আমাদের মৌকরন

  • Home
  • আমাদের মৌকরন

আমাদের মৌকরন ঃঃঃঃমৌকরনের কথা বলেঃঃঃঃ

কুমিল্লা মনোহরগঞ্জ আশিরপাড় বাজার থেকেআজ 21/06/25  আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময়, আশীরপাড় আন নূর নূরানী মাদ্রাসা থেকে ...
22/06/2025

কুমিল্লা মনোহরগঞ্জ আশিরপাড় বাজার থেকে

আজ 21/06/25 আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময়, আশীরপাড় আন নূর নূরানী মাদ্রাসা থেকে বাচ্চাটিকে কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে এই ছেলেটিকে কি-ড-ন্যা-প করে নিয়ে গিয়েছে, ছেলেটিকে খুঁজে পেতে এবং কি কিডন্যাপ চক্রকে ধরতে, পোস্টটি দ্রুত শেয়ার করার অনুরোধ রইল,

কোন হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৬১১৯০২২৮৫, আপনার একটি সেয়ারে ছেলে টিকে হয়ত খুজে পেতে পারে, ধন্যবাদ সবাই কে

আমড়াগাছিয়া খানকা শরীফ এর ওখানে এই ভদ্রলোক অন্য গাড়ীর কারনে হুন্ডা হার্ড ব্রেক করতে বাধ্য হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পা...
20/06/2025

আমড়াগাছিয়া খানকা শরীফ এর ওখানে এই ভদ্রলোক অন্য গাড়ীর কারনে হুন্ডা হার্ড ব্রেক করতে বাধ্য হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পরেছিলেন
পরে জ্ঞান ফিরে আসে, এখন পটুয়াখালীতে নিয়ে যাচ্ছেন।
যাদের আত্মীয় স্মজন বা বন্ধু বান্ধব আছেন অরি সত্ত্বর যোগাযোগ করুন।

সময় আনুমানিক ৫.১২ মিনিট।

15/06/2025
মৌকরন বাজারের শহীদ মোল্লা ভাই।একটা সময় তাকে সবাই এক নামে চিনতো।কালের বিবর্তনে তিনি আজ সংকটে আছেন।
14/06/2025

মৌকরন বাজারের শহীদ মোল্লা ভাই।
একটা সময় তাকে সবাই এক নামে চিনতো।
কালের বিবর্তনে তিনি আজ সংকটে আছেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌকরণ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাঙ্গনে এর প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। উ...
13/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌকরণ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাঙ্গনে এর প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। উক্ত ম্যাচে প্রতিযোগিতা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় এর কৃতি শিক্ষার্থী জনাব সামীমুজ্জামান ,যুগ্ম সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনাব চন্দন কর, ভূমি কমিশনার ,পটুয়াখালী সদর উপজেলা ও প্রশাসক, মৌকরণ ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল কালাম হক সিকদার , সভাপতি, মৌকরন ইউনিয়ন বিএনপি।

সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব সোহাগ কবির সিকদার, আহবায়ক, মৌকরন ইউনিয়ন যুবদল ও শাকিল আহমেদ শুভ, সাধারণ সম্পাদক, মৌকরন বি এল পি ডিগ্রী কলেজ ,ছাত্রদল।

আসসালামুআলাইকুম!প্রিয় বরিশাল বাসি ছবিতে যাকে দেখছেন ওনার নাম কুলসুম উনি ছোট বেলায় ৭-৮ বছর বয়সে পরিবার থেকে ঘটনাক্রমে হ...
18/05/2025

আসসালামুআলাইকুম!
প্রিয় বরিশাল বাসি ছবিতে যাকে দেখছেন ওনার নাম কুলসুম উনি ছোট বেলায় ৭-৮ বছর বয়সে পরিবার থেকে ঘটনাক্রমে হারিয়ে গেছে। আমরা তার পরিবার টাকে খুঁজছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি।

পর্বঃ- ৩১৪
নামঃ- কুলসুম।

আনুমানিক বর্তমান বয়স ৩৪-৩৫ বছর, হারানোর সময় বয়স ছিলো ৭-৮ বছর।

পিতার নামঃ- আব্দুল খালেক।

মাতার নামঃ-জুলেখা বেগম।

ঠিকানাঃ-কাউয়ারচর, বরিশাল
বাড়ির নামঃ- রায়বাড়ী

ভাই ও বোনের সংখ্যাঃ-বাবুল, জরিনা , হাসিনা , আবুল , মাঈনউদ্দি , সাহবুদ্দিন।

দাদার নাম : মনে নেই। তিনি চেয়ারম্যান ছিলেন

মামাদের নাম : শাহজাহান , তোফাজ্জল।

খালার নাম : নূরজাহান।

যা কিছু মনে আছেঃ-বাবা তাকে মেরেছিল তাই রাগ করে মাকে বলে এক আত্মীয়ের সাথে লঞ্চে করে ঢাকা লাল মাটিয়া চলে গিয়েছিলেন।

