PSTU Archivers

PSTU Archivers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PSTU Archivers, Digital creator, Patuakhali Science and Technology University, Patuakhali.

03/08/2025

আজ থেকে শুরু হয়ে গেলো গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

02/08/2025

PSTU হল allotment দিয়ে দিছে
Website check করো সবাই

ক্লাস কয় তারিখ শুরু এই নিয়া মিশ্র প্রতিক্রিয়া 🤣🤣
31/07/2025

ক্লাস কয় তারিখ শুরু এই নিয়া মিশ্র প্রতিক্রিয়া 🤣🤣

31/07/2025
30/07/2025

📌পবিপ্রবিতে যারা কোটায় চান্স প্রাপ্ত হয়েছে তাদের জন্য নোটিস

~যারা যে কোটায় ভর্তির জন্য নির্বাচিত হবে তাদের অবশ্যই মূল মুক্তিযোদ্ধা সনদ/উপজাতি সনদ/প্রতিবন্ধী সনদ দেখাতে হবে এবং তার ফটোকপি প্রদান করতে হবে।

ক. মুক্তিযোদ্ধা সন্তানদেরদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সন্তান মর্মে সনদ অথবা ওয়ারিশ সার্টিফিকেট অথবা পিতার

মাতার জাতীয় পরিচয়পত্র;

খ. উপজাতি কোটার প্রার্থীকে জেলা প্রশাসকের সনদ;

গ. প্রতিবন্ধী প্রার্থীকে উপজেলা সমাজকল্যান কর্মকর্তার সনদ (গোল্ডেন সিটিজেনশীপ কার্ড) এর ফটোকপি জমা দিতে হবে

📌📌পবিপ্রবির চূড়ান্ত ভর্তিতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে ~ভর্তির সময়ে GST প্রবেশপত্র~এসএসসি পাশের মূল সনদ ও এইচএসসি পাশে...
30/07/2025

📌📌পবিপ্রবির চূড়ান্ত ভর্তিতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে
~ভর্তির সময়ে GST প্রবেশপত্র
~এসএসসি পাশের মূল সনদ ও এইচএসসি পাশের মূল সনদ/ প্রশংসাপত্র
~এসএসসি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এইচএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ~সদ্য তোলা ৪ কপি স্ট্যাম্প ও ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি প্রদান করতে হবে।

বি:দ্র: যে সকল ছাত্র-ছাত্রী GST ভুক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এসএসসি ও এইচএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা প্রদান করেছে তাদেরকে উক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমাপ্রদান রশিদের মূল কপি জমাদান করে এসএসসি ও এইচএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সফার রিসিট সংগে নিয়ে আসতে হবে। পবিপ্রবিতে জমাকৃত এসএসসি ও এইচএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অডিটোরিয়ামের শিক্ষা শাখা বুথ হতে জমাকৃদ সিরিয়াল অিনুযায়ী সংগ্রহ করে ডিন অফিসে জমা প্রদান করতে হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে অনলাইনে form fill up করে পেমেন্ট করুন ০২ আগস্...
30/07/2025

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে অনলাইনে form fill up করে পেমেন্ট করুন ০২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে।

30/07/2025

📌GST Final Admission Update

✪শিক্ষার্থীকে তার Student
Panel-এর বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

✪মূল নম্বরপত্রসমূহ অন্য কোন বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তা নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

✪আগামী ১১/০৮/২০২৫ তারিখ হতে জিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

✪০৩/০৮/২০২৫ হতে ০৭/০৮/২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

⚠️৫ তারিখ সরকারি বন্ধ থাকায় সেদিন কার্যক্রম অফ থাকবে।

বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

GST Website

29/07/2025

এক নজরে গণবিজ্ঞপ্তি, রিপোর্টিং, মেরিট ও চূড়ান্ত ভর্তি বিষয়টি ক্লিয়ার করা হলো

১. গণবিজ্ঞপ্তি: গণবিজ্ঞপ্তির মানে হলো যখন একাধিক মেরিট প্রদানের পরও নির্দিষ্ট সংখ্যক সিট খালি থাকবে তখন সেই সিটের বিপরীতে ৩-১০ গুণ পজিশন পর্যন্ত রিপোর্টিং এর জন্য ডাকবে সেটিই মূল গণবিজ্ঞপ্তি। উদাহরণ স্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫০ টি সিট ফাকা আছে। ৫০ সিটের বিপরীতে যদি ৫ গুণ হয় তবে ২৫০ জন, ৭ গুণ হলে ৩৫০ জন এবং ১০ গুণ হলে ৫০০ জনকে ডাকবে। পূর্ববর্তী মেরিটে যত পজিশন পর্যন্ত গেছে, তারপর থেকে এই কল করা হবে।

