
24/04/2025
এই লোকটিকে কেউ চিনে থাকলে দয়া করে একটু যোগাযোগ করুন।
এই লোকটি ২৩-৪-২০২৫ গতকালকে হুলারহাট পিরোজপুর থেকে উক্ত ভিডিওর ইজিবাইকটি (সে ভাড়ায় চালাতো) চুরি করে নিয়ে যায় ।
এই লোকটি এই এলাকায় ভুয়া ঠিকানা এবং নাম দিয়ে তার দুই সন্তান সহ ভাড়ায় বসবাস করত। ২৩ তারিখে তিনি ইজিবাইকে তার ঘরের মালামাল সহ ইজিবাইক নিয়ে চলে যায়। এই লোকটি একটি অনেক বড় প্রতারক এর আগেও নাকি সে অন্য জায়গা থেকে অটো রিক্সা এনে এই এলাকায় বিক্রি করেছে এখন আবার এই এলাকা থেকে অন্য এলাকায় গিয়েও হয়ত একই কাজ করবে।
এই লোকটি সব এলাকায় গিয়ে স্থানীয় লোকজনদের কাছে তার দুই ছেলের দোহাই দিয়ে মিথ্যে নাটক সাজিয়ে প্রতারণা করে থাকে। আপনারা এই লোকটি এবং তার দুই ছেলেকে ভালো করে চিনে রাখুন। আপনারা পিরোজপুর অথবা পিরোজপুরের আশেপাশে কেউ যদি এই লোক অথবা এই ইজি বাইকটি দেখে থাকেন দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করুন
০১৭৩৫৮৭৪২৭৫