কিছু দিন পর তাকে অন্য বাসায় দিয়েছিলেন। সেই বাসা থেকে কিছুদিন পর বাহির হয়ে গিয়েছিলেন।

এভাবে হারিয়ে গিয়েছে কুলসুম।

বাড়ীতে টিনের ঘর , উঠান , স্কুলের পাশে বড় কারখানা ছিল।

(কুলসুম) আরজে কিবরিয়া স্যারের আপন ঠিকানা অনুষ্ঠানের ভিডিওতে বিস্তারিত বলেছে। ভিডিওটি দেখতে আপন ঠিকানা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিন (পর্ব ৩১৪ কুলসুম)

(কুলসুম) এর কোনো তথ্য পেলে আমাকে ইনবক্সে এ অথবা বা 01959109186 হোয়াটসঅ্যাপ এ ফোন দিবেন।

হারানো বিজ্ঞপ্তি! পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন। মো. মাহাবুবুর রহমান খান পটুয়াখালী সোনালী ব্যাংক থেকে সকাল ৮ ঘটিকায় ...
29/04/2025

হারানো বিজ্ঞপ্তি! পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন।

মো. মাহাবুবুর রহমান খান

পটুয়াখালী সোনালী ব্যাংক থেকে সকাল ৮ ঘটিকায় নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে অসুস্থ।

ঠিকানা: ফরেস্ট হাউজিং কলোনি,মহিলা আনসার ক্যাম্প সংলগ্ন,পটুয়াখালী।

কেউ তার সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করুন-০১৮৪০৩৯৪৯১৪

উনি ভুল করে পটুয়াখালী থেকে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা  ইউনিয়নে চলে এসেছেন, পরিবারের কাছে ফিরতে সকলের সহযোগিতা একান্ত...
24/04/2025

উনি ভুল করে পটুয়াখালী থেকে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে চলে এসেছেন, পরিবারের কাছে ফিরতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
তার নামঃ নাসিমা বেগম
স্বামীর নামঃ নুর ইসলাম মৃধা
৬নং ওয়ার্ড
ইউনিয়নের নামঃ পাঙ্গাশিয়া
থানাঃপটুয়াখালী
জেলাঃ পটুয়াখালী
তার ২টি পুত্র সন্তান আছে যার একজন ঢাকায় গার্মেন্টসে চাকরি করে,
স্টাটাসটি শেয়ার করে একজন মা কে তার সন্তানের কাছে ফিরে যেতে সহযোগিতা করার অনুরোধ করছি।
উনি এখন কোথায় আছেন তা ভিডিওত লিংকে বলা আছে

সদর ঘাট থেকে আজমেরী গ্লোরি বাস এ করে টঙ্গী এসিয়া পাম্প এ নামার সময় বাসের হেলপার ভুল করে এই বস্তা টা আমার মনে করে নামিয...
18/04/2025

সদর ঘাট থেকে আজমেরী গ্লোরি বাস এ করে টঙ্গী এসিয়া পাম্প এ নামার সময় বাসের হেলপার ভুল করে এই বস্তা টা আমার মনে করে নামিয়ে দিয়ে যায়,বাস দ্রুত চলে যাওয়ার কারণে আমি কিছু বলতে পারি নাই,,বস্তার মধ্যে অনেক ধরনের খাবার আইটেম আছে হয়তো বরিশাল অঞ্চল থেকে কেউ ঢাকায় তাদের পরিবার এর জন্য নিয়ে আসছে,,আপনাদের পরিচিত এরকম কারো বস্তা মিসিং হলে জানাবেন,,উপযুক্ত প্রমাণ দিলে ফিরিয়ে দেওয়া হবে অনেক যত্নে রাখা আছে,,
01762447877 আল আমিন
01312197096 মেহেদী

পারকার্তিকপাশা সালেহিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুফতি আব্দুস শাকুর সাহেব অদ্য সকাল ৮:০০ টার সম...
16/04/2025

পারকার্তিকপাশা সালেহিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুফতি আব্দুস শাকুর সাহেব অদ্য সকাল ৮:০০ টার সময় বরিশাল শেবাচিম এ চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাহার বয়স ৯০ বছর অতিক্রম করে।
মরহুমের নামাজে জানাজা অদ্য আসরবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে।

সন্ধ্যায় পটুয়াখালী -বরিশাল মহাসড়কের কাঠের ঘর মিরা বাড়ির সামনে বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয় এই মুরুব্বী মৃত্যুবরণ করেছ...
12/04/2025

সন্ধ্যায় পটুয়াখালী -বরিশাল মহাসড়কের কাঠের ঘর মিরা বাড়ির সামনে বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয় এই মুরুব্বী মৃত্যুবরণ করেছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমানে মুরুব্বি শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আছে। মুরুব্বির পরিচয় পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি চিনেন পোস্টটি শেয়ার করে দিন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ডোম ঘরে নিয়ে যাওয়া হয়েছে মুরুব্বির লাশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মৌকরন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের মৌকরন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share