31/07/2025
গণঅধিকার পরিষদ এমন একজন নেতা পেয়েছেন, যার বলিষ্ঠ নেতৃত্বে, যার সৎ সাহসে তিনি ইতিমধ্যে হাজার হাজার জন তরুণ রাজপথে সৃষ্টি করেছেন।
এই বিপ্লবে সর্বোচ্চ অংশীদার হয়েও গণঅধিকার পরিষদ/ছাত্র অধিকার পরিষদ এর একজন নেতার বিরুদ্ধেও বিন্দু পরিমাণ অসৎ কাজ করেছে এইরকম নজির নাই। কোথাও কোনো চাঁদাবাজি/সন্ত্রাসী/সিন্ডিকেটবাজি/দখলদারিত্ব/মাদককারবারি করছে এইরকম একটা ইতিহাস নাই।
নিস্বার্থ বাংলাদেশপ্রেমী মানুষগুলোই গণঅধিকার পরিষদ করে। যারা ১৮ থেকে ২৪ রাজপথে চরম দুঃসময়ে এইদেশের মানুষের জন্য কথা বলে গিয়েছে হামলা মামলা ভয়ভীতি উপেক্ষা করে। বারবার হামলার শিকার হয়ে ও রাজপথ ছেড়ে পালিয়ে যায় নাই, সেটা একমাত্র গণঅধিকার পরিষদ।
সুতরাং সৎ সাহস রাখো। আস্তেধীরে এগিয়ে যান। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। সারাদেশে তরুণরাই নেতৃত্ব দিবে। সমাজ রাষ্ট্রে সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যারা পারবে, তারাই নেতৃত্ব দিবে এইদেশে। মজলুম হয়ে জালেমের ভূমিকায় ব্যক্তি/দল কাউকেই এইদেশের মানুষ আর নেতৃত্বের আসনে বসাবে না।