে পারবেন ঈদের ছোট্ট নতুন চাঁদ আল্লাহ চাইলে।
ঈদের চাঁদ নিজে চোখে দেখার মঝাই আলাদা তাইনা।

তাড়াহুড়া না করে সাবধানে সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন, সবার বাড়ি ফেরা শতভাগ নিরাপদ হোক আল্লাহর রহমতে সেই দোয়া করি, এবং আল্লাহর রহমতে ঈদ যেনো সবার ভালো কাটে সেই দোয়া করি।

সকলকে ঈদ মোবারাক Bangladesh Weather Observation Team ( BWOT) ও Weather BD- র পক্ষ থেকে।

26/03/2025

দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাস!!

ইদানিং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে, যেটা খুবই ভয়াবহ স্বাস্থ্যের জন্য।
এখন কথা হলো এইরকম আবহাওয়া আর কতদিন থাকতে পারে??

আসলে আজ রাত থেকেই ধিরে ধিরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে এপ্রিল এর ২ তারিখ হতে রাত্রে শীত পড়া সারাদেশে পুরোপুরি বন্ধ হয়ে আসবে ইনশাআল্লাহ।

এবং এপ্রিল এর ৪ তারিখ হতে মাঝারি তাপপ্রবাহ মাতাল আসছে, যা কিছুদিন পর তীব্র তাপপ্রবাহ দাবানল এ পরিনত হতে পারে।
BWOT
২৬/০৩/২০২৫। ০৯:১৯ রাত

25/03/2025

আগামী ৩০ শে মার্চ রবিবার সূর্য ডোবার ১ ঘন্টা ৪ মিনিট পর চাঁদ ডুববে।

এবং ঐদিন দেশের আকাশ যথেষ্ট পরিস্কার থাকার কথা, সে হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিস্কার ভাবেই দেখা যাবার কথা।

আপনারা সবাই চাঁদ দেখার চেষ্টা করবেন, কারন ঈদের চাঁদ দেখার আনন্দ টাই আলাদা।
©BWOT

23/03/2025

আগামীকাল ২৪ শে মার্চ সোমবার এর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন দেশের আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিস্কার থাকতে পারে, তবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

দেশে বৃষ্টির সম্ভাবনা কম ও দিন ও রাতের গড় তাপমাত্রা ধিরে ধিরে বৃদ্ধি পেতে থাকবে।

সামনে তাপপ্রবাহ ও খরা অপেক্ষমান।

ধন্যবাদ : BWOT
23/93/2025. 09:40 pm bst

22/03/2025

আগামীকাল ২৩ শে মার্চ দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, ও দু এক স্থানে ছিটেফোঁটা কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

পর্শুদিন হতে ধিরে ধিরে দেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করতে পারে ও খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগ দীর্ঘ খরার কবলে পড়তে পারে।

সিলেট বিভাগে ভৌগলিক কারনে স্বাভাবিক বৃষ্টি চালু থাকতে পারে মাঝেমধ্যে ও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে ও স্বাভাবিক খরা চলতে পারে।

ধন্যবাদ : BWOT
২২/০৩/২০২৫ : ০৯:৪২ রাত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। উক্ত লঘুচাপটি বর্তমান অবস...
21/12/2024

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। উক্ত লঘুচাপটি বর্তমান অবস্থান থেকে কিছুটা উত্তর-পূর্ব দিকে সরে এসে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আগামী দুই দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বর্ষণের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে।
BWOT WEATHER

ধেঁয়ে আসছে দেশের দিকে বৃষ্টিবলয় শীতল ( WD) । সংশোধিত আপডেট। প্রাকৃতিক কারনে এর শক্তিমত্তা ও স্থান কিছুটা পরিবর্তন হয়েছ...
20/12/2024

ধেঁয়ে আসছে দেশের দিকে বৃষ্টিবলয় শীতল ( WD) । সংশোধিত আপডেট।
প্রাকৃতিক কারনে এর শক্তিমত্তা ও স্থান কিছুটা পরিবর্তন হয়েছে।

এটি একটি প্রায় শক্তিশালী ভারি বৃষ্টি বলয়।
ও এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টি হবেনা।

সক্রিয় অঞ্চলে হালকা বজ্রপাত/আকাশে ডাকাডাকি এর সম্ভাবনা আছে, তবে কোন ঝড়ের আশঙ্কা নেই ইনশাআল্লাহ। একটি সাগরিও সিস্টেম ও পশ্চিমা লঘুচাপের সমন্বয়ে এই বৃষ্টি বলয়টি দেশের উপর সক্রিয় হতে যাচ্ছে।

