
23/07/2025
আবারো ফিরে এলো সেই Channel One News! গণমাধ্যমের গলা চিপে ধরার যে কালচার তৈরী করেছিল ফ্যাসিস্ট হাসিনা, তার সর্বপ্রথম নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটেছিল চ্যানেলটি বন্ধের মাধ্যমে। আশা করি ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে চ্যানেল ওয়ান আবারও তার হারানো জৌলুস ফিরে পাবে।সত্যনিষ্ঠতার সাথে ন্যায়ের পক্ষে কাজ করে যাবে।
Md Salauddin Talukder Kumar ভাই।