
26/09/2024
বন্ধু তোমার একই অঙ্গে কত রুপ??
সালাহউদ্দিন আহমদ আসলো দুইদিন হলোনা এখনো ১৫ বছরের দুশাসনে নির্যাতিত, নিপীড়িত, আহত কিংবা শহিদ তারা বা তাদের পরিবারের সবাই সাক্ষাতের সুযোগ পেলোনা। অথচ ইউনুসেরা একই ঠিকই জায়গা পেয়ে যায়। তার ভোটে বিএনপির মৌন সমর্থন দেয়া মানে এই নয় ইউনুস বিএনপির কেউ? এটা ছিল বিএনপির রাজনৈতিক কৌশল। যেটা অনেকের বেলায় হয়েছে যা মাফ পায়নি পাবেওনা। স্বৈরাচারীর দুসর কোন আওয়ামী লীগ কিংবা বিএনপি নির্যাতনকারী এভাবে হাসলে ত্যাগীরা কর্মীরা কস্ট পায় হৃদয় ভেঙে যায়। আজ যদি সরকার পতন না হতো ইউনুসেরা বিএনপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ধরে ধরে পুলিশে দিতেন। যার জীবন উদাহরণ মগনামার ত্যাগী কারা নির্যাতিত জিয়া এবং কায়েস। আপসোস ইউনুস হয়তো এখন বিএনপি সেজে বিএনপির নেতাদের শাসন করবে। খোদার কসম এখন যদি নুরু সরকার আসে আবার সেখানে গিয়ে বলবে আমি বাধ্য হয়ে গেছি,আবার জামায়াত আসলে বলবে আমি জামায়াত। সত্যিকার অর্থে ইউনুস হলো আওয়ামী লীগের একজন নাট্যকার যে অভিনয় করছে আওয়ামী লীগের স্বার্থে।