Al-Quran Shikkha.Com

Al-Quran Shikkha.Com A Marketing Agency with a mass of marketer.

06/01/2025

আমি মেজর ডালিম বলছি -২

05/01/2025

আমি মেজর ডালিম বলছি ❤️

The Holy Quran Learning With Tajweedআল-কুরআন শিক্ষা কোর্স।অনলাইনে  ৩০টি লাইভ ক্লাস করার মাধ্যমে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভ...
09/02/2023

The Holy Quran Learning With Tajweed
আল-কুরআন শিক্ষা কোর্স।
অনলাইনে ৩০টি লাইভ ক্লাস করার মাধ্যমে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখুন।
যে কোর্সটির আমরা নামকরণ করেছি-
30 Steps To Heaven: জান্নাতের দিকে ৩০টি ধাপ।
কেন আল-কুরআন সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করা শিখবেন?
আল্লাহ তায়ালা বলেনঃ আর তোমরা স্পষ্টভাবে এবং ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করো। সূরাহ- মুযযাম্মিল-০৪
রাসুলুল্লাহ সাঃ বলেনঃ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। (সুনানে- আবু দাঊদ-১৪৫২,সুনানে তিরমিজি-২৯০৭)
রাসুলুল্লাহ সাঃ আরেক হাদিসে বর্ণনা করেনঃ কিছু ব্যক্তি কুরআন তেলাওয়াত করে আর কুরআন তাদের প্রতি অভিশাপ প্রদান করেন। জনৈক সাহাবী জিজ্ঞাসা করেন- ইয়া রাসুলুল্লাহ সাঃ, কেন কুরআন তার পাঠকের প্রতি অভিশাপ প্রদান করেন?
তিনি জবাবে বলেন- কারন তারা যা পাঠ করে তা ভুল (অশুদ্ধ)। (সুনানে আবু দাউদ)
তাই তাজভিদের সহিত কুরআন শিক্ষার বিকল্প নেই।
তাই নিজে কুরআন শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তান কে কুরআন শিক্ষা দিন।
তাই ৫০% ছাড়ে মাত্র ১০৫০/- টাকার বিনিময়ে আজই ভর্তি হয়ে নিন।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/R2KgKPQvnvtNLBCw9

09/02/2023

কোন কোন বিষয় হিফজকে বাধাগ্রস্ত করে??

১) গুনাহ

২) অতিরিক্ত দুনিয়া কেন্দ্রিক হওয়া

৩) অহংকার

৪) তাড়াহুড়া করা

৫) লেগে থাকার ব্যাপারে দৃঢ় না হওয়া

৬) রিভিশান দেয়ার ব্যাপারে গাফিলতি করা

৭) বিভিন্ন ওয়াসওয়াসাকে আমল দেয়া (এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করতে হবে এবং ইস্তিয়াজা করতে হবে)

[সংগৃহীতঃ المساعد لحفظ القرأن الكريم]

26/12/2022

একজন না দুইজন না। ২৬ হাজার নারী এবার প্রাইমারিতে নিয়োগ পেতে যাচ্ছে।
কথিত মহীয়সী বেগম রোকেয়া আজ ঘরে ঘরে।
আপনাদের কাছে এগুলা স্বাভাবিক। প্রাণবন্ত। মনে হতে পারে।
সামান্য স্যালারী আর পেনশনের লোভ যাদের ঘরে আটকে রাখতে পারেনি।
দা-জ্জালের আগমনে যখন এক ফোটা পানিও পাওয়া যাবে না। তখন তারা ঘরে বসে তাহাজ্জুদ পড়বে তাই না?
আপনারা ভাবছেন নারীরা ঘর থেকে বের হয়েছে স্বাভাবিক কিছু?

