Habiba's Henna Artistry

Habiba's Henna Artistry আসসালামু আলাইকুম🌸
১০০% হালাল অর্গানিক মেহেদী
ক্যামিক্যাল মুক্ত নিরাপদ রঙ
প্রকৃতির ছোঁয়ায় রঙের গল্প
Habiba's Henna Artistry.. 🖤

অনির্দিষ্টকালের জন্য বন্ধ Habiba's Henna Artistry 📌আন্তরিক ভাবে দুঃখিত 🙏দোয়ায় রাখবেন🤲
29/09/2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ Habiba's Henna Artistry 📌
আন্তরিক ভাবে দুঃখিত 🙏
দোয়ায় রাখবেন🤲

খুব কাছের একটা ফ্রেন্ড টিউশন করাতো হেঁটে হেঁটে গিয়ে, ভাড়া বাঁচাতো সে এইভাবে। সেই জমানো টাকা গুলোর সাথে আরো কিছু টাকা অ...
24/09/2025

খুব কাছের একটা ফ্রেন্ড টিউশন করাতো হেঁটে হেঁটে গিয়ে, ভাড়া বাঁচাতো সে এইভাবে। সেই জমানো টাকা গুলোর সাথে আরো কিছু টাকা অ্যাড করে অনেক আনন্দ নিয়ে নিজের প্রিয় মানুষের জন্য একটা পাঞ্জাবি কিনলো।
আর পাঞ্জাবি দেখার পর ওই ছেলের প্রথম কথা ছিল,"এটা কি কিনসো?আমি কি এরকম পাঞ্জাবি পড়ি নাকি?"
মেয়েটা হাসিমুখেই সেই কথা আমাকে বললো।পাঞ্জাবিটা নাকি সে এক জুনিয়র কে দিয়ে দিয়েছে।নেক্সট মান্থ তাকে ব্র্যান্ড এর পাঞ্জাবি কিনে দিবে,শখ এর মানুষ বলে কথা।
জানতাম সেই সম্পর্ক টিকবে না,কিন্তু আমি সেইদিন তার মায়ামাখা মুখ দেখে কিছুই বলতে পারি নি।
ছোটবেলায় নিজের সালামির টাকাগুলো জমিয়ে অনেক গুলো স্টিকার,গ্লিটার পেন, আরো অনেক ক্রাফট এর জিনিস কিনেছিলাম একটা কার্ড বানাবো বলে।খুব সুন্দর করে সেগুলা ব্যবহার করে পেপার কাটিং দিয়ে একটা কার্ড বানিয়েছিলাম।বয়স তখন কতই বা হবে থ্রি তে পড়ি।বন্ধুবান্ধব সংখ্যাও খুব কম ছিলো আমার,স্কুলের বাহিরে একটা বান্ধবী ছিলো আমার, মাঝেমধ্যে খেলতাম একসাথে।ঠিক করলাম কার্ডটা তাকে দিবো। আম্মু জানার পর বললো," তুমি এত কষ্ট করে এটা বানাইসো ওকে কেনো দিচ্ছো?"
তাও তাকে আমি সেটা দিয়েছিলাম,ভালোবেসেই দিয়েছিলাম।পরদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম কার্ডটা রাস্তার পাশে পড়ে আছে।সেই ছোট্ট বয়সে এই কষ্টটা কতোটা ভারী লাগলো বলার মতো না।
আমার আরেক খুব কাছের মানুষ তার প্রথম স্যালারি দিয়ে এক বান্ধবীকে একটা জামা গিফট্ করেছিলো।সে আমাকে বললো - "জানিস,এতো বছর আমরা একসাথে আছি কিন্তু তাকে কোনোদিন আমি ওই জামাটা পড়তে দেখি নাই,একটা দিনও বুঝি জামাটা পড়া যেতো না?" পরে জানলাম ওই মেয়ে নাকি সব ধরনের জামা পড়ে না,তাই অন্য আরেকজনকে দিয়ে দিসে। শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ,"মন রক্ষার জন্য একটা দিন পড়লে কি হতো?অথবা জামাটা পড়ে তাকে একটা ছবি দিলে কিই বা হতো"।
একটা গিফট দেওয়ার পেছনে মানুষের কতো আবেগ থাকে,আর কিছু মানুষ এক নিমিষেই সেসব ধুলোয় মিশিয়ে দেয়।অথচ এই বয়সে এসেও কেও আমাকে একটা ফুল ছিঁড়ে দিলে আমার আনন্দ হয়,বার বার সেটা ক্যামেরা বন্দী করতে থাকি। সেখানে আরেকজনের ভালোবেসে দেওয়া কোনো জিনিস কিভাবে মানুষ তুচ্ছ ভাবে নেয় আমি বুঝি না।
পৃথিবীটা আসলেই অনেক ছোটো,তারচেয়ে আরো বেশি ছোটো কি জানেন?
"আমাদের মানুষের মন "

