Tuva art gallery

Tuva art gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tuva art gallery, Video Creator, Bandariya, Kalema chattor, Pirojpur.

আহ্ সুদান।পুরো বিশ্ব আজ নীরব। কারণ তারা কালো, আফ্রিকান, মুসলিম।তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের রক্তে কারও স্বার্থ নেই।...
31/10/2025

আহ্ সুদান।
পুরো বিশ্ব আজ নীরব।
কারণ তারা কালো, আফ্রিকান, মুসলিম।
তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের রক্তে কারও স্বার্থ নেই।

গতকাল এল ফারিশের এক হাসপাতালে ঢুকে প্রায় ৪৬০ জন নিরীহ মানুষকে হ//ত্যা করা হয়েছে।
আরব আমিরাতের প্রক্সি বাহিনীর হাতে সংঘটিত হয়েছে এই নৃশংস হ//ত্যা//কাণ্ড।
না কোনো সংবাদমাধ্যমের প্রচার,
না কোনো মানবাধিকার সংগঠনের বিবৃতি।
শুধু র/ক্ত, কান্না, আর নীরবতা…......

اللهم انصر إخواننا في السودان 🤲
(হে আল্লাহ, আমাদের সুদানের ভাইদের সাহায্য করুন)😔😔

True 💯🤣😅🥵
31/10/2025

True 💯🤣😅🥵

পৃথিবীটা বড় নি*ষ্ঠু*র পাবনা জেলার ভা*ঙ্গু*রা উপজেলার খানমরিচ ইউনিয়নের  মাদারবাড়ী গ্রামের চ*তুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়...
31/10/2025

পৃথিবীটা বড় নি*ষ্ঠু*র
পাবনা জেলার ভা*ঙ্গু*রা উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ী গ্রামের চ*তুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম (১২) এবং শিশু শ্রেণীর ছাত্র ইসমাইল (৬)

পাঁচ বছর আগে বাবা মারা গেছে। মা মারা গেছে ২২ দিন। ছোট ভাইয়ের দেখাশোনার দায়িত্ব পড়ছে মরিয়মের উপরে। সবাই এই শিশু দুইটা জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌ*ফিক দান করেন আমিন।
এত ছোট ছোট দুটি শিশুর বাবা মা নেই,,, ভাবতেই অনেক ক*ষ্ট লাগে। এই পরিবারটির এখন সাহায্যের অনেক দরকার........😔

তিন দশক পরও সালমান শাহ—রহস্যে ঘেরা বিদায়, অমর এক নায়কের স্মৃতি আজও হৃদয়ে তাজা😔  সালমান শাহ চলে গেছেন তিন দশক আগে, কিন্তু...
31/10/2025

তিন দশক পরও সালমান শাহ—রহস্যে ঘেরা বিদায়, অমর এক নায়কের স্মৃতি আজও হৃদয়ে তাজা😔

সালমান শাহ চলে গেছেন তিন দশক আগে, কিন্তু তার চলে যাওয়া আজও রহস্যে ঘেরা। সেদিন কী ঘটেছিল স্বপ্নের নায়কের বাসায়—আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্ন আজও তাড়া করে বেড়ায় অসংখ্য সালমানভক্তকে।

তার প্রতিটি ছবি, প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের সাক্ষী—যা এখনো চোখ ভিজিয়ে দেয় ভক্তদের।
অমর এই নায়কের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও আত্মার মাগফিরাতের প্রার্থনা❤️।

সন্তানদের জন্য দীর্ঘ এক বছর পর মুরগির মাংস কিনে আনেন ফিলিস্তিনের এক বাবা!সুবহানা রব্বিয়াল আ'লা। মহাপবিত্র আল্লাহ, তিনি ম...
31/10/2025

সন্তানদের জন্য দীর্ঘ এক বছর পর মুরগির মাংস কিনে আনেন ফিলিস্তিনের এক বাবা!

সুবহানা রব্বিয়াল আ'লা।
মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। ❤️‍🩹

চেহারার সৌন্দর্যের চেয়ে ভাগ্যের সৌন্দর্যই আসল,কারণ হাজারো রূপবতীও হেরে যায় এক ভাগ্যবতীর কাছে। ❤️
30/10/2025

চেহারার সৌন্দর্যের চেয়ে ভাগ্যের সৌন্দর্যই আসল,
কারণ হাজারো রূপবতীও হেরে যায় এক ভাগ্যবতীর কাছে। ❤️

টাকা পুরোনো  হলেও সেটাকে আরো যত্ন করা হয় যেন কোন ভাবে চালিয়ে দেয়া যায়। কিন্তু বাবা-মা পুরোনো  হলে অযত্নে অবহেলা করা অথবা...
30/10/2025

টাকা পুরোনো হলেও সেটাকে আরো যত্ন করা হয় যেন কোন ভাবে চালিয়ে দেয়া যায়। কিন্তু বাবা-মা পুরোনো
হলে অযত্নে অবহেলা করা অথবা বোঝা মনে করে এভাবে কোন ধান হ্মেতে রাতের আধারে ফেলে দেয়া হয় 💔

নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক বৃদ্ধ নারীকে
ধান ক্ষেতে ফেলে যায় পরিবারের সদস্যরা।
কান্নার শব্দ শুনে উদ্ধার করে এলাকার কিছু যুবকরা।😔

ইনি সেই জাত অভিনেতা ''রাসেল মাস্টার''। দেখুন সাহেব এর রাজকীয় লাইফ স্টাইল। যিনি 'ইলিশ মাছ' খেতে পারে না টাকার অভবে। পাঙ্গ...
29/10/2025

