Audience of Jahidul

Audience of Jahidul ✅ Assalamualaikum ✅

✅একটি ছোট্ট পদক্ষেপ দিয়েই এক হাজার মাইলের যাত্রাপথ শুরু হয়। ✅

05/07/2025

সময় ঘনিয়ে এসেছে,,

নিজেকে বোঝার মতো যার একটা বন্ধু আছে, সে সত্যি ভীষণ লাকি!
26/06/2025

নিজেকে বোঝার মতো যার একটা বন্ধু আছে, সে সত্যি ভীষণ লাকি!

পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দ...
24/06/2025

পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।



Md Shaimoon Ali
Md Abir Hasan Rasel
Vlogger Rasel Vai
MD Sumon vai

সমাজ - মানুষকে তৈরি করেনি। মানুষই সমাজকে তৈরি করেছে। তবুও মানুষ সমাজের ভয়েই তটস্থ থাকে।      Vlogger Rasel Vai
19/06/2025

সমাজ - মানুষকে তৈরি করেনি। মানুষই সমাজকে তৈরি করেছে। তবুও মানুষ সমাজের ভয়েই তটস্থ থাকে।

Vlogger Rasel Vai

নিজেকে জানার সংকল্প কর আর জেনে রাখো, যে নিজেকে খুঁজে পায় সে দুর্দশা হারিয়ে ফেলে।
18/06/2025

নিজেকে জানার সংকল্প কর আর জেনে রাখো, যে নিজেকে খুঁজে পায় সে দুর্দশা হারিয়ে ফেলে।

আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মতোন।
16/06/2025

আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মতোন।

শান্তি তখনই আসে, যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো।@সেরা ফ্যান Md Julhas Vi Vlogger Rasel Vai
11/06/2025

শান্তি তখনই আসে, যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো।
@সেরা ফ্যান
Md Julhas Vi
Vlogger Rasel Vai

জীবনের কোনও না কোনও অংশে আমরা সকলেই অন্যের স্মৃতি হয়ে যাই।
09/06/2025

জীবনের কোনও না কোনও অংশে আমরা সকলেই অন্যের স্মৃতি হয়ে যাই।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে            ゚
04/06/2025

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে






স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।
02/06/2025

স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।

দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয় প্রেম ও জীবন যুদ্ধ এই হল মানুষের হাতিয়ার।
30/05/2025

দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয় প্রেম ও জীবন যুদ্ধ এই হল মানুষের হাতিয়ার।

27/05/2025

গ্রাম মানেই আবেগ 🥰

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Audience of Jahidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share