কবে আসছে বৃষ্টিবলয়? কোথায় কেমন সক্রিয় হবে?
সম্ভাব্য সময়সূচি : ২০ টু ২৩ শে ডিসেম্বর ২০২৪

অধিক সক্রিয়ঃ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ অংশ ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা।

প্রায় মাঝারি সক্রিয়ঃ ঢাকা বিভাগের বাকি এলাকা, দক্ষিণ ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অংশ।

কম সক্রিয় বা প্রভাব নেইঃ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

আসুন একনজরে দেখে নেই, ভারি বৃষ্টি বলয় শীতল চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ৫+

সুনামগঞ্জ। ৫+

হবিগঞ্জ। ১২+

মৌলভীবাজার। ১২+

রংপুর। ০

দিনাজপুর। ০

ঠাকুরগাঁও। ০

পঞ্চগড়। ০

নীলফামারী। ০

লালমনীরহাট। ০

কুড়িগ্রাম। ০

গাইবান্ধা। ০

জয়পুরহাট। ০

নওগাঁ। ০

বগুড়া। ৫+

চাঁপাইনবাবগঞ্জ। ২+

রাজশাহী। ৪+

নাটোর। ৫+

সিরাজগঞ্জ। ৫+

পাবনা ১০+

খুলনা(উত্তর) +৯০
খুলনা (দক্ষিন) ৮৫+

সাতক্ষীরা (উত্তর) ৯০+
সাতক্ষীরা(দক্ষিণ) ৯০+

বাগেরহাট(উত্তর) ৯০+
বাগেরহাট(দক্ষিন) ৭৫+

যশোর, ৪০+

নড়াইল। ৫০+

মাগুরা ২৫+

ঝিনাইদহ। ২৫+

চুয়াডাঙ্গা ১৫+

মেহেরপুর। ১০+

কুষ্টিয়া ১০+

বরিশাল, ৬৫+

পিরোজপুর। ৭০+

ঝালকাঠি ৬৫+

পটুয়াখালী ৬০+

বরগুনা ৬০+

ভোলা ৫০+

চট্টগ্রাম, ৪০+

ফেনী ৪৫+

লক্ষ্মীপুর ৪৫+

চাঁদপুর। ৪০+

কুমিল্লা দক্ষিণ ৪০+
কুমিল্লা উত্তর ৩০+

ব্রাহ্মণবাড়িয়া ২০+

খাগড়াছড়ি ৪০+

রাঙ্গামাটি ৩০+

বান্দরবান। ৩৫+

কক্সবাজার। ৫৫+

নোয়াখালী, ৫০+

ঢাকা ২০+

গোপালগঞ্জ। ৬৫+

মাদারীপুর। ৩০+

শরিয়তপুর ৩৫+

ফরিদপুর। ৩০+

রাজবাড়ী। ২০+

মানিকগঞ্জ। ১৮+

মুন্সীগঞ্জ। ২৫+

নারায়ণগঞ্জ। ২৫+

নরসিংদী ১০+

গাজীপুর। ১০+

টাঙ্গাইল। ৪+

কিশোরগঞ্জ। ৫+

ময়মনসিংহ। ৫+

জামালপুর। ০

শেরপুর। ০

নেত্রকোনা ০
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১১০+ মিলিমিটার।
২৪ পরগনা ১০০+

বৃষ্টিবলয় শীতলের পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হইবেঃ
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় শীতল এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস বিশ্লেষন ও তৈরি : Bangladesh Weather Observation Team – BWOT
Graphic: BWOT

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় এর নতুন নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা অফিসিয়াল বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

বৃষ্টি বলয় শীতল নামকরণ : BWOT Weather,
শীতল প্রথম নামকরণ করা হয় ডিসেম্বর ২০১৪ সালে।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৮ ই ডিসেম্বর রাত ৯ টা।

জরুরী কৃষি আবহাওয়া বার্তা । ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ধেয়ে আসছে বৃষ্টিবলয় শীতল। একারণে খুলনা বিভাগের দক্ষিনাঞ্চল...
20/12/2024

জরুরী কৃষি আবহাওয়া বার্তা । ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৪

