Nupur Akther

Nupur Akther আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই। নিত্য দিনের কাজকর্ম ও ঘোরাফেরা সম্পর্কিত ভিডিও দেখতে পাবেন।

🌸 শুভ সকাল 🌸নতুন দিনের আলো তোমার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সফলতা।হাসি থাকুক মুখে, শান্তি থাকুক মনে,আজকের দিন হোক অনু...
01/08/2025

🌸 শুভ সকাল 🌸
নতুন দিনের আলো তোমার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সফলতা।
হাসি থাকুক মুখে, শান্তি থাকুক মনে,
আজকের দিন হোক অনুপ্রেরণায় ভরা প্রতিটি ক্ষণে।

☀️ ভালো থাকো, সুস্থ থাকো, মনটা হোক ভালোবাসায় ভরা।
💐 শুভ সকাল 💐

28/07/2025

শুভ দুপুর

26/07/2025

Good morning

23/07/2025

’লা/শের রাজনীতি বন্ধ করুন, আমার বোনকে ফিরিয়ে দিন’ স্কুলের সামনে বাকরুদ্ধ বোন | Banglanews24 #...

আহারে কতো মায়ের আদরের সন্তান পুরে কয়লা হয়ে গেছে 😢😢 আল্লাহ পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন
23/07/2025

আহারে কতো মায়ের আদরের সন্তান পুরে কয়লা হয়ে গেছে 😢😢 আল্লাহ পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন

গল্প: “ছায়া”রোদেলা দুপুর, হঠাৎ এক টুকরো মেঘ এসে ঢেকে দেয় সূর্যকে। যেন ঠিক তেমন করেই নীলার জীবনে এসেছিলো রিফাত—একটা অচেনা...
21/07/2025

গল্প: “ছায়া”

রোদেলা দুপুর, হঠাৎ এক টুকরো মেঘ এসে ঢেকে দেয় সূর্যকে। যেন ঠিক তেমন করেই নীলার জীবনে এসেছিলো রিফাত—একটা অচেনা ছায়া হয়ে।

নীলা ছিল একান্ত নিজের জগতে—বই, গান আর এক কাপ চায়ের মধ্যে গড়া ছোট্ট পৃথিবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করে, শান্ত স্বভাবের।

রিফাত ছিল ঠিক তার উল্টো—চঞ্চল, প্রাণবন্ত, ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানো এক তরুণ আলোকচিত্রী।

একদিন ক্যাম্পাসের বটতলায় ছবির জন্য ফ্রেম খুঁজছিল রিফাত। হঠাৎ চোখে পড়ে গেল নীলার ওপর—খোলা চুলে, নীল শাড়ি পরে, একটা পুরনো কবিতার বই হাতে।
ক্লিক! একটা মুহূর্ত ধরে রাখল ক্যামেরা। সেদিনের পর থেকেই রিফাত প্রায়ই ওখানে আসতো, নীলার আশেপাশে ঘোরাঘুরি করত।

একদিন সাহস করে নীলার পাশে গিয়ে বসলো। বললো,
— "আপনার ছবি তুলেছিলাম সেদিন, মুছলে মন খারাপ হবে… তাই দেখাতে এলাম।"

নীলা একটু হাসলো। বললো,
— “ছবি ভালো, তবে অনুমতি ছাড়া তো…”

রিফাত লাজুক গলায় বললো,
— “তাই তো, তাই আজ অনুমতি চাইছি… শুধু ছবি নয়, আপনাকেও একটু জানার।”

দিন গড়ালো। সন্ধ্যার আকাশে তারা ফুটল, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল।
রিফাত সবসময় বলতো,
— “তুমি আমার গল্পের ছায়া, আর আমি তোমার আলো।”

একদিন ক্যাম্পাসের শেষদিনে, রিফাত নীলাকে একটা ছবি উপহার দিল। ছবিতে নীলা, পেছনে রোদ ঝলমলে আকাশ। নিচে লেখা:
“ছায়ার মধ্যেও আলো থাকে, যদি ঠিক মানুষটা পাশে থাকে।”❤️❤️❤️❤️

জুম্মা মোবারক
18/07/2025

জুম্মা মোবারক

শুভ সকাল
18/07/2025

শুভ সকাল

"হঠাৎ দেখা"বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। ঢাকার ব্যস্ত এক বিকেলে, রিফাত দাঁড়িয়ে ছিল বইমেলার এক কোণে, পুরনো বইয়ের দোকানের স...
17/07/2025

"হঠাৎ দেখা"

বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। ঢাকার ব্যস্ত এক বিকেলে, রিফাত দাঁড়িয়ে ছিল বইমেলার এক কোণে, পুরনো বইয়ের দোকানের সামনে। হঠাৎ চোখে পড়লো – ছাতা হাতে একটি মেয়ে, ভেজা চুলে দাঁড়িয়ে আছে পাশের স্টলে। মেয়েটিকে দেখে রিফাতের মনে হল, যেন বহুদিনের চেনা কেউ!

মেয়েটি তাকাল একবার, চোখে চোখ। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল।

"তুমি... অরিত্রি না?" – সাহস করে জিজ্ঞেস করল রিফাত।

মেয়েটি অবাক হয়ে বলল,
"তুমি রিফাত? কলেজের লাইব্রেরিতে বসে প্রতিদিন যে কবিতা লিখতে, মনে আছে?"

রিফাত হেসে মাথা নিচু করল।
"তুমি পড়েছিলে সেগুলো? ভাবিনি কখনো…"

দুজনের চোখে একসাথে উঠলো পুরনো দিনের স্মৃতি। কলেজে একে অপরকে পছন্দ করলেও কখনো বলা হয়নি কিছুই। তারপর চাকরি, শহর, সময় – অনেক কিছু বদলে গেছে। কিন্তু আজ, এই বইমেলার বৃষ্টিভেজা বিকেলে, সবকিছু যেন নতুন করে ফিরে এলো।

"চলো, এক কাপ চা খাই?" – বলল রিফাত।

অরিত্রি হেসে বলল, "তুমি এখনো কবিতা লেখো?"

রিফাত মুচকি হেসে বলল,
"তুমি চাইলে আবার শুরু করতে পারি।"

বৃষ্টি তখনো পড়ছিল, কিন্তু তাদের দুজনের মাঝে যেন নতুন রোদ উঠেছে।

শুভ দুপুর
16/07/2025

শুভ দুপুর

জুম্মা মোবারক
11/07/2025

জুম্মা মোবারক

Address

Patuakhali
Patuakhali
8640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nupur Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share