২. রিপোর্টিং: রিপোর্টিং অর্থ উপস্থিত হয়ে কাগজপত্র জমা দেয়া। এখন যতজন ডাকবে তার মধ্যে সবাই উপস্থিত হবে না। যতজন উপস্থিত হবে ততজনের রিপোর্টিং হবে। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে ৫০০ জন ডাকলো, কিন্তু সশরীরে উপস্থিত হয়েছে ১৫০ জন। অর্থাৎ এই ৫০০ জনের মধ্যে ১৫০ জন সশরীরের রিপোর্টিং করেছে। বাকি ৩৫০ জন ভর্তি প্রক্রিয়া থেকে বাদ।

৩. মেরিট লিস্ট: সশরীরে রিপোর্টিং থেকে যতগুলো সিট খালি রয়েছে সেই সিটের বিপরীতে যতজন আসবে তার লিস্ট দেয়া। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫০ সিটের বিপরীতে গণবিজ্ঞপ্তি থেকে ১৫০ জন সশরীরে রিপোর্টিং করেছিল। এই ১৫০ জনের মধ্যে প্রথম ৫০ জন নিয়ে মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর বাকি ১০০ জন ওয়েটিং লিস্টে যাবে।

৪. চূড়ান্ত ভর্তি: সশরীরে রিপোর্টিং থেকে প্রকাশিত মেরিট লিস্ট থেকে ভর্তি চূড়ান্ত করাকে চূড়ান্ত ভর্তি বলে। এখন মেরিট লিস্টের সবাই চূড়ান্ত ভর্তি হবে না। যতজন হবে ততজনের ভর্তি হওয়ার পর রিপোর্টিং এর ওয়েটিং লিস্ট থেকে চূড়ান্ত ভর্তির সুযোগ পাবে। উদাহরণস্বরূপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সশরীরে রিপোর্টিং ১৫০ জনের থেকে প্রথম ৫০ জনের মধ্যে যতজন চূড়ান্ত ভর্তি হবে এরপর বাকি ১০০ জনের ওয়েটিং লিস্ট থেকে চূড়ান্ত ভর্তির সুযোগ দেয়া হবে। এভাবেই ভর্তি কার্যক্রম চলবে।

আশা করি গণবিজ্ঞপ্তি ও রিপোর্টিং সহ পুরো ভর্তি প্রসেস বুঝাতে পেরেছি।

ধন্যবাদ ❤️
Admission Informer

29/07/2025

📌 IU update (গুচ্ছ)

✨ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত।

✪চূড়ান্ত ভর্তিঃ ৩রা আগস্ট ২০২৫ থেকে ৭ই আগস্ট ২০২৫ পর্যন্ত।

[ সকাল ৯ টা থেকে বিকেল ৪টার মধ্যে ]

⚠️৫ই আগস্ট ২০২৫ সরকারি ছুটি থাকায় সেদিন কার্যক্রম অফ থাকবে

29/07/2025

📌 GST Update

✨২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্ভাব্য তারিখ প্রকাশিত

📝চুড়ান্ত ভর্তি: ০৩ হতে ০৭ আগষ্ট

📕ক্লাস শুরু: ১১ আগস্ট
আর আগামী ১১ আগস্ট থেকে

বি:দ্র: কোনও বিশ্ববিদ্যালয়ের আসন শূন্য থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি করাতে পারবে।

©️ SOT

29/07/2025

পবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির আগেই হল পেয়ে যাবে ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীরা !
pstu.ac.bd ওয়েবসাইটে বিস্তারিত

Address

Patuakhali Science And Technology University
Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when PSTU Archivers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share