Nupur Akther

Nupur Akther আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই। নিত্য দিনের কাজকর্ম ও ঘোরাফেরা সম্পর্কিত ভিডিও দেখতে পাবেন।

শুভ সকাল
13/09/2025

শুভ সকাল

09/09/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল

আলহামদুলিল্লাহ শুভ সকাল
08/09/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল

29/08/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল

🌸 জুম্মা মোবারক 🌸আল্লাহ্‌ আমাদের সবার দোয়া কবুল করুন, গুনাহ মাফ করে দিন এবং দুনিয়া-আখেরাতে শান্তি ও রহমত দান করুন। 🤲আজকে...
29/08/2025

🌸 জুম্মা মোবারক 🌸

আল্লাহ্‌ আমাদের সবার দোয়া কবুল করুন, গুনাহ মাফ করে দিন এবং দুনিয়া-আখেরাতে শান্তি ও রহমত দান করুন। 🤲
আজকের এই পবিত্র দিনে প্রিয়জনদের জন্য দোয়া করতে ভুলবেন না। 💚

✨ জুম্মা মোবারক ✨

🌸✨ শুভ সকাল ✨🌸শিশির ভেজা সবুজ ঘাসের উপর সূর্যের কোমল আলো পড়ে ঝিলমিল করছে, ঠিক যেন প্রকৃতির নিজস্ব হাসি। 🌿☀️নতুন দিনের প্...
29/08/2025

🌸✨ শুভ সকাল ✨🌸

শিশির ভেজা সবুজ ঘাসের উপর সূর্যের কোমল আলো পড়ে ঝিলমিল করছে, ঠিক যেন প্রকৃতির নিজস্ব হাসি। 🌿☀️
নতুন দিনের প্রথম আলোয় ভরে উঠুক তোমার জীবনও—শান্তি, আনন্দ আর অফুরন্ত আশায়। 💚

🌼 শুভ সকাল, সুন্দর একটি দিন কাটুক তোমার! 🌼

28/08/2025

শুভ সকাল

27/08/2025

গল্প: সচেতনতার আলো

একটা ছোট্ট শহরে রাফি নামে এক কিশোর থাকত। পড়াশোনায় মাঝারি হলেও তার কৌতূহল ছিল অনেক। সে সবসময় জানতে চাইত, কেন পৃথিবীতে এত সমস্যা হচ্ছে – মশা থেকে রোগ, বন্যা থেকে দারিদ্র্য, এমনকি মানুষের ভেতরের অশান্তি।

একদিন স্কুলে শিক্ষক বললেন—
“তোমরা কি জানো, বর্তমান পরিস্থিতি আমাদের নিজেদের হাতেই তৈরি? আমরা যদি দায়িত্বশীল হই, অনেক সমস্যা এড়ানো যেত।”

রাফি তখন প্রশ্ন করল, “স্যার, কীভাবে?”

স্যার হাসলেন, বললেন—

“রাস্তা-ঘাটে আবর্জনা না ফেললে ডেঙ্গুর মতো রোগ কমত।”

“গাছ কেটে যদি ইটভাটা বানাই, তবে বন্যা-খরা আরও বেড়ে যাবে।”

“অন্যের ক্ষতি না ভেবে শুধু নিজের লাভ চাইলে সমাজে শান্তি আসবে না।”

রাফি সেই দিন থেকে প্রতিজ্ঞা করল, ছোট ছোট কাজ দিয়ে শুরু করবে। সে স্কুলে গিয়ে বন্ধুদের বলল—
“চলো আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি। গাছ লাগাই। মানুষের পাশে দাঁড়াই। ছোট কাজই বড় পরিবর্তন আনে।”

প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু ধীরে ধীরে বন্ধুরা প্রভাবিত হলো। তারা মিলে স্কুলের মাঠ পরিষ্কার করল, ছোট একটি বৃক্ষরোপণ কর্মসূচি করল। শিক্ষকরা খুশি হলেন, শহরের মানুষও সচেতন হতে শুরু করল।

একদিন শহরের চেয়ারম্যান এসে বললেন—
“তোমাদের এই উদ্যোগ পুরো শহরের জন্য অনুকরণীয়। বর্তমান সংকটের সময় আমাদের সকলের এমন সচেতন হতে হবে।”

রাফি বুঝল— বর্তমান পরিস্থিতি বদলানোর ক্ষমতা আমাদের হাতেই আছে। শুধু দরকার সচেতনতা আর একসাথে কাজ করার মানসিকতা থাকলেই।
নিজের ছোট ছোট দায়িত্ব পালন করলেই বড় পরিবর্তন সম্ভব।

Address

Patuakhali
Patuakhali
8640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nupur Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share