09/03/2025
ধর্ষণের সাজা - 👇
আমেরিকা: ৩০ বছর পর্যন্ত কারাদন্ড।
রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
চীন: কোনো ট্রায়াল নেই, ডাক্তারি পরীক্ষার পর মৃত্যুদন্ড।
পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড।
মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: পাথর ছুড়ে মৃত্যু।
দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
মঙ্গোলিয়া : ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড।
নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা।
আফগানিস্তান: ৪ দিনের মধ্যে গুলি করে হত্যা।
মালেশিয়া: মৃত্যুদন্ড।
বাংলাদেশ :, ফেসবুক স্ট্যাটাস, ধর্না, তদন্ত, সমঝোতার চেষ্টা, ঘুষ দেওয়া, ধমক-চমক, মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা বোরকা পরে ছিলো কিনা, সংবাদ মাধ্যমে আলোচনার আসর রাজনীতিকরন, জাতি নির্ধারণ, জামিন, ফের ধর্ষন কিন্তু কেন? আমাদের দেশেও কি এমন একটা আইন হতে পারেনা, যে ধর্ষণকারীর নুন্যতম শাস্তি মৃত্যুদন্ড! আপনার মতামত কি বলে যাবেন।
😓এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ 😓