MD FARUK HOSSEn

MD FARUK HOSSEn ❤️𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 𝐖𝐚𝐑𝐚𝐡𝐦𝐚𝐭𝐮𝐥𝐥𝐚𝐡𝐢❤️ ❤️𝐖𝐚 𝐁𝐚𝐫𝐚𝐤𝐚𝐭𝐮𝐡❤️

31/08/2025
ভোলার দৌলতখানসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সাংবাদিক নির্যাতনের নিন্দা ও ক্ষোভ প্রকাশস্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদ...
23/08/2025

ভোলার দৌলতখানসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সাংবাদিক নির্যাতনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়, সাংবাদিক নির্যাতন করে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহের চরমোনাই আজ ২৩ আগস্ট, শনিবার এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকগণ হলো রাষ্ট্রের স্তম্ভ। সাংবাদিকতার মাধ্যমেই সমাজ-রাষ্ট্রের অসংগতি, দুর্নীতি সম্পর্কে মানুষ জানতে পারে। অপরাধ প্রতিহত হয়। সেজন্য একটি সভ্য ও সুষ্ঠু গণতান্ত্রিক দেশে সংবাদ পত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া কোনভাবেই সহ্য করা হয় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার সরকার সৎ ও নির্বিক সাংবাদিকদের নির্যাতন-নিপীড়ন করেছে এবং একদল ছা-পোষা সাংবাদিক তৈরি করেছিলো।

পীর সাহেব চরমোনাই বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনের পরে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হয়েছিলো। কিন্তু বিএনপি দলীয় বা বিএনপির নামধারী নানাস্তরের নেতারা সাংবাদিকদের ওপরে আগের মতো চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং সাংবাদিকদের ওপরে হামলা করে তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। তার সর্বশেষ দৃষ্টান্ত হলো ভোলার দৌলতখানে সময় টিভির সাংবাদিকদের ওপরে হামলা করার ঘটনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে।

ঘটনার বিবরণে যা জানা যাচ্ছে তা ভীতিজনক। মব সৃষ্টি করে সংবাদ সংগ্রহে বাঁধা দেয়া, সাংবাদিকদের শারীরিক হেনস্তা করা এবং তাদের জীবনের হুমকি তৈরি করার যে বিবরণ এসেছে তা কোন সভ্য সমাজে কল্পনা করা যায় না। বিএনপি বারংবার গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের তৃণমূলের নেতৃত্ব যেমাত্রায় সহিংসতাপ্রবণ তাতে আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের আতংকিত হওয়ার যথেষ্ঠ কারণ তৈরি হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, এর আগে গাজীপুরে একাধিক সাংবাদিক নির্যাতন এমনকি সাংবাদিক হত্যার ঘটনাও আমরা দেখেছি। দেশজুড়ে আলোড়ন তৈরি হলেও হত্যাকারীর পেছনের লোকদের খুজে বের করা যায় নাই। এর ফলে দেশের প্রান্তে প্রান্তে সাংবাদিকদের ওপরে নির্যাতন করার সাহস পাচ্ছে। অতএব,

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছে যে, অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় এর দায় বিএনপিকেও বহন করতে হবে।

মাআস সালাম
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

17/08/2025

“আমার নাম ‘মৃত্যু’। তোমার জন্মের সঙ্গে সঙ্গে আমারও জন্ম হয়েছে সঙ্গীরূপে। আমিও পথ চলব তোমার পিছু পিছু"

16/08/2025

মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়ে, রশি পাগল হইলে বান্ধে কি দিয়ে...! 🤔

প্রথম বার নরসিংদী
15/08/2025

প্রথম বার নরসিংদী

14/08/2025

নাস্তিক হয়ে গেছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে কোন সন্দেহ নাই

যারা কুরআন অবিশ্বাস করে তারা শরিয়া আইন বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক।
14/08/2025

যারা কুরআন অবিশ্বাস করে তারা শরিয়া আইন বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক।

13/08/2025

পাথর দিয়ে মানুষ মারে
পাথর তুলে খায়,
দল চালাতে ব্যর্থ হয়েও
দেশ চালাতে চায়!
চাঁদাবাজির খবর ছাপলে
জায়গায় করে শেষ,
সন্ত্রাসীদের মঘের মুল্লুক
এ কোন বাংলাদেশ!!

05/08/2025

ঐতিহাসিক ৫ ই আগস্ট
সর্বপ্রথম কারফিউ ভাঙার মহানায়ক কে.....?

24/07/2025

প্লেন কিনছে হাসিনা,চালাইছে এয়ার ফোর্স,লাগাইছে স্কোয়াড্রন লিডার,দোষ হইছে ইউনূসের,পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,পদত্যাগ করছে শিক্ষা সচিব,মাইর
খ|ইছে ছ|ত্রলীগ,ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের🤔

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে?

16/07/2025

আজ ১৬ই জুলাই। ৩৬ শে জুলাই এর প্রথম শহীদ 🇧🇩

Address

Abdullah Jenarel Storw
Phulbari

Alerts

Be the first to know and let us send you an email when MD FARUK HOSSEn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share