
07/03/2025
গরমের শুরুতে কীভাবে এসির যত্ন যে ভাবে নেবেন...
ভয়ানক গরম! বাড়িতে থাকলে এসি না চালিয়ে থাকতে পারছেন। না, এখনও ততটা গরম পড়েনি ঠিকই। তবে আর তো কয়েকটা দিন, এয়ার কন্ডিশনার নিত্যদিনের সঙ্গী হল বলে! গনগনে গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটাই যন্ত্র। অনেকে ইতিমধ্যে নিশ্চয়ই নতুন এসি কেনার পরিকল্পনা করেছেন? কেউ আবার পুরনো যন্ত্রটিকেই ব্যবহারের তোরজোড় শুরু করছেন। তবে শুধু ব্যবহার করলেই হল না, এসির সঙ্গে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে বিদ্যুতের খরচে লাগাম টানতে পারেন৷ একইসঙ্গে শীতের কয়েক মাস বন্ধ থাকার পর এসি চালানোর আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। দেখে নেওয়া যাক এসির খুঁটিনাটি বিষয় গুলো কি কি...
এসি ব্যবহার করার পাশাপাশি সার্ভিসিং করাতে ভুললে চলবে না। নয়তো এসির মধ্যে ধুলোবালি জমে তা থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এসির মধ্যে এয়ার ফিল্টার থাকলেও তা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। তাই নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর এসি সার্ভিসিং করানো দরকার। বিশেষ করে টানা কয়েক মাস বন্ধ থাকার পর গরমে ব্যবহারের আগে অবশ্যই একবার সার্ভিসিং করিয়ে নিন। আর এই সার্ভিসিংয়ের সময় খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। না হলে সার্ভিসিংয়ের জন্য খরচ করা পুরো টাকাটাই জলে যেতে পারে। যেমন-
ফিল্টার পরিষ্কার: এসি-তে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে। ফিল্টারে নোংরা জমলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরতে চায় না।গরমে এসি চালু করার আগে ফিল্টার পরিষ্কার করে নিন।
আউটডোর ইউনিট পরিষ্কার: স্প্লিট এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে নোংরা জমে। যা গরমের আগে পরিষ্কার না করলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না।
মোড এবং তাপমাত্রা পরীক্ষার: এসি অনেক দিনের জন্য বন্ধ থাকলে, কখনও কখনও যন্ত্রটি মোড এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ফলে এসি আবার চালু করার পরে, মোড এবং তাপমাত্রা যাচাই করে নিন।
কয়েল পরিষ্কার: বেশ কয়েক মাস না চলার কারণে কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। গরমে আবার টানা এসি চালু করার আগে সেগুলি পরিষ্কার করুন।
তার পরীক্ষা: বাড়িতে ইঁদুর থাকলে এসির তার কেটে ফেলতে পারে। অনেক দিন এসি বন্ধ থাকায় বিষয়টি অনেক সময়ে নজর এড়িয়ে যায়। এবার গরমে এসি চালানোর আগে সুইচ সমস্ত সংযুক্ত তারগুলি পরীক্ষা করে নিন। গরমের শুরু এসি চালু করার পূর্বে সার্ভিসিং এবং চেক-আপ করে নিন। নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে এসি সার্ভিসিং করা প্রত্যেক গ্রাহকের উচিত।
✅ এই পোস্ট থেকে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে আমাদের লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন সাথে আপনার বন্ধুদের জন্য পোস্টটা শেয়ার করে দিতে পারেন। আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।এসি ফ্রিজ সম্পর্কিত এইরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন।AC Fridge Home Service আমরা এই ফেইজে এসি ফ্রিজ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি যা আপনার অনেক কাজে লাগতে পারে। এসি সম্পর্কিত আপনার কোন তথ্য জানার থাকলে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন 01911-941311 আমরা #এসিসার্ভিস #এসিইনস্টলেশন #এসিমেরামত. #এসিওয়াশ #এসিরিপেয়ার #এসিগ্যাসচার্জ #এসিরলিকরিপেয়ার #এসিরকম্প্রেসারচেঞ্জ #এসিরওয়াটারড্রপ সমশ্যার সমাধান #গ্যাসচার্জ #রিপেয়ারিং #এসি_সার্ভিসিং #ইনস্টলেশন #রিপেয়ারিং #সার্ভিসিং #এসিলিক #রিপেয়ারিং #গ্যাসচার্জ সহ এসির যাবতীয় সকল কাজ করে থাকি।আপনার এসির যে কোন সমস্যার সমাধান পেতে নিম্ন নাম্বারে কল করুন 01911941311