
17/07/2025
শোক সংবাদ ও প্রতিবেদন
মঠবাড়িয়ায় সহিংসতায় আহত যুবক মুবিনের মৃত্যু
পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর শহরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবক মুবিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকায় মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা যায়, গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় মুবিনের উপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
মুবিন ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে এবং নিউমার্কেট এলাকার বাসিন্দা মোঃ ইদ্রিস আলী মহারাজ সাহেবের ছোট ছেলে।
এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একটি তাজা প্রাণ মতবিরোধে ঝরে যাওয়া আমাদের সকলের জন্যই দুঃখজনক ও বেদনাদায়ক।
সন্তানদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়,
“সব সন্তানদের সন্ধ্যার মধ্যে ঘরে ফেরান। তাদের আদর্শ ও পারিবারিক শিক্ষা দিন। সহিংসতায় যেন আর কোনো মা-বাবাকে সন্তানের লাশ দেখতে না হয়।”
আমরা মুবিনের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
– ‘মঠবাড়িয়া’ প্রতিনিধি