20/03/2024
বন্ধুরা কোথায়? কেমন আছিস! ব্যাস্ত অনেক।একটা সময়, এই আড্ডা ছিলো আমাদের ব্যাস্ততা।সময় বদলে গেছে। বয়সে বাড়ছে হুড় হুড় করে।দায়িত্ব এর চাপে আর খোঁজ নিস না।মনে পড়লে তোদের মন কাঁদে আমি জানি।ফিরতে মন যায়, অফসোস হয় আর একটু সময় যদি তোদের সাথে থাকা যেত।এমন হয়তো তোদের নাও অনুভব হতে পারে কারন হয়তো আমি যে কারো বন্ধু হতে পারি নি।
-মৃদু আলো
--২০/০৩/২৪