Thoughts Behind The PSTU

Thoughts Behind The PSTU Thoughts Behind The “PSTU”
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ||

আল্লাহ রহম করুন 🤍
18/10/2025

আল্লাহ রহম করুন 🤍

পবিপ্রবিতে এইমাত্র উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড: এস এম এ ফায়েজ।C: পবিপ্রবি সাংবাদিক...
18/10/2025

পবিপ্রবিতে এইমাত্র উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড: এস এম এ ফায়েজ।

C: পবিপ্রবি সাংবাদিক সমিতি -পবিপ্রবিসাস

আসসালামু আলাইকুমটিএসসিতে খাবার পরিবেশন এর দায়িত্বে থাকা হৃদয় ভাইকে সবাই চিনেন। বেশ কিছুদিন আগে তিনি স্ট্রোক করেন। তিনি...
14/10/2025

আসসালামু আলাইকুম
টিএসসিতে খাবার পরিবেশন এর দায়িত্বে থাকা হৃদয় ভাইকে সবাই চিনেন।
বেশ কিছুদিন আগে তিনি স্ট্রোক করেন। তিনি এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন নি।
পরিবারের আয়ের মাধ্যম কেবলমাত্র তিনি (খুবই স্বল্প বেতনের চাকরি করেন)। বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট,ফিজিওথেরাপি গ্রহণ এবং ওষুধ ক্রয়ের জন্য প্রতিমাসে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা তার পক্ষে বহন করা সম্ভব নয়।
এই সামান্য আয়ে তিনি তার সকল ধরনের খরচ এবং পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।
আমি কাল তার বাসায় গিয়ে তার সকল ধরনের রিপোর্ট সংগ্রহ করেছি।
ক্যাম্পাসের সকল ফ্যাকাল্টি এবং হল সমূহের প্রতিনিধির মাধ্যমে তার জন্য অর্থ সহযোগিতা সংগ্রহ শুরু করা হবে আগামী কাল থেকে।
যদি কেউ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে হৃদয় ভাইকে সহযোগিতা করতে চান:-
বিকাশ- +8801602892388
নগদ- +8801986248088 { Reference-Hridoy Vi }
রকেট- 019862480883
হৃদয় ভাইকে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি।

টি.এস.সি তে মহিলাদের জন্য পর্দা কর্নার ॥পবিপ্রবি ছাত্রদল কে অসংখ্য ধন্যবাদ 🤍
12/10/2025

টি.এস.সি তে মহিলাদের জন্য পর্দা কর্নার ॥
পবিপ্রবি ছাত্রদল কে অসংখ্য ধন্যবাদ 🤍

🗣️ এলাকাবাসী 🙂
07/10/2025

🗣️ এলাকাবাসী 🙂

06/10/2025
জোসনা রাতে “শের-ই-বাংলা হল”🤍পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
06/10/2025

জোসনা রাতে “শের-ই-বাংলা হল”🤍
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

03/10/2025

লোকালরা ফুটবল খেলতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস পায় আর PSTU Travellers Society থেকে পবিপ্রবি শিক্ষার্থীরা ট্যুরে যাওয়ার জন্য বাস পায় না।
নিজের ছাত্র-ছাত্রীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ কেমন নিদারুণ অবহেলা? 😊
ভিডিওতে দেখুন- আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাসে এমন ডিস্কো ডান্স দেয় না, আহা! কি করুণ অবস্থা আমাদের নীল বাসের!

Post credit: PSTU Clouds

আমার ধারণা অনেক মানুষ ফটোগ্রাফার শহিদুল আলমকে চেনেন না। না চিনলেও সমস্যা নেই। ঘটনাটা শোনেন..Glo. bal Su. mud নামে এক মিশ...
01/10/2025

আমার ধারণা অনেক মানুষ ফটোগ্রাফার শহিদুল আলমকে চেনেন না। না চিনলেও সমস্যা নেই। ঘটনাটা শোনেন..

Glo. bal Su. mud নামে এক মিশনে নেমেছেন বিশ্বজুড়ে আলোচিত অ্যাক্টিভিস্টরা। এদের দলটি অনেকগুলো জাহাজে করে সমুদ্রপথে গা. জা উপকূলের দিকে যাচ্ছে।

আন্তর্জাতিক মনোযোগ টানা এবং মিডিয়ার কাছে সেখানে কী হচ্ছে সেটি তুলে ধরা এই দলের মূল উদ্দেশ্য।

২০১০ সালের এমন এক অভিযানে প্রাণ দিয়েছিলেন কিছু অ্যাক্টিভিস্ট। এই দলের ক্ষেত্রেও তা হতে পারে। কিছুক্ষণ আগেই শুনলাম একটি জাহাজকে টার্গেট করা হয়েছে।

এই বিশ্ব বিখ্যাত অকুতোভয় মানুষদের দলে আছেন আমাদের বাংলাদেশের শহিদুল আলম।

01/10/2025

সারা বিশ্ব এখন তাকিয়ে আছে ফ্লোটিলার জাহাজগুলির দিকে💔

Tbtpstu ক্যাম্পাস ভ্রমণের এবার ক্যাম্পাস Khulna University (KU)খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি...
29/09/2025

Tbtpstu ক্যাম্পাস ভ্রমণের এবার ক্যাম্পাস Khulna University (KU)

খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সুপরিচিত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯১ সালের ২৫ নভেম্বর খুলনা শহরের গল্লামারী এলাকায় ময়ূর নদীর তীরে প্রতিষ্ঠিত হয়। এখানে বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, আইন, কলা ও মানবিক, সমাজ বিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে পড়ানো হয়।

বিশ্ববিদ্যালয়টির অন্যতম বৈশিষ্ট্য হলো সেশনজটমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ, কারণ এখানে কোনো ছাত্র রাজনীতি নেই। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং মানসম্মত শিক্ষার কারণে এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

Address

Dumki, Patuyakhali
Patuakhali
8602

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts Behind The PSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts Behind The PSTU:

Share