Samir Patuakhali

Samir Patuakhali বাংলাদেশের অগ্রযাত্রার তথ্য সবার কাছে পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য
(3)

03/07/2025

শহরের নিস্তব্ধতা 😆

01/07/2025

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানেই ঢাকা-গাজীপুর? ধারণা বদলে দেবে ভোলার এই প্রতিষ্ঠানটি!

#ভোলা_টেক্সটাইল_ইনস্টিটিউট







#ভোলার_অর্জন

29/06/2025

ব্যাংকের হাট, ভোলা

28/06/2025

ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক

বাংলাদেশে মধ্যবিত্তের মেধা যেন অদৃশ্য—তাদের প্রতিভার কোনো দাম নেই।সমাজের আলো-ঝলমল স্টেজে কেবল শোনা যায় উচ্চবিত্তের বাহার...
28/06/2025

বাংলাদেশে মধ্যবিত্তের মেধা যেন অদৃশ্য—তাদের প্রতিভার কোনো দাম নেই।
সমাজের আলো-ঝলমল স্টেজে কেবল শোনা যায় উচ্চবিত্তের বাহার আর নিম্নবিত্তের কান্নার গল্প।
মিডিয়া, ক্যামেরা, লাইকের ঝড়, শেয়ার-কমেন্ট—সবকিছুই ঘুরে ফিরে চলে এই দুই ধারে।
মধ্যবিত্তের স্বপ্ন, সংগ্রাম, আর সাফল্য কোথাও স্থান পায় না;
তাদের গল্প বলার কেউ নেই, শোনারও কেউ নেই।
তাদের নীরবতা ঢাকা পড়ে যায় সমাজের কোলাহলে।

16/06/2025

পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি ইরান ও ইসরায়েল

সাংবাদিকতা কোথায় হারিয়ে যাচ্ছে?এখনকার সাংবাদিকতায় এক হাতে স্মার্টফোন, অন্য হাতে ‘ভিউ’-এর নেশা—এই যুগে যেন সবাই নিজেকে সা...
16/06/2025

সাংবাদিকতা কোথায় হারিয়ে যাচ্ছে?

এখনকার সাংবাদিকতায় এক হাতে স্মার্টফোন, অন্য হাতে ‘ভিউ’-এর নেশা—এই যুগে যেন সবাই নিজেকে সাংবাদিক দাবি করতে পারছে। ইউটিউবার, টিকটকার, কনটেন্ট ক্রিয়েটরদের দাপটে হারিয়ে যাচ্ছে তথ্যভিত্তিক, নীতিনিষ্ঠ ও জনস্বার্থে পরিচালিত প্রকৃত সাংবাদিকতা।

ঘটনার গভীরে না গিয়ে, ঘটনার নাটকীয়তা নিয়েই বেশি আগ্রহ। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনেকে “ফেসবুক লাইভে” চলে যান। অনেক সময় দেখা যায়, ঘটনার সত্যতা যাচাই না করেই প্রচার করে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর তথ্য, যার ফলস্বরূপ সৃষ্টি হচ্ছে সামাজিক উত্তেজনা, বিভ্রান্তি কিংবা গুজব।

এই চিত্র শুধুই উদ্বেগের নয়—এটি একটি গভীর অস্তিত্ব সংকটের ইঙ্গিত। কারণ সাংবাদিকতা কেবল খবর সংগ্রহ নয়, এটি একটি দায়িত্ব। যেখানে ন্যূনতম সত্য যাচাই, নৈতিকতা, এবং পাঠকের প্রতি জবাবদিহিতার প্রয়োজনীয়তা থাকে।

কিন্তু এই নতুন যুগে “ভিউ”, “সাবস্ক্রাইবার” আর “ট্রেন্ডিং” যেন হয়ে উঠেছে চূড়ান্ত মানদণ্ড। অথচ, পেশাদার সাংবাদিকদের প্রস্তুতি, তথ্য যাচাই, সূত্র যাচাই, নিরপেক্ষতা—এইসব মৌলিক বিষয় আজ অনেক সময়েই পেছনে পড়ে যাচ্ছে।

