Md Sohail Ahmed

Md Sohail Ahmed I am a professional digital Marketer expert. I have been working successfully for 5 years. I've accepted online work as a hobby and profession.

My main resource is efficiency and honesty. I have a highly skilled team provides highly satisfying service.

23/12/2023
সম্মানজনক ট্রিপল এ (AAA) রেটিং পেলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স।ব্যবসায় ধারাবাহিক সফলতার জন্য সম্মানজনক ট্রিপল এ (AAA) রেটি...
02/08/2023

সম্মানজনক ট্রিপল এ (AAA) রেটিং পেলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

ব্যবসায় ধারাবাহিক সফলতার জন্য সম্মানজনক ট্রিপল এ (AAA) রেটিং পেয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। গত বছরের ৩১শে ডিসেম্বর'২০২২ পর্যন্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রাসঙ্গিক গুণগত ও সংখ্যাবাচক নিরীক্ষার ভিত্তিতে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
এতে দীর্ঘ মেয়াদ রেটিংয়ে ট্রিপল এ (AAA) এবং স্বল্প মেয়াদ রেটিংয়ে এসটি-১ (ST-1) অর্জন করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এই অর্জন দেশের বীমা শিল্পে ইতিবাচক প্রভাব রাখবে।

এ বিষয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান বলেন, এই অর্জন দেশের বীমা শিল্পের জন্য একটি অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, চতুর্থ প্রজন্মের প্রতিষ্ঠান হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পূর্ণ শরীয়াহ ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করে জীবন বীমা শিল্পে একটি ব্যতিক্রমী পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

মীর রাশেদ বিন আমান উল্লেখ করেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স উদ্ভাবনী সব প্রকল্পের মাধ্যমে, সর্বাধিক জবাবদিহিতা ও সর্বাধুনিক ডিজিটাল সেবা দিয়ে দেশব্যাপী পরিচালিত শাখা সমূহের মাধমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, সোনালী লাইফ এর এই সাফল্যের মধ্যে রয়েছে বীমা দাবী পূরণের ক্ষেত্রে তার অঙ্গিকার কঠিন ভাবে বাস্তবায়ন। সোনালী লাইফ মাত্র ০৭ (সাত) দিনের মধ্যেই মৃত্যুদাবি এবং নির্দিষ্ট তারিখেই বীমা দাবী পরিশোধে বদ্ধ পরিকর যা এই কোম্পানীর প্রতি মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে।

💠 অসাধারণ একটা পোস্ট যা আপনাকে চেঞ্জ করার জন্য যথেষ্ট 🥰👉"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি প...
12/08/2022

💠 অসাধারণ একটা পোস্ট যা আপনাকে চেঞ্জ করার জন্য যথেষ্ট 🥰

👉"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

👉"আমার দ্বারা সম্ভব নয়"-> আপনি তাই যা আপনি মনেপ্রানে চেষ্টা করেন... আপনি তাই পারেন যা আপনি আসলেই চান?

👉 আমার"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটাই তো এখনো করেন নাই... দেখলেন যে শেষ বলছেন?।

👉"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

👉"আমার কোনও সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়ে ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে?আপনি আপনাকেই সাহায্য করছেন না কেন?

👉"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

👉"অনেক টাকার দরকার"-> টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকাই সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যাই না!

👉"আমার চেহারা খারাপ"-> চেহারা না হলে সফল হওয়া যাবে না- এমন কথা কোথাই পেলেন?

👉"আমার কপালই খারাপ"-> কোন আয়নাই দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

👉"আমি হতাশাই ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে।

তাহলে আবার শুরু থেকেই শুরু করুন।
বিগত দিনের ভুলগুলোকে শুধরিয়ে!!!

চলুন, শুরু করা যাক, নতুন ভাবে পথচলা....

06/08/2022
Fb Cover Page size
06/08/2022

Fb Cover Page size

06/08/2022

Address

BOYRA PORANPUR
Poranpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohail Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sohail Ahmed:

Share