
01/08/2025
প্রতিটি সন্তানের দুইটা চোখ থাকে একটা হচ্ছে তার বাবা আর একটা চোখ হচ্ছে তার মা। আমার আব্বা মারা গেছে।আমার একটা চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে।আমার অসহায় বিধবা মা এই ঝরবাদোলের রাতে অন্ধকার বাড়িতে একা শুয়ে আছে।
আল্লাহ পাক সে মানুষগুলোকে কোনদিনও ক্ষমা করবে না জাদের জন্য আজকে আমার মা অন্ধকার ঘরে গুমরে গুমড়ে কাঁদছে।কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কখনো!আমার মা সারা জীবন নিঃস্বার্থভাবে নিজের শখ আহ্লাদ ইচ্ছে সব কিছু বিসর্জন দিয়ে সবার জন্য করে গেছে আর বিনিময় অপমান আর অবহেলা ছাড়া কিছুই পায়নি।আমি তার অকৃতজ্ঞ সন্তান তার জন্য কিছুই করতে পারিনি!!
আল্লাহ পাক সহায় হোক। সকোল বাবা মাকে ভালো রাখুক।