18/02/2022
তোমাকে না পাওয়ার কষ্টের চেয়ে, পেয়ে হারিয়ে যাওয়ার শোক অনেক তীব্র,,,
তোমাকে পেয়েও হারিয়ে ফেলতে হবে ভাবিনি স্বপ্নেও,,, তোমাকে না হয় বুঝিয়ে রাখবো,,, বলে দিবো তোমাকে আর চাইনা,, বুঝিয়ে দেবো তোমাকে আর মন থেকে চাই না,, বলে দিবো তোমাকে আর ভালোবাসি না,, কিন্তু নিজেকে, নিজেকে কি করে বুঝিয়ে রাখবো???
কি করে নিজের মনকে, নিজেকে বুঝ দিবো তুমি আমার নও,, কি করে মেনে নিবো তোমাকে আমার হারিয়ে ফেলতে হবে,,, না চাইতেও তোমাকে ভূলে থাকতে হবে,,, তোমাকে আর দেখতে পাবো না,, তোমার কথা গুলো মনে পড়লেও তোমাকে বলতে পারবো না,,, পারবো না কখনো তোমাকে নিজের বলতে,,, শত কষ্ট হলে ও তোমার বুকে আর মাথা রাখা হবে না,,, কি করে নিজেকে এতো কিছুর বুঝ দিয়ে বুঝিয়ে রাখবো,,,,,
আফসোস হচ্ছে তোমাকে পেয়েও হারিয়ে ফেলছি,,, পেয়েও তোমাকে হারিয়ে খুব যত্নে হাসি মুখে তোমার সামনে তোমাকেই মিথ্যে বলতে হবে, এখন আর চাই না আমি তোমাকে,,, বলতে হবে তোমাকে দূরে থাকতে আমার থেকে,, যেখানে আমার নিজের মন প্রতি মুহূর্তে তোমাকে কাছে পাবার কথা ভাবছে,,,,তোমাকে প্রচণ্ড করে চাইছে আমার মন,,,,,
কেনো ভালোবাসা গুলো এমন হয়,,,!!!
শুনছি এক তরফা ভালোবাসায়, ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলতে হয়,,, আমরা তো একে অপরকে ভালোবেসে ছিলাম,, তুমি চাইতে আমাকে আর আমি তোমাকে,,,
তাহলে?????
প্রশ্ন নিজেকে নিজে করছি প্রতিনিয়ত,,, উত্তর দেওয়ার মতো নিজেকে আর কোনো ভাষা নেই,,, তোমাকে শুধু নিজের থেকে সরিয়ে দেই নি,,, নিজেকেই নিজের থেকে সরিয়ে ফেলেছি,,, হারিয়ে ফেলেছি জীবন,, সব আশা,,, ভরসা,,, ভালোবাসা,,,,
আধারে ভরে গেছে জীবন,,,
যে অন্ধকার দেখলে ভয় পেতাম,,লুকিয়ে যেতাম তোমার বুকে, সেই আধার নামিয়ে নিয়েছি চিরদিনের জন্য নিজের জীবনে,,,,
এমন এক জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে আমার আওয়াজ শোনার মতো কেউ নেই,, কাউকে বলার মতো কোনো কারণ ও নেই,,, শুধু নিজের ভিতর নিজে তিলে তিলে শেষ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই,,, আমি একা,, একদম একা নিঃস্ব,,,
( চাহাত )