এ-ই ২৬ হাজার নারীর বদলে পুরুষ যদি চাকরিটা পেতো। ২৬ হাজার মেয়ের বিয়ে হত। ২৬ হাজার পরিবারের দায়িত্ব কাধে নিত।
এ-ই ২৬ হাজার রোকেয়ারা কিন্তু কোনো বেকারের দায়িত্ব নিবে না।
এখানে দেখবেন হাজার হাজার হিজাবী যুক্তির মারপ্যাঁচ দিয়ে হযরত খাদীজা হয়ে যাবে৷
আমি আপনাদের একটা নসীহত করবো। ভুলেও চাকরিজীবী মেয়ে বিয়ে করবেন না যতোই ধার্মিক হোক।

আর বিয়ে করবেন এ-ই যুগে কাকে?
নারীরা স্বামীর আনুগত্যের বিপরীতে চাকরির আনুগত্য টা মানে বেশি।
সংসারের উপযোগী মেয়ে পাবেন না এখন। এটা রেয়ার।
শৃঙ্খল ভেঙে বেরিয়ে গেছে যারা। তাদের নিয়ে ভেবেও লাভ নেই।

22/12/2022
17/12/2022

একজন পুরুষ ধ্বংসের মূল কারণ আটটি ৷

১.নেশায় আসক্তি (সিগারেট,মদ-জোয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না" ৷
-সূরা নিসা (২৯)

২.কাচাঁ হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা ৷
-(মুসলিম ২০৭৭)

৩. পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা ৷
- (ইবনে মাজাহ: ৩৫৯৫ ,
আবু দাউদ: ৪০৫৭)

৪.যেসব পুরুষ নারীদের সাজগোছ অনুকরণ করে ৷
নাক কান ফোড়ানো
অথাৎ মহিলাদের চাল-চলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূলের অভিশাপ ৷
-(আবু দাউদ : ৪০৯৭,
ইবনে মাজাহ : ১৯০৪)

৫. সিল্কের জামা পরিধান করা ৷
-(নাসিয়া : ৫১৪৪)

৬. পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম ৷
রাসুল (সাঃ) বলেছেন ,
"এটা জাহান্নামি পুরুষদের লক্ষণ"
- ( আবু দাউদ : ৩১৪০)

৭. "ইচ্ছাকৃত ভাবে জামাতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায়ে অলসতা" ৷
কেননা ,
"যে ইচ্ছাকৃত ভাবে সালাত ছেড়ে দিল সে কাফিরের কাজ করল" ৷
-(মুসলিম : ৮২
তিরমিজি : ২৬১৯ )

৮. দৃষ্টি সংযত রাখতে না পারা ৷
(পর্ণোগ্রাফি , গান -বাজনা শোনা কিংবা সিনেমা দেখার মত হারাম কাজে লিপ্ত থাকা)

وَلا تَقفُ ما لَيسَ لَكَ بِهِ عِلمٌ إِنَّ السَّمعَ وَالبَصَرَ وَالفُؤادَ كُلُّ أُولئِكَ كانَ عَنهُ مَسئولًا
"নিশ্চয়ই কান ,চোখ ও অন্তকর্ণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে" ৷
-(সূরা বনী ইসরাইল :৩৬)

📣 🔻 কোরআন শিক্ষা কোর্স ।নিজে কুরআন শিক্ষা করা ও আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। রাসূল (সা.) বলেছেন, যেই দেহের...
07/12/2022

📣 🔻 কোরআন শিক্ষা কোর্স ।

নিজে কুরআন শিক্ষা করা ও আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব।
রাসূল (সা.) বলেছেন, যেই দেহের মধ্যে আল -কুরআনের কোন শিক্ষা নেই,সেই দেহটা হচ্ছে উজাড় বাড়ীর মত। (সূনান আত-তিরমিযি)

🟢জীবন/সময় স্রষ্টার দেওয়া সেরা উপহার, তিনাকে জানার জন্য সময় ব্যায় করুন।
🟢এখন না ,সময় নাই? ...কখনোই এমন দিন আসবে না,
যেদিন আপনার অনেক সময় থাকবে।

🟢 প্রতিটি ব্যাচের শিক্ষার্থী সংখ্যা ১০ জন ।
🟢 পুরুষ/মহিলা ও ছোট বাচ্চা সবার জন্য আলাদা ব্যাচ আছে।
🟢 মহিলা শিক্ষার্থীদের ক্লাস মহিলা শিক্ষিকা নিবেন।

