Ayan Al Raiyan

Ayan Al Raiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayan Al Raiyan, Digital creator, Patuakhali.

05/08/2025

মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয়, যতবার সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে! আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলে!

"আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল" সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি!
❤️❤️❤️🤲🤲🤲❤️❤️❤️

04/08/2025

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতাও মানসিক শান্তি। আলহামদুলিল্লাহ

29/07/2025

জান্নাতের ৮টি দরজা

আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।

"পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দো'আ বলবে,

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

আশহাদু আল লা ইলা-হা ইল্লাল্লা-হু অহদাহু লা শারীকা লাহ, অ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অরাসূলুহ।

28/07/2025

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কম কথা বল, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনহার জন্য কাঁদো এটাই নাজাতের পথ।

(তিরমিজী হাদিস নং২৪০৬)

27/07/2025

রাসূলুল্লাহ )ﷺ( বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।

[তিরমিযী: ১৯৪০]

24/07/2025

যে সত্য কথা বলে-

তাকে চিরদিনের জন্য একা থাকতে হয়, কারণ সত্য সবসময় একা চলে, আর মিথ্যার দল সবসময় ভারী হয়।

23/07/2025

রাসূলুল্লাহ (সাঃ) এর হাদিস অনুযায়ী, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। সুনানে আবু দাউদের ৩১১১ নং হাদিসে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

হাদিসটি সংক্ষেপে নিম্নরূপ:
জাবির ইবনু 'আতীক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও আরও সাত শ্রেণীর শহীদ রয়েছে। এঁরা হলেন:

মহামারীতে মৃত্যুবরণকারী

পানিতে ডুবে মৃত্যুবরণকারী

ذَاتُ الْجَنْبِ (যাতুল জানব বা পক্ষাঘাত) রোগে মৃত্যুবরণকারী

পেটের পীড়ায় মৃত্যুবরণকারী

আগুনে পুড়ে মৃত্যুবরণকারী

প্রাচীর চাপা পড়ে মৃত্যুবরণকারী

যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে।

এই হাদিস থেকে বোঝা যায় যে, ইসলামে শাহাদাতের ধারণা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, বিভিন্ন কঠিন ও কষ্টদায়ক মৃত্যুর ক্ষেত্রেও মহান আল্লাহ তাঁর বান্দাদের শহীদের মর্যাদা দান করেন। আগুনে পুড়ে মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হওয়ায়, এই ধরনের মৃত্যুবরণকারীকে আল্লাহ তা'আলা শহীদের সম্মান প্রদান করেন।

23/07/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

"যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, সে শহিদ।”

(সুনান আবু দাউদ: ৩১১১)

22/07/2025

দোয়া কবুলের সময় ও স্থান 🕋🕋🕋🕋
🖤 লাইলাতুল ক্বদর দোয়া কবুলের অন্যতম সময়।

🖤 আরাফার মাঠে।

🖤 ছাফা ও মারওয়া পাহাড়ের উপর।

🖤 ছিয়াম অবস্থায়।

🖤বায়তুল্লাহ (কাবা ঘরকে দেখে দোয়া)

🖤জুমু'আর দিনে।

🖤 হজ পালনকালে পাথর নিক্ষেপের পর।

🖤 শেষ রাতে।

🖤 ছালাতের শেষে।

🖤 আযান ও ইক্বামতের মাঝের দোয়া, আযান চলাকালীন ও আযানের পরে দোয়া।

🖤 যুদ্ধের মাঠে শত্রুর সাথে মোকাবেলার সময়।

🖤 সিজদার সময়।

🖤 সালাতের মধ্যে তাশাহুদের পর।

এমন মৃত্যু কখনোই কামনা করি না🥹আল্লাহ সকল শহীদ ভাই/বোনদের ক্ষমা করুন🤲 তাদের অভিভাবকদের ধৈর্য ধরার তৌফিক দান করুন🤲 #আল্লাহ...
22/07/2025

এমন মৃত্যু কখনোই কামনা করি না🥹
আল্লাহ সকল শহীদ ভাই/বোনদের ক্ষমা করুন🤲 তাদের অভিভাবকদের ধৈর্য ধরার তৌফিক দান করুন🤲 #আল্লাহরহমকরুন #আমিন

এগুলা দেখে বুকের মধ্যে হুহু করে কেঁদে উঠছে। যারা তাদের সন্তান হারিয়েছে আল্লাহ তুমি তাদের ধৈর্য ধরার তৌফিক দান কর। যারা ...
21/07/2025

এগুলা দেখে বুকের মধ্যে হুহু করে কেঁদে উঠছে। যারা তাদের সন্তান হারিয়েছে আল্লাহ তুমি তাদের ধৈর্য ধরার তৌফিক দান কর। যারা পুরন্ত শরীর নিয়ে বান ইউনিটে শুয়ে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে লড়াই করছে তাদের কষ্ট তুমি কমায় দাও আল্লাহ। 😭😭. rahmad korun

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayan Al Raiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share