05/03/2025
I have to say with much indignation that their behavior was not good at all. Last 12th January i completed my Makeover from marjan beauty parlour.
আগের থেকে সব ঠিক করা ছিল যে আমাকে তাদের কত টাকা দিতে হবে।তাদের থেকে গায়ে হলুদ বিয়ে এবং মেহেদীর প্যাকেজটি নিয়েছিলাম।
গায়ে হলুদ এর দিন আমাকে সাজিয়ে কথা ছিল ব্রাইডাল মেহেদি দেওয়ার, যে মেহেদী দেওয়া হয়েছে ওটাকে তো ব্রাইডাল মেহেদী বলা যায় না, বিয়ে ছাড়াও মেহেদি দিলেও এর থেকে সুন্দর হয়।
বিয়ের দিন সাজতে আসলে উনাদের আচরণ ছিল খুবই বাজে, প্যাকেজটি নেওয়ার আগে উনাদের বলা হয়েছিল আমার কিছু পছন্দ আছে সাজ নিয়ে,উনারা বলেছিল সমস্যা নেই আপু যেভাবে বলবেন ওভাবেই দিবো।
কিন্তু বিয়ের দিন ওই লুকটা দেখালে বলা হয় যেরকম লুক তো দেওয়া যাবে না এটা প্যাকেজের মধ্যে না।
এবং স্বাভাবিকভাবে বউ সাজতে আসলে বউয়ের সাথে একজন এক্সট্রা ব্যক্তি সাজে, আমার ছোট বোনকে সাজিয়ে দেওয়ার কথা বললে ওনারা আপত্তি জানান তাই আমিও আর কিছু বলিনি কিন্তু পরবর্তীতে উনারাই নিজে থেকে সাজায় আমার বোনকে, তার জন্য ধন্যবাদ।
কিন্তু সাজা হয়ে গেলে চলে যাওয়ার সময় তাদের আচরণ ছিল সবথেকে খারাপ, উনারা আরো ৫০০ টাকা বেশি দাবি করছিল।
মেহেদি মন মত না হওয়ার পরেও আমি তাদের পুরো টাকা দিয়ে আসে কিন্তু তারপরেও তারা বের হওয়ার সময় বারবার বলছিল যা আপনাদের সাথে ঢিল করাই ঠিক হয়নি।যতক্ষণ পার্লারে ছিলাম ততক্ষণ তারা খুব গম্ভীর এবং কিছুটা রাগান্বিত মনোভাব প্রকাশ করেছিলো।
একটি মেয়ের জন্য বিয়ের দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি ঐদিন অন্তত তাদের এরকম আচরণ করা ঠিক হয়নি।
বিয়ের সাজ মেহেদী একটা মন মত হয়নি তাও হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিতে চেয়েছিলাম কিন্তু ওনাদের খারাপ আচরণ দিনটাকে মনে রাখার জন্য বাধ্য করে
Marjan Beauty Parlour