20/11/2025
👁️🤍 প্রিয় দু’টি নিইয়ামত (চোখ) কেড়ে নিলে সাবর—বদলা শুধু জান্নাত
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন:
“যার দুই প্রিয় জিনিস (তার দু’চোখ) আমি নিয়ে নিই, তারপর সে এ বিষয়ে সাবর করে—আমি তার বদলা জান্নাত ছাড়া কিছুই রাখি না।”
এ হাদিসে সাবরের চরম উদাহরণ—
• দৃষ্টি চলে যাওয়া শুধু শারীরিক নয়, মানসিক বড় ধাক্কা; তবু যে হারাম অভিযোগ, আত্মহত্যা, কুফরি কথা থেকে বেঁচে থাকে—তার জন্য সরাসরি জান্নাতের ওয়াদা।
• চোখের সুস্থতা থাকা অবস্থায় নজর হিফাজত, হারাম দৃশ্য থেকে বাঁচা—এটাও শুকর; কারণ আল্লাহ যে নেয়ামত কেড়ে নিতে পারেন, তা হালাল পথে ব্যবহার করাই কৃতজ্ঞতা।
• এ হুকুম শুধু চোখে সীমাবদ্ধ না; যে বড় কোনো নেয়ামত হারিয়ে সাবর করে, তার জন্যও জান্নাতের বড় আশা—তবে এ হাদিসে চোখের জন্য বিশেষ ফজিলত এসেছে।