09/07/2025
সুন্দরবনের মতো কিন্তু সুন্দরবন নয় | ঘুরে এলাম রূপসী ম্যানগ্রোভ দেবহাটা, সাতক্ষীরা।
আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সাতক্ষীরার দেবহাটায় অবস্থিত এক অসাধারণ জায়গায় রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।
জায়গাটি দেখতে অনেকটা সুন্দরবনের মতো, কিন্তু এটা আসলে সুন্দরবন নয়! বরং এটি একটি পরিকল্পিত ম্যানগ্রোভ বন, যেখানে কৃত্রিমভাবে গড়ে তোলা হয়েছে সুন্দরবনের মতো পরিবেশ।
সারাদিন আমরা ঘুরে দেখেছি
পাকা পথ, ঝাঁছরা গাছপালা, কেওড়া বন
বিশাল লেকের ধারে নৌকায় ঘোরা
শিশু পার্ক, কাঠের ব্রিজ, ঘোড়ার গাড়ি
ফ্যামিলি পিকনিকের অসাধারণ জায়গা
জায়গাটা পরিষ্কার, নিরিবিলি, আর একদম পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য উপযুক্ত।
আপনাদের জন্য আমি ক্যামেরাবন্দি করেছি রূপসী ম্যানগ্রোভের রূপ চোখের সামনে যেন ছোট্ট একটা সুন্দরবন।
আমার সাথে যুক্ত থাকুন সোশ্যাল মিডিয়ায় :
YouTube :
Facebook : facebook.com/iamtheofficialsa
Instagram : instagram.com/iamtheofficialsa
TikTok : tiktok.com/