
13/04/2025
মাত্র কয়েক বছর আগেও মোজোকে কেউ গোনায় ধরত না। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই মোজো, যেটার দাম ধাপে ধাপে বেড়ে এখন ১১০ টাকা হয়ে গেছে।
বিদেশি পণ্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কটের ঢেউ উঠতেই, লোকাল ব্র্যান্ড হিসেবে মোজোকে মানুষ প্রমোট করতে শুরু করল। আর তখনই তারা কী করল? সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিল।
তার ওপর আবার বোতলে একটা পতাকা সেঁটে পুরো ইমোশনাল মার্কেটিং চালিয়ে দিল।
লোকাল ব্র্যান্ড হয়েও অপ্রয়োজনে দাম বাড়ানো হয়েছে। যদি এটা বন্ধ না করে, তাহলে আমাদের উচিত মোজোকেও বয়কট করা।
পিপাসা লাগলে? পানি খান। দরকার হলে ৬ টাকার একটা ওরাল স্যালাইন মিশিয়ে নিন—অনেক ভালো, আর হাজার গুণ বেশি রিফ্রেশিং।