RubelDa

RubelDa সত্য সুন্দর তাই সত্যকে ভালবাসি
(2)

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অস*হায় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে বলা ...
12/08/2025

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অস*হায় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে বলা যায়, কাকে প্রস্তাব দেওয়া যায়।

কখনো কাস্টমার মিলছে, তখন শুরু হয় দামাদামি। বাইরে যেখানে বেশি দাম নেয়, ট্রেনের ভেতরে সবাই চান কমে করাতে।

শেষে বিশ টাকায় ঠিক হলো দাম। লোকটার মুখে ফুটে উঠলো এক টুকরো হাসি। আনন্দে বসে পড়লেন জুতা হাতে।

যাত্রী আর হকাররা যাতায়াতের সময় অনিচ্ছায় লা*থি মে*রে যাচ্ছেন শরীরে। তিনি যেন নিজেকে ছোট করে ফেলছেন, গুটিয়ে নিচ্ছেন শরীর।

কেউ কেউ ধ*মক দিয়ে বলছেন, দূরে গিয়ে বসেন। ধম*ক খেয়েও লোকটা সাহেবের দিকে তাকিয়ে হাসছেন।

আমার অদ্ভুত লাগে, ধম*ক খেয়েও মানুষ কীভাবে হাসতে পারে! জুতা কালি শেষ করে দুই হাতে এগিয়ে দিলেন মালিকের দিকে।

মনে হলো, কাস্টমার সন্তুষ্ট নন। বললেন, আরেকটু কালি দেন। লোকটা বিনা প্রশ্নে আরও যত্ন করে কালি করে দিলেন।

তারপর বিশ টাকার নোট হাতে নিয়ে খুশি মনে এগিয়ে গেলেন। সম্ভবত অন্য কোনো ধম*কের দিকে। আমার চোখ ভরে উঠলো। পরিবারের জন্য মানুষ কত ক*ষ্টই না করে!

#সংগ্রহীত

11/08/2025

বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য!
কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে!
আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভিশাপ লাগে!
দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে
পারে না,শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃ*ত্যু হয়!

13/07/2025

আওয়ামিলীগ ক্ষমতায় থাকা অবস্থায় ফেস দ্যা পিপল এ ডাঃ ফাইজুল হককে একাধিক অনুষ্ঠান করতে দেখছি এবং সে সেখানে বিএনপির নেতা পরিচয়ে বিএনপির পক্ষ নিয়ে কথা বলতো,অথচ ওই সময়ে বিএনপির কোন নেতাকর্মী বলে নাই সে তাদের কেউ নয়,যেই এখন সে তাদের গীত গাওয়া বাদ দিয়ে অন্য দলে যাওয়ার ঘোষণা দিল,এখন সে বিএনপির কিছুই না,জায়গায় পল্টি।

09/07/2025

যা গত ১৭ বছরেও ইট বালুর ছোয়াও লাগেনি।

26/06/2025

মানুষগুলো এমন অদ্ভুত কেন?অসুস্থ হওয়ার পর দু পয়সা দিয়ে পাশে না থাকলেও মরার পর ৫০০-১০০০৳ চাঁদা দিয়ে হলেও চল্লিশা ঠিকই করে।😭

ইন্না-লিল্লাহ  😭
23/06/2025

ইন্না-লিল্লাহ 😭

22/06/2025

আপনি ভাবছেন, অন্য কেউ আপনাকে নিয়ে কিছু বলছে?আর বললেই বা আপনার কি আসে যায়? তাঁরা কি আপনার বাসার বাজার করে দিছে একদিনের জন্য ?

আমার একমাত্র পরী❤️
16/06/2025

আমার একমাত্র পরী❤️

জীবন বাশময়😭😭
16/06/2025

জীবন বাশময়😭😭

14/06/2025

দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ন কাজ হলো বিয়ে, ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়_🖤

Address

Patuakhali

Telephone

+8801890939352

Website

Alerts

Be the first to know and let us send you an email when RubelDa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RubelDa:

Share