Shabbir Khan

Shabbir Khan welcome to the official page of Shabbir Khan on Facebook. Follow this Page and invite your friends.

16/09/2025

বৃষ্টির দিনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হলাম।

15/09/2025

বিপদ যতই বড় হোক না কেন? সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

আজ তোমার বিয়ে! তোমার আলো ভর্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে প্রতিদিন ই আসি, এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আম...
12/09/2025

আজ তোমার বিয়ে! তোমার আলো ভর্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে প্রতিদিন ই আসি, এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আমাকে দেখার জন্য। আজকেও একই ভাবে দাঁড়িয়ে আছি, শুধু বারান্দায় তোমার দেখা নাই! তুমি বোধহয় রেডি হচ্ছো, অন্য কারো বউ হওয়ার জন্য! তোমার বিয়ে উপলক্ষে পুরো বাড়ি ভর্তি আলো, অন্ধকারে শুধুই আমি!

এমন প্ল্যান তো আমাদের ও ছিলো,না? প্ল্যান প্ল্যানের জায়গায় রয়ে গেলো, শুধু তুমি অন্যের হয়ে যাচ্ছো!
আমার গায়ে এই মুহুর্তে যেই টিশার্ট, এটা তোমার দেওয়া। প্যান্ট টাও তোমার চয়েসে কিনা,ওয়ালেট টাও তোমার গিফট দেওয়া। তোমার দেওয়া এইসব নিয়ে তোমার বিয়ে দেখতে আসছি!

বলে কয়ে নাকি বিদায় হয়না, কিন্তু আমাদের হলো! একসাথে রেস্টুরেন্টে গেলাম,খেলাম। তোমার চোখ ভিজলো, আমি না দেখার ভান করে রইলাম। আমার মন খারাপ আর দেখালাম না। ছেলেদের স্ট্রং থাকা লাগে, আমি সেইটাই মনে রাখলাম। তোমার হাত ধরলাম, সেই চিরচেনা হাত। শেষ বারের মতো। আমি জানি এই মানুষ টা কে আমি আর দেখবো না,এটাই শেষ! বলে কয়ে বিদায় নিলাম, প্রিয় মানুষ টা কে বিদায় দেওয়ার মতো কষ্ট আর কিছুতেই নাই।

আমার আর আসার কথা না,তবুও আমি আসলাম। তোমাকে বউয়ের সাজে দেখতে কি যে সুন্দর লাগবে সেটা দেখতেই আসছি। আমি জানি আমাদের দেখা হবেনা, শুধু শুধু মনের ভেতর ঝড় বাড়ানোর কি দরকার বলো?

সব ই ঠিকঠাক আছে দেখছো? তুমি বউ সাজতেছো,আমি তোমার বিয়ে দেখতে আসছি। শুধু মাঝখানে আমাদের কতো প্ল্যান সব নষ্ট হয়ে গেলো, 'সুন্দর স্মৃতি' গুলা এখন 'কষ্টের স্মৃতি' হয়ে গেলো! তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাবো না, কিন্তু আমি নিজেকে হারাবো! 'নিজেকে হারানোর' মতো কষ্ট আর কি আছে? মানুষ ভিতরে ভিতরে শেষ হয়ে গেলে তার জীবনে আর কিছুই থাকেনা!

তোমাকে বিদায় দিয়ে আসার পরেও বিশ্বাস হচ্ছিল্প না আমাদের আর দেখা হবেনা! আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি! আসলেই এরপর আর তোমাকে দেখা হলো না!

মারজুক রাসেল কে মনে পড়তেছে খুব! 'তোমার এলাকা ছাইড়া যাচ্ছি! তোমার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক,আমি অনেক কিছু ছাইড়া আসার লোক!'

আমি বলতেছি আরকি 'আমি ঠিক আছি!'
আমি আসলে ঠিক নাই! আমি শেষ! ভিতরে ভিতরে শেষ! তোমাকে ছাড়া ভালো নাই!

12/09/2025

ইয়া মাবুদ! এত খারাপ সময়েও আপনার প্রতি ধৈর্য রাখার তৌফিক দান করুন- আমিন

বগুড়ার আরো একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাস্তা।কোথায় এটা কে বলতে পারবেন?
11/09/2025

বগুড়ার আরো একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাস্তা।
কোথায় এটা কে বলতে পারবেন?

11/09/2025

আল্লাহ আপনি আমাকে আরো ধৈর্যশীল করুন,আমি যেন আরো নিরব হতে চাই।

10/09/2025

আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম নেয়।😊

10/09/2025

খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও, আল্লাহর দরজা কখনো বন্ধ হয়ে যায়না।

09/09/2025

একটা Showoff দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তাহলে আমি এই showoff ১০০ বার করব!

09/09/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো!!❤

09/09/2025

জীবনটা বই এর পাতার মতই, যতই উল্টাবিন ততোই নতুন কিছু শিখবেন।

08/09/2025

আমার নিজের প্রতি পুরো বিশ্বাস আছে! আমি যেটা ভেবেছি সেটা একদিন করে দেখাবো।

Address

Shibganj
Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when Shabbir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabbir Khan:

Share

Category