কিছু কথোপকথন

কিছু কথোপকথন WRITER

09/01/2024

আশা ছেড়ে দিলে আমি হেড়ে জাবো।
ধৈর্য ধরলে কোনো একদিন ফিরে পাবো!

20/11/2023
13/11/2023

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে,তা তার সদকা হিসাবে গণ্য হয়।”

[সহীহ বুখারী-৫৩৫১]

05/08/2023

কপি করে দেখান খুব সুন্দর ❤️💞⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⡀
⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠇⠀⠀⠀⠀⠀⠀⣿⡄
⠀⠀⠀⠀⠠⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⡀⠤⠂⠀⠀⢻⡟⠄
⠀⠀⠀⠀⠀⠁⠀⠀⢀⡠⠤⠒⢈⠁⡀⠀⣄⠠⠄⢸⣇
⠀⠀⠀⠀⠀⠀⠀⠈⠀⠀⠐⡇⢸⡀⡇⠀⠀⠃⠀⠀⣿
⠀⠀⠀⠀⠠⡗⠀⠀⠀⠀⠀⠙⢃⠉⠁⠀⠀⡀⠀⠀⢻⡆
⠀⠀⠀⠐⠁⠀⢀⡄⠀⠀⠀⠀⣾⡇⠀⠀⢸⣷⡄⠀⠸⣇
⠀⠀⠀⠀⠀⣰⢿⠁⠀⠀⠀⠀⢸⡇⠀⠀⠘⣿⠀⠀⠀⣿
⠈⠀⠀⠀⢀⡏⡾⠀⠀⠐⠀⠀⢸⣧⠀⡥⠀⢻⡇⠐⠀⢹⡆
⠇⠀⠐⠀⣸⠀⣇⠀⠀⠘⠀⠀⡸⣿⡀⠀⠀⠈⣿⠀⠀⢸⡇
⠸⡀⠀⢠⡇⠀⣿⣆⡀⠀⣀⣴⠇⢹⣷⣤⣤⣤⠇⠀⠀⠈⡇
⠀⠹⢶⠟⠀⠀⠘⠿⣿⡿⠟⠁⠀⠀⠙⠛⠛⠉⠀⠀⠀⠀⠃

13/07/2023

চিন্তা থেকে হেফাজতের দু’আ

حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ

হাসবিয়্যাল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুওয়া রাব্বুল আরশিল আযীম।

আল্লাহ্ই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা’বুদ নেই, তাঁর প্রতি ভরসা করেছি, তিনি মহান আরশের অধিপতি।

আবু দাঊদ

হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সাতবারঃ
"حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ"

সত্য দিলে (অর্থাৎ আখিরাতের প্রতি একিন রাখিয়া) বলিবে, অথবা ফজিলতের প্রতি একিন ছাড়া এমনিই বলিবে, আল্লাহ্‌ তায়ালা তাহাকে (দুনিয়া আখিরাতের) সমস্ত চিন্তা হইতে হেফাজত করিবেন।

অর্থঃ ’আমার জন্য আল্লাহ্‌ তায়ালাই যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা’বুদ নাই, তাহারই উপর আমি ভরসা করিলাম, তিনিই আরশে আজীমের মালিক’ (আবু দাঊদ)

10/07/2023

নবী করিম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

'তোমরা তোমাদের ধনসম্পদ দিয়ে মানুষ কে বেষ্টন করতে পারবে না,কিন্তু তোমাদের চেহারার প্রশস্ততা আর সুন্দর চরিত্র তাদের বেষ্টন করতে পারে। '

আত-তারগিব ওয়াত তারহিব:২৬১৬

15/11/2022

••যে ব্যক্তি.......
হাউযে কাওসার থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপা′সিত হবে না [ সহীহ্ বোখারী _ইফা_৬১৩০]•••
সুবহানাল্লাহ 💖

13/11/2022

💜 আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কালো জিরা ‘সাম’ ছাড়া যাবতীয় রোগের ঔষধ। আর ‘সাম’ অর্থ হল মৃত্যু ৷

[সহিহ বুখারীঃ ৫৬৮৮, (ই-ফা) ]

02/11/2022

" নিজের পাপ কখনো প্রকাশ করবেন না।"
পাপ করেছেন গোপন রাখুন, আল্লাহ মাফ করবেন, ইন-শা-আল্লাহ!!
★ রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যাতীত।

[সহীহ বুখারী, হাদীস নং : ৬০৬৯]

Address

Pirojpur

Telephone

+8801867640495

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিছু কথোপকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share