ইনি সেই জাত অভিনেতা ''রাসেল মাস্টার''। দেখুন সাহেব এর রাজকীয় লাইফ স্টাইল। যিনি 'ইলিশ মাছ' খেতে পারে না টাকার অভবে। পাঙ্গাস খেয়ে ইলিশ এর শখ মিটায়। কিন্তু বুফে খায়। বিয়ের পর বউকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যাইতে পারেনাই টাকার অভাবে! অথচ সিলেট সাদাপাথড় ঘুড়ে বেরাচ্ছে। 🙂🙂🙂🙂

আপনি কি জানেন সুলতান সুলেমান সিরিজে হেতিজা সুলতান চরিত্রে অভিনয় করা তুর্কি বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী সেলমা এরগেচ  একজ...
29/10/2025

আপনি কি জানেন সুলতান সুলেমান সিরিজে হেতিজা সুলতান চরিত্রে অভিনয় করা তুর্কি বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী সেলমা এরগেচ একজন উসমানীয় বংশধর।
তিনি সুলতান দ্বিতীয় মাহমুদ এর বংশধর।

২০২২ সালের জুন মাসে, বুদাপেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছিল।অ্যানিটা আলভারেজ— মেক্সিকান বংশোদ্ভূত এক আমেরিকান আর্টিস্...
29/10/2025

২০২২ সালের জুন মাসে, বুদাপেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছিল।

অ্যানিটা আলভারেজ— মেক্সিকান বংশোদ্ভূত এক আমেরিকান আর্টিস্টিক সাঁতারু— দারুণ নিখুঁত এক রুটিন পারফর্ম করছিলেন।

কিন্তু পারফরম্যান্স শে'ষ হওয়ার পর… তিনি আর জলে ভেসে উঠলেন না।

তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
তাঁর দেহ কয়েক সেকেন্ড ভেসে ছিল, তারপর ধীরে ধীরে ডুবে যেতে লাগল।
ধীরে ধীরে… একেবারে পুলের তলায়।

দর্শকেরা বুঝতেই পারল না। বিচারকরাও না।

কিন্তু তার কোচ, আন্দ্রেয়া ফুয়েন্তেস, বুঝতে পেরেছিলেন।
তিনি অ্যানিটাকে ভালো করে চিনতেন— জানতেন পারফর্মেন্সের পর ওর কত সময় লাগে উপরে ভেসে উঠতে।
তিনি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন— কিছু একটা গড়বড় হচ্ছে।

আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়লেন জলে।
পোশাক পরে, জুতো পায়ে… একটুও চিন্তা না করে।

এই ঘটনাটা আমাকে একটা প্রশ্নে আটকে দিয়েছে…

কে ঝাঁপিয়ে পড়বে তোমার জন্য, যখন তুমি আর নিজে উঠে আসার শক্তি রাখো না?

আর তার থেকেও বড় প্রশ্ন…

তুমি কি এমন একজন কারো জীবনে?
তুমি কি যথেষ্ট খেয়াল রাখো তোমার প্রিয়জনদের,
যেন বুঝে ফেলতে পারো— কখন তারা ভেতরে ভেঙে পড়ছে?
না কি তুমিও শুধু একজন দর্শক, যে হাততালি দিচ্ছে—
আর বুঝতেই পারছে না, তারা ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে?

এই জীবনে, আমাদের প্রয়োজন এমনই একজনের।
আলহামদুলিল্লাহ!

ছবিটি দেখে প্রথম  ভুয়া কিংবা ফটোশপের কাজ বলে মনে হবে৷ ছবিটি কিন্তু আসল। কিছু বছর আগে প্যারিসের জর্জ ভি এভিনিউতে ঘুরতে যা...
28/10/2025

ছবিটি দেখে প্রথম ভুয়া কিংবা ফটোশপের কাজ বলে মনে হবে৷ ছবিটি কিন্তু আসল। কিছু বছর আগে প্যারিসের জর্জ ভি এভিনিউতে ঘুরতে যাওয়া মানুষেরা আমাদের মত অবাক হয়ে গিয়েছিল। বাস্তবে দেখা বিল্ডিং এর আকার এবং আকৃতির সাথে এই বিল্ডিং এর কোনো মিলই নেই। বিকৃত জানালা, অনিয়মিত দেয়াল, অস্পষ্ট আকৃতি।
এটি কোনো স্থাপত্যশৈলি ছিল না৷ তার মানে এই নয় যে এটি অবাস্তব কিংবা ভুয়া। আসলে এটি দেয়ালের ওপর আঁকা একটি ছবি, যা পিয়েরি ডেলাভি ২০০৭ সালে অংকন করেছিলেন।

যখন এই ছবিটি তোলা হয় তখন বিল্ডিংটির নির্মানের কাজ চলছিল৷ তাই এই নির্মানের কাজ সবার থেকে লুকিয়ে রাখতে ডেলাভি এমন একটি প্রিন্টেড ক্যানভাস তৈরি করেন, যা দেখে গলিত বিল্ডিং মনে হচ্ছে৷

এখন আর এই বিল্ডিং এর এমন অবস্থার দেখা পাওয়া যাবে না। কারণ বিল্ডিং টির নির্মানের কাজ শেষ হয়ে গেছে।😳

27/10/2025

Good🙂👏🫣

Address

Bandariya, Kalema Chattor
Pirojpur
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuva art gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category