Fahmida Tasnim Chowdhury

অর্গানিক মেহেীর উপর অফার চলছে 😪স্মুথ পেস্ট যা আর্টিস্ট নন আর্টিস্ট খুব সুন্দর ভাবে কাজ করতে পারবে🤍🫶
23/09/2025

অর্গানিক মেহেীর উপর অফার চলছে 😪
স্মুথ পেস্ট যা আর্টিস্ট নন আর্টিস্ট খুব সুন্দর ভাবে কাজ করতে পারবে🤍🫶

হাতের মেহেদীর ২৪ ঘন্টা পরের কালার 🌸অর্গানিক মেহেদীর উপর অফার চলছে অফার প্রাইস যানতে ইনবক্সে মেসেজ করুন 💌
20/09/2025

হাতের মেহেদীর ২৪ ঘন্টা পরের কালার 🌸
অর্গানিক মেহেদীর উপর অফার চলছে অফার প্রাইস যানতে ইনবক্সে মেসেজ করুন 💌



দীর্ঘদিনের জন্য কাজ থেকে বিরতি নিব 😪তাই স্টক এর মেহেদী অফারে পেয়ে যাবেন অফার প্রাইজ যানতে হলে ইনবক্সে মেসেজ করুন💟
19/09/2025

দীর্ঘদিনের জন্য কাজ থেকে বিরতি নিব 😪
তাই স্টক এর মেহেদী অফারে পেয়ে যাবেন অফার প্রাইজ যানতে হলে ইনবক্সে মেসেজ করুন💟

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে...
19/09/2025

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!
ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!
কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলছেন?' গায়েও লাগাচ্ছেন না? আচ্ছা!
কারো হক নষ্ট করতেছেন 'করেন, করেন!

যা করছেন বা করতেছেন;করেন!'কিন্তু,এইসব আপনার জীবনে কয়গুণ হয়ে ফেরত আসবে এটাও চিন্তা করে রাইখেন! ❤️
©

খুব পছন্দের মানুষ ও নানান কারণে 'মন থেকে উঠে যায়!' এমন ভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষ টা 'পছন্দের মানুষ' ছিলো এটা ভাবত...
17/09/2025

খুব পছন্দের মানুষ ও নানান কারণে 'মন থেকে উঠে যায়!' এমন ভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষ টা 'পছন্দের মানুষ' ছিলো এটা ভাবতেও বিরক্ত লাগে। আমরা যাকে মনে জায়গা দেই,তাকে খুব ভালো ভাবেই জায়গা দেই আর যে মন থেকে উঠে যায়,সে এমন ভাবে উঠে যায় যে আর কখনো ফিরে আসার কোন সুযোগ পায় না!💔🌸

©

আমার কাছে দায়িত্বশীলতা খুব গুরুত্বপূর্ণ। কেউই পারফেক্ট নয়, কিন্তু Accountability নিতে ভয় পাবেন না। দোষ করলে স্বিকার কর...
14/09/2025

আমার কাছে দায়িত্বশীলতা খুব গুরুত্বপূর্ণ। কেউই পারফেক্ট নয়, কিন্তু Accountability নিতে ভয় পাবেন না। দোষ করলে স্বিকার করতে পারাটাও চমৎকার ব্যক্তিত্বের অংশ। দোষ করে ভিকটিম সাজা সব থেকে বাজে ব‍্যাপার।
©

গত মাসে কনটেস্ট দিয়েছিলাম একজন ছাড়া কেউ অংশগ্রহণ করেনি🥲খুবই দুঃখজনক😪
13/09/2025

গত মাসে কনটেস্ট দিয়েছিলাম একজন ছাড়া কেউ অংশগ্রহণ করেনি🥲
খুবই দুঃখজনক😪

ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকাইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা।আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লি...
12/09/2025

ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা।

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤✨

11/09/2025

আপনারা যারা নখের মেহেদী নিবেন কমেন্ট এ যানান অথবা ইনবক্সে মেসেজ করুন খুব কমই আনা হবে 🤍

"Revenge of Nature" বলতেও কিছু নেইযারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেন...
10/09/2025

"Revenge of Nature" বলতেও কিছু নেই

যারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেন, দিনশেষে তারা অনেক ভালো & সুখেই থাকে।
আর, যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন, দিনশেষে তারাই বারবার ঠকে,কষ্ট পায়।🙂

Fresh stain🤍





Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habiba's Henna Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share