ℹ কোর্স বিবরণ
🔴৩০ টি ক্লাস হবে ও সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
🔴প্রতিটি অধ্যায় শেষে ক্লাস টেস্ট থাকবে ও ক্লাস নোট দেওয়া হবে ।
🔴কায়দা শেষে পরীক্ষা নেওয়া হবে
🔴ক্লাস গুলো লাইভ হবে ও শিক্ষার্থীদের ক্লাসে পড়া জিজ্ঞাসা হবে।
🔴ক্লাসের সময় ৭০ মিনিট
🔴ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে।
🔴একদম বেসিক থেকে শুরু করা হবে। (আলিফ ,বা )
🔴অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হবে।
🔴কোর্স ফি ৫৫০ টাকা (এককালীন )।

✅ আমরা মানসম্মত শিক্ষা প্রদানে বদ্ধপরিকর।
আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা আমাদের শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি মানসম্মত শিক্ষা কোন বিষয়কে সহজে ও দ্রুত শিখতে সাহায্য করে।

✅আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে সরাসরি লেভেল ২ বা ৩ তে জয়েন হতে পারবেন ইনশা'আল্লাহ।
লেভেল ২ এবং ৩ তে যা যা থাকছে?

অনলাইন হিফজ যাত্রা। এ কোর্সেও বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
কুরআন মুখস্থকারী জান্নাতে বিশেষ মর্যাদার অধিকারী হবে। বলা হবে কুরআন পাঠ করতে থাকো এবং জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো। যে আয়াতে তোমার পাঠ সমাপ্ত হবে সেখানেই তোমার স্থান। [তিরমিযী : ২৯১৪, আবূ দাউদ : ১৪৬৪]

তাই এখনি সময় জান্নাতে নিজের মর্যাদা বৃদ্ধি করার। আপনার কাজকে সহজ করতে আল-কুরআন শিক্ষা ফাউন্ডেশন চালু করেছে ‘হিফজ যাত্রা’ নামক এক বিশেষ কোর্স।

কোর্সের বিবরণ:
 কোর্সটি সাধারণ ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরী।
 সহজে মুখস্থ করার টেকনিকসহ গুরুত্বপূর্ণ গাইড লাইন প্রদান।
 ক্লাসের ধরণ: অনলাইন(জুম)
 সিলেবাস- আমপারা (৩৭টি সুরা)
 সাপ্তাহে ৩ টি ক্লাস (সোম, বুধ, শুক্র)(বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোন নির্দিষ্ট সময়ে পড়া (সবক,সাত সবক, আমুক্তা) দেওয়ার ও মশ্ক করার সুযোগ থাকবে
 প্রতি ব্যাচে ছাত্র সংখ্যা- ১০-১৫ জন
 মাসিক ফি-৫৫০ /-

যোগ্যতা:
 সহীহ কুরআন পড়া জানতে হবে।
 অনলাইনে ক্লাস করার সুযোগ সুবিধা থাকতে হবে।

কম্বো কোর্সঃ
দুটি কোর্স একত্রে করতে চাইলে ৭০% ছাড়ে এককালীন ২৫০০/- টাকায় করতে পারবেন।
যোগযোগ :
কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র
মোবাইল-০১৮১৩-৬১ ৬২ ৭৭
হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৩২৩- ২৮ ৩২ ৩৭

✅ বয়সের ভিত্তিতে ব্যাচ গুলো আলাদা।
১. ৫-৮ বাচ্চাদের জন্য কোর্সটি ৫ মাসের।
২. ৮-১৩ বছরের বাচ্চাদের জন্য কোর্সটি ৫ মাসের।
৩. বয়স ১৫+ সবার জন্য কোর্সটি ৩ মাসের।
💬 বিস্তারিত জানতে ম্যাসেজ করুন..

07/12/2022

৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ-

১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা।
২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা।
৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা।
৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া।
৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা।
৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা।
৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা।
১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
১১. সালাতুল দোহা আদায় করা।
১২. সময়মতো ফযর, যোহর, আছর,
মাগরিব ও এশার নামাজ আদায় করা।
১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা।
১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা।
১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা।
১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা।
১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা।
১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও
সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা।
১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া।
২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আ-মীন

05/12/2022

১১ জন প্লেয়ারের নাম মুখস্ত -
কিন্তু ১১ জন নবী বা সাহাবীর নাম বলতে পারবে না ধরলে...!!

অথচ সে আবার মু'স'লি'ম...😔

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Al-Quran Shikkha.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Quran Shikkha.Com:

Share