Hijabi Cuty - হিজাবী কিউটি

Hijabi Cuty - হিজাবী কিউটি দ্বীন এর পথেই থাকতে চাই।

Alhamdulillah, প্রথম বার মা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমাদের মেয়ের নেক হায়াত,সুস্বাস্থ্য এবং নেক সন্তান হওয়ার তৌফিক ...
24/08/2025

Alhamdulillah,
প্রথম বার মা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমাদের মেয়ের নেক হায়াত,সুস্বাস্থ্য এবং নেক সন্তান হওয়ার তৌফিক দিন। ❤️
আমিন।

_তুমি ফুল হলেও আমার। তুমি ভুল হলেও আমারই দিন শেষে তুমি মানুষটা আমার!🤍এইভাবে পাশে থাকো সারা জীবন। ❤️
09/08/2025

_তুমি ফুল হলেও আমার। তুমি ভুল হলেও আমারই দিন শেষে তুমি মানুষটা আমার!🤍
এইভাবে পাশে থাকো সারা জীবন। ❤️

জীবনে কেউ পার্মানেন্ট না, সবাই চলে যায়। কেউ জীবনে আসে, একটা সময়ের পর আবার হারিয়ে  যায়।একটু ভেবে দেখো দিনশেষে কেউ কারও না...
07/07/2025

জীবনে কেউ পার্মানেন্ট না, সবাই চলে যায়। কেউ জীবনে আসে, একটা সময়ের পর আবার হারিয়ে যায়।

একটু ভেবে দেখো দিনশেষে কেউ কারও না। একমাএ তুমিও শুধুমাএ তোমার। আজ যাকে তুমি তোমার নিজের মানুষ বলে দাবি করছো। আসলেই সেই মানুষটা তোমার নয়। দেখবে কোন একদিন তাকেও তুমি হারিয়ে ফেলবে। আমরা সবাইকেই হারিয়ে ফেলি আর না হয় সবাই হারিয়ে যায়।

আমরা ভাবি আমাদের খারাপ সময়ে কেউ একজন আমাদের পাশে থাকবে। কিন্তু বেশির ভাগ ক্ষেএেই আমাদের খারাপ সময়ে কেউ আমাদের পাশে থাকে না। নিজেই নিজেকে সান্তনা দিয়ে খারাপ সময়টা পার করতে হয়।

আসলে জীবনের এই চলার পথে আমরা সবাই একা, ভীষন একা। শেষ বিকেলে অস্ত যাওয়া সূর্যের মতো একা, ফেলে আসা অতীতের মতো একা, হারিয়ে যাওয়া কলমের মতো একা, ক্ষয়ে যাওয়া চাঁদের মতো একা, বোবা টেলিফোনের মতো একা।

পাশে অাছি, সাথে আছি, সবসময় তোমার পাশে থাকব এসব আসলে কিছুই নয়। এগুলো কেবলই কিছু সময়ের সান্তনা আর নিছক অভিনয়। তাই নিজেকেই নিজের একাকিত্বের সঙ্গী বানিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। কারণ আজ যাকে তুমি তোমার একাকিত্ব কাটানোর জন্য বেছে নিবে, কাল হয়ত তার জন্যই তুমি সবচেয়ে বেশি একাকিত্বে ভোগবে।

তুমি হাজার টা সমস্যার পরেও যেভাবে আমায় আগলে রেখেছো, তোমাকে ঠকানোর মতো ক্ষমতা আমার নেই !!💚
06/07/2025

তুমি হাজার টা সমস্যার পরেও যেভাবে আমায় আগলে রেখেছো, তোমাকে ঠকানোর মতো ক্ষমতা আমার নেই !!💚

আপনার জন্য সবসময় দোয়া করি🤲                      কারণ আপনি আমার অনেক শখের মানুষ 🥰❤️
24/06/2025

আপনার জন্য সবসময় দোয়া করি🤲
কারণ
আপনি আমার অনেক শখের মানুষ 🥰❤️

অনেক পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক্ত হয়ে য...
30/05/2025

অনেক পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য।
পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনে না।

আবার কেউ কেউ মনে করে, নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে। তবেই সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায়। বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায়।

এইভাবেই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পুরুষ ভাবে, নারী অযথা অভিযোগ করছে। আর নারী ভাবে, পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না!

সব কথা শুধু সমাধানের জন্য নয়—অনুভূতি বোঝার জন্যও শোনা দরকার। শুধু বলুন, "হ্যাঁ, বুঝতে পারছি, এটা আসলেই কঠিন!"—অনেক সময় এটুকুই নারীর জন্য শান্তি!

পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া। তাই কথা বলার সময় একটু দিকনির্দেশনা দেওয়া যেতে পারে আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি, এর বেশি কিছু না।"

একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সম্পর্কে ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যায়!
কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর, বিতর্কের ওপর নয়।

দিনশেষে সবার কথা বলার আর শোনার কেউ থাকুক ♥️

একজন পুরুষ যতই সাহসী হোক না কেনো,তিনি সেই নারীর অসন্তুষ্টিতে ভয় পান! যাকে তিনি খুব ভালোবাসেন..!!💗🌸এখানে পুরুষের কথা বলা...
20/05/2025

একজন পুরুষ যতই সাহসী হোক না কেনো,
তিনি সেই নারীর অসন্তুষ্টিতে ভয় পান!
যাকে তিনি খুব ভালোবাসেন..!!💗🌸
এখানে পুরুষের কথা বলা হয়েছে,
কোনো কাপুরুষের কথা নয়।

স্বামী-স্ত্রীর মতোই বউ-শাশুড়ীর পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা থেকে সংসারগুলো সুন্দর হয়ে ওঠে। একে অপরকে ছাড় দেবার মানসিকত...
16/05/2025

স্বামী-স্ত্রীর মতোই বউ-শাশুড়ীর পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা থেকে সংসারগুলো সুন্দর হয়ে ওঠে। একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা জরুরি। মনে রাখা উচিত কেউ কারো শত্রু বা প্রতিযোগী নয়।💝🌺

প্রিয়তম স্বামী,আপনি আমার ভিষণ শখেরআপনি ফুল হন, কিংবা ভুল। আপনি তো আমার-ই❤️‍🩹
14/05/2025

প্রিয়তম স্বামী,
আপনি আমার ভিষণ শখের
আপনি ফুল হন, কিংবা ভুল।
আপনি তো আমার-ই❤️‍🩹

অবশ্যই তোমার ভবিষ্যৎ তোমার অতীতের থেকে উত্তম তোমার রব তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে (স...
07/05/2025

অবশ্যই তোমার ভবিষ্যৎ তোমার অতীতের থেকে উত্তম
তোমার রব তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে
(সূরা:আদ দূহা:৪,৫)

🌺"শুভ সকাল "🌺

I love you. I'll say it again and again, I love you and I always will ❤️  ゚
27/04/2025

I love you. I'll say it again and again, I love you and I always will ❤️

তুমি আমার কাছে ঠিক ততোটাই স্পেশাল,  যতটা ভাবলে মানুষ সেটাকে হারাতে চায় না 🖤Hijabi Cuty - হিজাবী কিউটি   ゚
26/04/2025

তুমি আমার কাছে ঠিক ততোটাই স্পেশাল,
যতটা ভাবলে মানুষ সেটাকে হারাতে চায় না 🖤

Hijabi Cuty - হিজাবী কিউটি

Address

Phulpur
Phulpur
2250

Telephone

+8801832730053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijabi Cuty - হিজাবী কিউটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hijabi Cuty - হিজাবী কিউটি:

Share