ধেয়ে আসছে বৃষ্টিবলয় শীতল। একারণে খুলনা বিভাগের দক্ষিনাঞ্চল, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের সকল কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে , আগামী ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর দেশের মধ্য থেকে দক্ষিণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসাথে দক্ষিনাঞ্চল এর জেলাসমূহের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বৃষ্টি/বর্ষণ হতে পারে।

তাই যে সকল কৃষক ভাইয়েরা রবি শস্যের চাষাবাদ করতে চাচ্ছেন তারা ডিসেম্বর মাসের ২৪-২৫ তারিখ চাষাবাদ শুরু করলে ক্ষতির হাত থেকে বাচা যাবে। এছাড়া দক্ষিনাঞ্চল/উপকূলীয় এলাকার যে সকল কৃষক ভাইয়েরা এখনো আমন ধান সংগ্রহ করছেন তারা আগামী ১৯ তারিখের ভিতরে ধান সংগ্রহ না করলে বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে । আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের যে সকল এলাকায় আলু ও তরমুজ চাষ করছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং যারা এখনো রোপণ করেননি তারা বিরত থাকুন এবং আগামী ২৩ তারিখের পর রোপণ করতে পারেন।

সুতরাং, সবাই পোস্টটি শেয়ার করে ওই অঞ্চলের কৃষকদের সতর্ক করুন।
ধন্যবাদ ,
Bangladesh Weather Observation Team -BWOT
চিত্রঃ ২০ ডিসেম্বর-২৩ ডিসেম্বর ২০২৪ এর বৃষ্টিপাতের পুর্বাভাস (BWOT)

18/12/2024

ধেঁয়ে আসছে দেশের দিকে বৃষ্টিবলয় শীতল ( WD) । এটি একটি প্রায় শক্তিশালী ভারি বৃষ্টি বলয়।
ও এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টি হবেনা।

এই বৃষ্টি বলয়ে খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা আছে ও সক্রিয় অঞ্চলে বজ্রপাত এর আশঙ্কা আছে, তবে কোন ঝড়ের আশঙ্কা নেই ইনশাআল্লাহ। একটি সাগরিও সিস্টেম ও পশ্চিমা লঘুচাপের সমন্বয়ে এই বৃষ্টি বলয়টি দেশের উপর সক্রিয় হতে যাচ্ছে।

কবে আসছে বৃষ্টিবলয়? কোথায় কেমন সক্রিয় হবে?
সম্ভাব্য সময়সূচি : ২০ টু ২৩ শে ডিসেম্বর ২০২৪

অধিক সক্রিয়ঃ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ অংশ ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা।

প্রায় মাঝারি সক্রিয়ঃ ঢাকা বিভাগের বাকি এলাকা, দক্ষিণ ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অংশ।

কম সক্রিয় বা প্রভাব নেইঃ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

আসুন একনজরে দেখে নেই, ভারি বৃষ্টি বলয় শীতল চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ২+

