Mahfuz HD Media

Mahfuz HD Media -প্রতিশোধ নয়.!🥰🥀🥀
-ক্ষমা করায় ইসলামের আদর্শ 🥰🥀🥀🥀

_হযরত মুহাম্মদ (সা:)🌹🥀🥀🥀

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে...
23/07/2025

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ।

সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে "Please Send Me Your WhatsApp Number" আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন। এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেলো।

এবার

সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসএপে। সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে। প্রথমে আপনার প্রফেশন, আপনার অবস্থান, আপনার কিছু প্রথমিক তথ্য নিবে। মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাপাবল কিনা। যখন সে বুঝবে আপনি ক্যাপাবল তখন সে যাবে ৩য় ধাপে।

এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে। আপনিও একটু ভাল লাগলে সেখানে লাইক দিবেন। কিছু জিজ্ঞেসা করবেন। সে আপনাকে ভিডিও কলে নিবে। সবকিছুই খুলে দেখাবে আপনাকে। আপনি ফেঁসে গেলেন তার চরকিতে... কিন্তু

যারা ২য় ধাপে তার সাথে তাল মিলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য। তাকে অফার দিবে ভালো আয়েস মশলাতে। সেখানে তাকে লিংক দিবেন। সেই লিংকে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গর্তে। এবার শর্ত মানার পালা... কিন্তু

যারা প্রথমেই তাকে হোয়াটসেপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবেন? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা। তাদেরকে সেই মেসেঞ্জারেই অফার করবে কলে আসতে। সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না। মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতে চাইবেই।

তবে এইসব সিস্টেম পুরোনো হয়েছে। এখানের আয় দিয়ে এখন পোষায়না। তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে। তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্লাক মেইল করতো। এখন তারা আপনার পুরো হোয়াটসএপের এক্সেস নিয়ে যায়।

আপনাকে প্রথমে হোয়াটসএপ নাম্বার দিতে বলবে। আপনি দিয়ে দিলে তারা অনলাইনে WhatsApp Web ব্যবহার করে আপনাকে বলবে "আপনার কাছে একটা লিংক গেছে সেখানে Ok দিন। আপনি দিয়ে দিলে এবার ২য় ধাপে একটা পিন চেয়ে নিবে। আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো এক্সেস চলে যাবে তার হাতে।

সে এবার আপনার ফেইসবুকের পাস চেঞ্জ করে নিবে। সে এবার আপনার মেইলের পাস চেঞ্জ করবে। আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার কাছে।

23/07/2025

বাজারে ষড়যন্ত্র তত্ত্ব ছাইড়া দেওয়া হইসে।

আমেরিকার বিমান কেনার জন্য নাকি আমেরিকা এই কাজ করছে।

অথচ আমেরিকার বিমান কেনার প্রাথমিক চুক্তি আগেই হয়ে গেছে।

তার জন্য এতগুলো ছেলে মেয়ে মারার দরকার নাই।

ইসলামপন্থী কিছু ভো*ই এই গুজব চালানোতে লিড দিচ্ছে।

আপনারকে আগেই বলেছি।

এগুলো সব এজেন্সির মাল। এজেন্সির কথায় উঠে, বসে কথাও বলে।

এই খুনের সবচেয়ে বড় দায় কার?

বাংলাদেশ বিমান বাহিনীর।

কোন যদি, কিন্তু, তবে এখানে নাই। ফুলস্টপ।

এই বিমান কেনার সময় যে পুকুর সমান দুর্নীতি হইসে, সেই দুর্নীতিতে কারা জড়িত?

আর্মি আর বিমানবাহিনীর বড় বড় অফিসাররা।

এইবার বুঝছেন? লাশের সংখ্যা বললে কেন পেটানো হইসে?

লাশের আসল সংখ্যা বের হলে কার সমস্যা?

সরকারের না।

কারণ, এই ভাঙারি এই সরকার কিনে নাই।

কিনসে হাসিনার সরকার।

হাসিনার সরকার এখন দিল্লিতে।

দেশে আছে কারা?

হাসিনা পালাইসে। বাট হাসিনার আমলারা কি পালাইসে?

না।

হাসিনার বানানো অফিসাররা?

না।।তারাও দেশেই আছে।

লাশের সনখ্যা বের হইলে সমস্যাটা কাদের হবে, এবার হিসাব মিলান।

এই ঘটনার দায় পাইলট বা আমেরিকার উপর দিয়ে দিলে কাদের সুবিধা হয়, হিসাব করেন।

কোন ষড়যন্ত্র কেন বাজারে ছাড়া হচ্ছে, সেটা বোঝা লাগবে ভাই।

আর আরেকটা কথা হলো,

আপনার দেশের গাড় মারার জন্য আমেরিকার দরকার নাই,

আপনার দেশের আমলা, সামরিক বাহিনীর অফিসাররা আর রাজনীতিবিদরা মিলে দেশটাকে এমনই গাড় মারা মেরেছে যে, এই দেশকে নতুন করে মারার আর কিছু বাকি নাই।

অমুক তমুক দেশের উপর দায় চাপিয়ে দুর্নীতিবাজ, খুনিদের বাঁচাইয়া দেওয়ার এই ফাঁদে পইড়েন না।

এদের মুখোশ খুলেন।

এই খুনিদের খুনি বলেন।

নাহলে অন্যের ছেলে মেয়ে মারতে মারতে এই খুনিরা কাল আপনার ঘর পর্যন্ত পৌছে যাবে।

এটা মাথায় রাইখেন।©️

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে ...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲

সংগৃহিত

20/07/2025

হঠাৎ বেহুশ হয়ে গেলেন জামাতে আমির,, াংলাদেশ_জামাতে_ইসলাম

19/07/2025

চলুন সবাই খতমে ইউনুস পড়ি।
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন।
,,,,,,,,,,গুড নাইট 🥱,,,,,,,,,

19/07/2025

কীভাবে নিজের সন্তান গরে তুলবেন হাফেজঃ মাওলানাঃ মুফতিঃ নুরুদ্দিন আহমাদ ফুলপুরী, মুহতামিম, বাঁশবাড়ি ,জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর ।
খতিবঃ শৈলাট পশ্চিমপাড়া বেপারী পাড়া জামে মসজিদ, শ্রীপুর ,গাজীপুর ।

18/07/2025

- আযান দিলে মসজিদে যাও।
- হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।
,,, শুভ সকাল,,,,,

16/07/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Shariful Islam Shible, Sp Shovo Mondol, Md. Noyon Sarker, Shofiullah Jami, আব্দুল্লাহ আল কাউসার, MD Nazmul Huda Kawsar, Md Waliullah, MD Eibrahim, Mamun Ahmed, Sakib Islam

রংপুরে মরুভূমি ফেনীতে জল ভূমি মাঝখানে চাঁদা দে নয়তো জীবন দে 😭
12/07/2025

রংপুরে মরুভূমি
ফেনীতে জল ভূমি
মাঝখানে চাঁদা দে নয়তো জীবন দে 😭

11/07/2025

কথা গুলো একবার সুনেন,, #আরিফ_বিন_হাবিব,

08/07/2025

Most Beautiful Naat | Naate Sarkar Ki Parhta Hoon ামিক_বিডিও_foryou

30/06/2025

মায়াবী কন্ঠে, কোরআন তেলাওয়াত,,সূরা ফাতিহা

Address

Phulpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuz HD Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share