Jony speech

Jony speech ভালো লাগে তাই ভিডিও বানাই

অসময়ে পাশে থাকে ক'জন।

21/10/2025

সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না।

21/10/2025
20/10/2025

যে আড়ালে কাজের বিঘ্ন ঘটায়!

কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বি'ষ তাকে পরিত্যাগ করা উচিত।

20/10/2025

সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষই “ভালো” হতে চায়। তাই জীবনটা সহজ রাখতে শুধু এই দুই অভ্যাস রাখুন—
অন্যকে সাহায্য করা
কারো ক্ষতি না করা
এইটুকুই যথেষ্ট “মানুষ” হতে।

20/10/2025

মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও, কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না।

20/10/2025

কর্ম ছাড়া জীবন শূন্য। কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে!

17/10/2025

এবার HSC পরিক্ষায় যারা পাশ করেছে তারাই প্রকৃত ছাত্র । লেখাপড়া না করে এবার পাশ করার দিন শেষ । এখন থেকে শুরু হচ্ছে হার্ড নিয়মে বাংলাদেশ

আমেরিকার JFK এয়ারপোর্টে ঘটল এক আশ্চর্য ঘটনা। এক বয়স্ক মহিলা জাপান থেকে আগত প্লেন থেকে নামেন। তার পাসপোর্ট দেখে এয়ারপোর্ট...
16/10/2025

আমেরিকার JFK এয়ারপোর্টে ঘটল এক আশ্চর্য ঘটনা।
এক বয়স্ক মহিলা জাপান থেকে আগত প্লেন থেকে নামেন। তার পাসপোর্ট দেখে এয়ারপোর্টে স্টাফ অবাক হয়ে যান। তার দেশের নাম TORENAZA, এই নামের কোন দেশ পৃথিবীর মানচিত্রে নেই।

অথচ তার পাসপোর্ট এ ডজনের উপর দেশ ভ্রমণের সিল আছে যে দেশগুলো পৃথিবীতে অস্তিত্ব নেই।
আরও আশ্চর্যের বিষয় হল, তার পাসপোর্ট এ বায়োমেট্রিক, সিল সব কিছু অরজিনাল।

তাকে যখন সব কিছু বলা হল, তিনি তখন বলেন, আমি মনে হয় অন্য গ্রহে এসেছি।

তাকে একদম স্বাভাবিক ট্রাভেলারের মতই মনে হচ্ছিল। তাই এয়ারপোর্টে স্টাফ তাকে নিয়ে পযবেক্ষন রুমে রাখা হল। তিনি সেখানে ৩০ মিনিট বসে ছিলেন, হঠাত সি সি ক্যামেরা গুলো অচল হয়ে গেল। তাকে আর সেখেনে দেখা গেল না।

# সংগৃহীত

16/10/2025

যোগ্যতা কম হোক, অর্থ কম থাকুক, কিন্তু তোমার কথা, তোমার আচরণ, ব্যবহার, মানসিকতা এগুলো যেন সুন্দর হয়। speech

13/10/2025

তাকদিরে যা নেই তা হিরা হলেও হারিয়ে যাবে,‌ আর যা লেখা আছে, তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে!

13/10/2025

তেল দিতে জানিনা বলে, মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক, কোনটাই ভালো থাকেন আমার...

12/10/2025

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন!

Address

Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jony speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category