সুনামগঞ্জ। ১+

হবিগঞ্জ। ১০+

মৌলভীবাজার। ৮+

রংপুর। ০

দিনাজপুর। ০

ঠাকুরগাঁও। ০

পঞ্চগড়। ০

নীলফামারী। ০

লালমনীরহাট। ০

কুড়িগ্রাম। ০

গাইবান্ধা। ০

জয়পুরহাট। ০

নওগাঁ। ০

বগুড়া। ১+

চাঁপাইনবাবগঞ্জ। ১+

রাজশাহী। ২+

নাটোর। ২+

সিরাজগঞ্জ। ২+

পাবনা ৮+

খুলনা(উত্তর) +১০০
খুলনা (দক্ষিন) ৭০+

সাতক্ষীরা (উত্তর) ১০০+
সাতক্ষীরা(দক্ষিণ) ৮০+

বাগেরহাট(উত্তর) ১০০+
বাগেরহাট(দক্ষিন) ৭০+

যশোর, ১১০+

নড়াইল। ১০০+

মাগুরা ৩৫+

ঝিনাইদহ। ৩০+

চুয়াডাঙ্গা ২০+

মেহেরপুর। ১০+

কুষ্টিয়া ১০+

বরিশাল, ৯০+

পিরোজপুর। ৮০+

ঝালকাঠি ৮০+

পটুয়াখালী ৭০+

বরগুনা ৯০+

ভোলা ৭০+

চট্টগ্রাম, ৫০+

ফেনী ৭০+

লক্ষ্মীপুর ৭৫+

চাঁদপুর। ৮০+

কুমিল্লা দক্ষিণ ৮০+
কুমিল্লা উত্তর ৭০+

ব্রাহ্মণবাড়িয়া ৪০+

খাগড়াছড়ি ৭৫+

রাঙ্গামাটি ৫০+

বান্দরবান। ৪০+

কক্সবাজার। ৯৫+

নোয়াখালী, ৮০+

ঢাকা ৩০+

গোপালগঞ্জ। ১০০+

মাদারীপুর। ৮০+

শরিয়তপুর ৭০+

ফরিদপুর। ৫০+

রাজবাড়ী। ৩০+

মানিকগঞ্জ। ২০+

মুন্সীগঞ্জ। ৪৫+

নারায়ণগঞ্জ। ৩৫+

নরসিংদী ২০+

গাজীপুর। ১৫+

টাঙ্গাইল। ১+

কিশোরগঞ্জ। ২+

ময়মনসিংহ। ১+

জামালপুর। ০

শেরপুর। ০

নেত্রকোনা ০
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১২০+ মিলিমিটার।
২৪ পরগনা ১০০+

বৃষ্টিবলয় শীতলের পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হইবেঃ
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় শীতল এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস বিশ্লেষন ও তৈরি : Bangladesh Weather Observation Team – BWOT
Graphic: BWOT

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় এর নতুন নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা অফিসিয়াল বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

বৃষ্টি বলয় শীতল নামকরণ : BWOT Weather,
শীতল প্রথম নামকরণ করা হয় ডিসেম্বর ২০১৪ সালে।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৭ ই ডিসেম্বর রাত ৯ টা।

কুয়াশা আক্রান্ত চিত্র
13/12/2024

কুয়াশা আক্রান্ত চিত্র

13/12/2024

দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ১৪ ই ডিসেম্বর,২০২৪ | বার : শনিবার ২৯ শে অগ্রহায়ণ ,১৪৩১ হেমন্তকাল, ১১ ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি।

আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আগামী ১৪ ই ডিসেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।

আকাশ : ১৪ ই ডিসেম্বর দেশের আকাশ কিছু কিছু স্থানে আংশিক মেঘলা থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় মেঘলা থাকতে পারে।

বৃষ্টি🌧️ : ১৪ ই ডিসেম্বর দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

▪১৩ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে কোন বৃষ্টি রেকর্ড হয় নি (BMD)

১৩ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফ ৩০.২০°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ০৮.৪০°সেলসিয়াস। ( bmd)

তাপমাত্রা🌡️ : দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টিবলয়☔ : নিস্ক্রিয়

পরবর্তী বৃষ্টিবলয়☔ : শীতল

বজ্রপাত🌩️ : নেই
দমকা হাওয়া : নেই
ঘূর্ণিঝড় ফরমেশন : নেই
শীত : দেশের অধিকাংশ এলাকায় রাতে আরামদায়ক শীত পড়তে পারে।

সর্বনিম্ন তাপমাত্রা : আজ ০৮ এ নামতে পারে, রংপুর বিভাগের কিছু এলাকায়।

ধোঁয়াশাছন্ন : মাঝারি
তাপপ্রবাহ : নেই
আংশিক শৈত্যপ্রবাহ : ১৪ ই ডিসেম্বর হতে
শৈত্যপ্রবাহ : পরশ ২২ শে ডিসেম্বর হতে। ( পূর্ণাঙ্গ)
তীব্র শৈত্যপ্রবাহ : হিমেল, দেরিআছে।
কুয়াশা পয়েন্ট : ১৩°
কুয়াশাবেল্ট : সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অনেক এলাকায় ও বরিশাল বিভাগের কিছু এলাকায় গভীর কুয়াশাবেল্ট দ্বারা আকাশ ঢাকা থাকতে পারে।
গড় আর্দ্রতা: ৪৯%
দিনের আকাশে সূর্যের কিরণ : ঝলমলে সূর্যের আলো, ৩ থেকে ৫ ঘন্টা।
ম্লান সূর্যের কিরণ ৪ থেকে ৭ ঘন্টা, পাওয়া যেতে পারে স্থানভেদে, কুয়াশাবেল্ট স্থানে খুবই কম বা নেই।
বায়ু প্রবাহ : উত্তর উত্তর পশ্চিম হতে দক্ষিণ দক্ষিণ পুর্ব দিকে গড়ে ১৫ কিলোমিটার।

