08/09/2024
ছেলে মানে জীবন সংগ্রাম
সব মেয়েদের বলতে শুনি:-
ছেলেদের জীবন কতো সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভানে যা ইচ্ছে তাই করতে পারে। কোন বাঁধা-নিষেধ নেই, আর মেয়েদের বেলায় যত নিয়ম-কানুন ।।
ছেলেদের জীবন হলো:
তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা বদলে যাবে। ছেলেদের জীবন মানে শুধু আড্ডা, ঘুরাঘুরি, কিংবা স্বাধীনতা নেই, আছে ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম।।
জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না। কোন বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দিবে না ।।
ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয়। আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান, তাদের বিয়ে দেওয়া হয়। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার ।।
আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য মুখ্য বিষয় নয়। ছেলেদের সৌন্দর্য নির্ভর করে টাকার ওপর। যদি পকেটে থাকে তাহলে পাড়ার কুৎসিত ছেলেটাকেও সুন্দর লাগে। টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ডানাকাটা পরী, আর টাকা না থাকলে পাড়ার টিনা, মিনাও ফিরে তাকায় না ।।
আজকাল টাকা ছাড়া "সুইট বেবী"রা পাশে থাকে না। বেবির জন্মদিন আসলেই দিয় দামি দামি উপহার, নইলে ভালবাসা জমে না, রেস্টুরেন্টে খাইয়ে না দিলে প্রেমে রোমান্টিকতা আসে না ।।
আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম ।।আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন, চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা। ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকাট মাপ কাঠিতে ।।
একটি ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় তার অনুভুতিগুলোকে, সুপ্তআনন্দ আর স্বপ্নগুলোকে সারাজীবন পড়াশুনা করে চাকরী করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয় টাকা ।।
কিন্তুু এতো কিছু করার পরেও ভাগ্যের নির্মম পরিহাসে কখনো তাদের শেষ জীবনের একমাত্র সঙ্গী বলতে থাকে তার চোখের জল ।।
এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায়, আপন মানুষদের জন্য, বিনিময়ে কিছুই চায় না ।।
তবুও কেউ তাদের ভালবাসাটা বুঝার চেষ্টা করে না, সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কিনা ।।
তাই সকল ছেলেরা শুধু শুধু প্রেম নামক মরীচিকার পেছনে ছুটি সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়ো, কারণ মেয়েরা Smart and Handsome ছেলেদের সাথে প্রেম করতে পছন্দ করে, কিন্তুু বিয়ে করার জন্য টাকাওয়ালা ছেল