20/01/2024
কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল রাখবো মনে আমি,,,!
যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকাল।
তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয়।
তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব। শেঁকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা যায়?
হয়তো চলার পথে দেখা হয়ে যাবে পারবে না তখন ফিরিয়ে নিতে মুখটাকে,
তবে তুমি যাহা চাও, তাই যেনো পাও, আমি যত দুঃখ পাই গো..!
তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।
ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও...!