সতর্ক সংকেত :
সম্ভাব্য সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল! নেই
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ🌀 : একটি সিস্টেম আছে।

সূর্যগ্রহণ🌘 : ২৯ শে মার্চ ২০২৫।
চন্দ্রগ্রহণ🌒 : ১৪ ই মার্চ ২০২৫ সাল
সূর্যোদয়🌞 : সকাল ০৬ টা বেজে ৩২ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত 🌝: সন্ধ্যা ০৫ টা ১৩ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৪১ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ৪৬.৫৫ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
আসুন এক নজরে দেখে নেই আগামী ১৪ ই ডিসেম্বর দেশের ৮টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ২৬° ১৫° সে.
চট্টগ্রাম ২৫° ১৫° সে.
রাজশাহী ২৫° ০৯° সে.
খুলনা ২৭° ১২° সে.
সিলেট ২৪° ১৫° সে.
বরিশাল ২৪° ১২° সে.
রংপুর ২৬° ১১° সে.
ময়মনসিংহ. ২১° ১৪° সে.
কলকাতা, ২৭° ১৫° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
Weather of Kolkata : আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই! ,দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ : ৫ থেকে ৭ ঘন্টা।
ঝলমলে রোদ : আছে
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই/ আসছে ডিসেম্বর এর ২৯ তারিখ হতে।
গুজব এড়াতে ও আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।

Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, MJO, 200hpa Winds, 500hpa Winds, Synoptic Chart, Time and Date.

আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ১৩ ই ডিসেম্বর রাত ০৯ টা বেজে ২০ মিনিটে।
UPDATE : 12th December AT 09:20 PM BST.
সবাই দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন। গাছ লাগান, পরিবেশ বাঁচান।
BMD = বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( সরকারি)

12/12/2024

আগামীকাল(13 Dec) আজকের তুলনায় আরও বিস্তৃত এলাকায় কুয়াশা বেল্ট প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ শুধুমাত্র দেশের উপকূলীয় এলাকা বাদে সারাদেশেই আগামীকাল সকালে কুয়াশা বেল্ট। আজকের অনুরুপ বেলা বৃদ্ধির সাথে সাথে অধিকাংশ এলাকায় দুপুরের মধ্যে পরিষ্কার হলেও দেশের মধ্যাঞ্চলীয় এলাকায় প্রায় সারাদিন ঢেকে থাকার সম্ভাবনা আছে। - BWOT

রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে আকাশ কুয়াশা বেল্ট দ্বারা ঢাকা রয়েছে।  যা বেলা বৃদ্ধির...
12/12/2024

রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে আকাশ কুয়াশা বেল্ট দ্বারা ঢাকা রয়েছে। যা বেলা বৃদ্ধির সাথে সাথে অধিকাংশ এলাকায় দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে৷

©BWOT

আজ রাতে/সকালেও দেশের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগ গভীর কুয়াশা বেল্ট দার...
10/12/2024

আজ রাতে/সকালেও দেশের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগ গভীর কুয়াশা বেল্ট দারা ঢেকে যেতে পারে। এর মধ্যে অধিকাংশ এলাকার আকাশ দুপুরের মধ্যে পরিষ্কার হলেও, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা সারাদিন কুয়াশা বেল্ট এ ঢাকা থাকতে পারে।

স্থলভাগে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সবোর্চ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছেঃ
10/12/2024

আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সবোর্চ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছেঃ

মেঘ কেটে যাওয়ার পর রংপুর ও রাজশাহী বিভাগের উপর কুয়াশা বেল্ট অবস্থান করছে।  যা আজ দুপুরের পর পরিষ্কার হতে পারে।©BWOT
10/12/2024

মেঘ কেটে যাওয়ার পর রংপুর ও রাজশাহী বিভাগের উপর কুয়াশা বেল্ট অবস্থান করছে। যা আজ দুপুরের পর পরিষ্কার হতে পারে।

©BWOT

09/12/2024

#বৃষ্টির_সতর্কতা
রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সল্পস্থায়ী গুড়ি গুড়ি হচ্ছে।
আর কিছু সময় পর ঝিনাইদহ,যশোর,খুলনা জেলা সহ খুলনা বিভাগের আরোও কিছু এলাকায় সল্পস্থায়ী গুড়ি গুড়ি/ছিটেফোটা বৃষ্টির সম্মুখীন হতে পারে।

©BWOT

Address

Patuakhali
Patuakhali

Telephone

+8801714683124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weather BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weather BD:

Share