বরিশাইল্লা আপু-Barishallia apu

বরিশাইল্লা আপু-Barishallia apu 🎨নিজের হাতে গড়া ছোট্ট ক্রিয়েশন, মনের কোণে লুকানো রঙিন গল্প! হাতের ছোঁয়ায় তৈরি হোক নতুন স্বপ্নের ছন্দ!!
(9)

20/09/2025

বন্ধু আর শত্রু আলাদা করতে গিয়েছিলাম যাইয়া দেখি বন্ধু নাই একজনও সবগুলাই শত্রু 🥺
দুনিয়াটাই বেইমান 😢

আকাশ টা...🌫️
20/09/2025

আকাশ টা...🌫️

ত্যাগ বিনা কিছু পাওয়াই অসম্ভব তা যাই হোক🥰তাই জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারছিনা🥺
20/09/2025

ত্যাগ বিনা কিছু পাওয়াই অসম্ভব
তা যাই হোক🥰
তাই জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারছিনা🥺

যত বড় হচ্ছি জীবনটা মনে হয় আরো কঠিন হচ্ছে।।।
19/09/2025

যত বড় হচ্ছি জীবনটা মনে হয় আরো কঠিন হচ্ছে।।।

19/09/2025

আইফোন কিনলে অহংকার বেড়ে যাবে, তাই ভাঙ্গা ফোন চালাই।

19/09/2025

☘️জুম্মার দিন শ্রেষ্ঠ দিন:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“সূর্য যে দিন উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এ দিন আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এ দিন তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনই তাঁকে পৃথিবীতে নামানো হয়েছে। আর কিয়ামতও হবে জুম্মার দিন।”
— সহীহ মুসলিম (৮৫৪)

18/09/2025

নিজের পাগলামিকে প্রশ্রয় দিন,মুলত সেটাই আপনি।
বাকি সব অভিনয়।

18/09/2025

আশা ছাড়তে নেই ঝড়ে পড়া ফুল থেকেই নতুন গাছের জন্ম হয়।

18/09/2025

ভালো মানুষ হতে চেয়েছিলাম, আশেপাশের মানুষ দেখে প্ল্যান বাতিল।🙂

18/09/2025

কিছু মানুষ আছে যারা
একটু কিছু হইলেই
টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে।
তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন!😔

18/09/2025

"কখনো হতাশ হবেন না, বিপদ যতই বড় হোক, আল্লাহর রহমত ও দয়া তার চেয়ে বেশি বড়।"
আলহামদুলিল্লাহ ❤️

দুপুরের রোদটা যতই ঝাঁঝালো হোক, মনের ভেতর শান্তি থাকলেই দিনটা ভালো কাটে।  আজকের দুপুর টা বেশ রোদ্দুর ভয়♥️
18/09/2025

দুপুরের রোদটা যতই ঝাঁঝালো হোক, মনের ভেতর শান্তি থাকলেই দিনটা ভালো কাটে।
আজকের দুপুর টা বেশ রোদ্দুর ভয়♥️

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাইল্লা আপু-Barishallia apu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share