Rasel

Rasel Welcome to my page.

07/05/2025

অধিকার ছিনিয়ে নেওয়া আর স্বজনপ্রীতির আড়ালে অন্যায়ের দোকান চালানো—দুটোই হৃদয়ে আঘাত। সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার মানসিকতা যদি না থাকে তাহলে পশুর সাথে পার্থক্য কোথায়!

01/05/2025

মানুষের ইনসাফ! এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো বিচার, আর অগণিত আবেগ। আমরা সবাই চাই ন্যায়বিচার, চাই সত্যের জয়, কিন্তু কতবার আমরা নিজেরাই ইনসাফের পথে হোঁচট খাই? কতবার আমরা অন্যের দোষ দেখে বিচারক হয়ে বসি, কিন্তু নিজের ভুলগুলো এড়িয়ে যাই?

মানুষের ইনসাফ কখনো হৃদয়ের গভীর থেকে আসে, কখনো সমাজের চাপে। কেউ ক্ষমা করে ইনসাফ করে, কেউ কঠোর শাস্তি দিয়ে। কিন্তু সত্যিই কি আমরা ইনসাফ করতে পারি? যখন কেউ আমাদের প্রিয়জনের বিরুদ্ধে দাঁড়ায়, তখন কি আমরা নিরপেক্ষ থাকতে পারি? যখন সমাজের চোখ আমাদের উপর নজর রাখে, তখন কি আমরা সত্যের পক্ষে দাঁড়াই, নাকি জনতার সুরে সুর মেলাই?

ইনসাফ শুধু আইনের বইয়ে বা আদালতের রায়ে সীমাবদ্ধ নয়। এটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কথায়, কাজে। যখন আমরা কাউকে ভুল বুঝে দোষারোপ করি, তখন কি আমরা ইনসাফ করি? যখন কেউ দুর্বল হয়ে পড়ে, আমরা কি তাকে সাহায্যের হাত বাড়াই, নাকি তাকে আরও দুর্বল করে দেই?

মানুষের ইনসাফের পথ সহজ নয়। এটা সাহস লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে নিজের সাথে সৎ থাকা। আজকে যদি আমরা নিজেদের জিজ্ঞেস করি, "আমি কি সত্যিই ইনসাফ করছি?" তাহলে হয়তো অনেক উত্তর পাব। কখনো সেই উত্তর আমাদের গর্বিত করবে, কখনো আমাদের ভাবাবে।

আসুন, ইনসাফের পথে একটু হাঁটি। নিজের ভুল স্বীকার করি, অন্যের ভুল ক্ষমা করি। হয়তো তখনই আমরা সত্যিকারের ইনসাফের মানে বুঝতে পারব।

23/04/2025

শুনেছি "সাফল্য তাদের কাছে আসে, যারা হাল ছাড়ে না এবং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয়।" আমিও শিক্ষা হিসেবেই নিলাম।

31/03/2025

সকল প্রশংসা মহান আল্লাহ তায়া’লার প্রতি।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share