আমরা যখন সাংবাদিকতার নামে অর্ধসত্য বা অশালীন নাটকীয়তা প্রচার করি, তখন আমরা শুধু পেশাটাকেই ছোট করছি না, বরং গণমানুষের আস্থা ও তথ্যের নিরাপদ পরিবেশকেও বিপন্ন করছি।

এই প্রেক্ষাপটে এখন সময় এসেছে—আসল সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণের মধ্যকার পার্থক্যটি স্পষ্টভাবে চিহ্নিত করার। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নৈতিকতার ভিত্তিতে সাংবাদিকতার নতুন রূপ সংজ্ঞায়িত করার।

কারণ, সংবাদ শুধু পণ্য নয়—এটি গণতন্ত্রের মূল ভিত্তি, এবং তা বিকৃত হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ।

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে।নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান— স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন।🛑 জনসম...
16/06/2025

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে।
নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান— স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন।

🛑 জনসমাগম এড়িয়ে চলুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।
বের হলে অবশ্যই নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করুন।

🗣️ হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে কাশুন, টিস্যু ব্যবহার করুন,
ব্যবহৃত টিস্যু ফেলুন ঢাকনাযুক্ত ডাস্টবিনে।

🧼 ঘন ঘন সাবান-পানিতে হাত ধুয়ে ফেলুন, অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে।
অথবা ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।

❌ চোখ, মুখ ও নাক — এই তিন জায়গায় হাত দেওয়া থেকে বিরত থাকুন।

🔒 অপরিচিত বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
সর্বদা ৩ ফুট বা তার বেশি দূরত্ব বজায় রাখুন।

🎗️ সন্দেহজনক উপসর্গ দেখা দিলে করণীয়:

📌 যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয় — সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন।
📌 রোগী এবং পরিচর্যাকারী— উভয়েই মাস্ক ব্যবহার করুন।
📌 জরুরি প্রয়োজন হলে যোগাযোগ করুন—
স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩
অথবা আইইডিসিআর: ১০৬৫৫

🔊 স্মরণে রাখুন —

⚠️ “একজন অসচেতন ব্যক্তি, শতজনের জন্য ঝুঁকি”
💚 সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
নিজে বাঁচুন, সমাজকে বাঁচান।

14/06/2025

কর্তার হাট বাজার, লালমোহন,ভোলা

২০৫০ সালের আগে ডুবে যাবে বাংলাদেশের উপকূল!  বাংলাদেশের ভবিষ্যতের বিপদ সংকেত | বিস্তারিত 👇
12/06/2025

২০৫০ সালের আগে ডুবে যাবে বাংলাদেশের উপকূল! বাংলাদেশের ভবিষ্যতের বিপদ সংকেত |
বিস্তারিত 👇

12/06/2025

চাল ভাজা, নাড়ু আর চায়ের জাদু! ☕🍘
দুমকির পাগলার মোড়ে ‘ম্যাজিক চায়ের পয়েন্ট’ — যেখানে চায়ের সাথে মেলে গ্রামবাংলার অনন্য স্বাদ।

#ম্যাজিকচা #দুমকি #পটুয়াখালী #চায়েরআড্ডা

“একটা সময় ছিল, বৃষ্টির পানি জমত ধানের ক্ষেতে, গ্রামের মাঠে।  এখন সেই মাঠে জমে নোনাপানি, যেন সমুদ্র এসে দখল করেছে আমাদের ...
11/06/2025

“একটা সময় ছিল, বৃষ্টির পানি জমত ধানের ক্ষেতে, গ্রামের মাঠে।
এখন সেই মাঠে জমে নোনাপানি, যেন সমুদ্র এসে দখল করেছে আমাদের জমি।

একটা সময় ছিল, সমুদ্র ছিল দূরের কথকতা, গল্পের বিষয়।
এখন সমুদ্র এসে পেীছেছে আমাদের দরজায়, আমাদের জীবনের মাঝে।

আমরা উন্নয়নের স্বপ্ন দেখছি, বড় বড় সড়ক আর ভবনের পরিকল্পনা করছি।
কিন্তু উপকূল? উপকূল ধীরে ধীরে ডুবতে বসেছে,,,,
আর আমরা কি সত্যিই এর গভীরতা বুঝতে পারছি?”

বিস্তারিত 👇

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Samir Patuakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samir Patuakhali:

Share

Category