Shabbir Khan

Shabbir Khan welcome to the official page of Shabbir Khan on Facebook. Follow this Page and invite your friends.

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদী হ/ত্যা/র বিচারের দাবিতে বগুড়ার সাত...
07/01/2026

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদী হ/ত্যা/র বিচারের দাবিতে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে..!


বহুকাল হয়ে যায় নতুন বইয়ের ঘ্রান নেওয়া হয় না! 💔
02/01/2026

বহুকাল হয়ে যায় নতুন বইয়ের ঘ্রান নেওয়া হয় না! 💔

31/12/2025

✨কেউ একজন আসুক✨

কেউ একজন আসুক
আমার জীবনে,
যে আমার না বলা কথা গুলোও
বুঝবে খুব নিরবে।

আমার চোখের দিকে তাকালেই
বুজে যাবে আমার
নিরবতার ভাষা।

কেউ একজন আসুক
একটু দেরিতেই আসুক,
শুধু আমার হয়ে আসুক
শুধু আমার হয়েই আসুক!

কেউ একজন আসুক
আমার পৃথিবী হয়ে,
সেই পৃথিবীর একমাত্র
উপগ্রহ হব আমি।

কেউ একজন আসুক
আমার দুটি চোখের আলো হয়ে,
আমি তার চোখেই খুঁজে নিব
আমার অভয়ারণ্য।

কেউ একজন আসুক
শুধু আমার হয়েই আসুক!!!

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়  তুমি আমার অহংকার। 🇧🇩
17/12/2025

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। 🇧🇩

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। সুদীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধে সীমাহীন ত্যাগ, বীরত্...
16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। সুদীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধে সীমাহীন ত্যাগ, বীরত্ব এবং লাখো শহীদের আত্মত্যাগে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় মহান বিজয়। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা –বোন যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

গ্রামগঞ্জ ঘুরেই দেখি মানুষের হাসি কান্না চাহিদার আর কষ্ট।
28/11/2025

গ্রামগঞ্জ ঘুরেই দেখি মানুষের হাসি কান্না চাহিদার আর কষ্ট।

বই পড়ে শিখলাম একের ভিতর সব! বিপদে পড়ে দেখলাম টাকার ভিতরেই সব।'পতিতালয় থেকে সচিবালয়' মন্ত্রিসভার চেয়ার বা প্রেমিকার ...
29/10/2025

বই পড়ে শিখলাম একের ভিতর সব!
বিপদে পড়ে দেখলাম টাকার ভিতরেই সব।

'পতিতালয় থেকে সচিবালয়' মন্ত্রিসভার চেয়ার বা প্রেমিকার রঙ্গিন ঠোঁট দুটোই তোমাকে খুঁজে নিবে যখন পকেটে থাকে নোট। তাইতো গুরুজনেরা বলেছে জ্ঞানী হও,আমি বলি আগে ধনী হও।কারণ, ওই যে বললাম! ৪টাকার চা আর ৫ টাকার সিগারেটে দেশে গণতন্ত্র বিক্রি হয়।

তাই আমিও এখন ভালো-মন্দ বুঝতে শিখেছি কাকা, মানুষের সহজ উপায় হচ্ছে টাকা, টাকা! পয়সা! লাফা'ঙ্গা।

Good morning 💚
29/10/2025

Good morning 💚

সত্যি কথা বলতে কী — এটা বাংলাদেশ।এখানে এক ইস্যু দিয়ে আরেক ইস্যুকে দমিয়ে ফেলা হয়।একটু মনে করো,কিছুদিন আগেই কেউ কুরআন অবমা...
27/10/2025

সত্যি কথা বলতে কী — এটা বাংলাদেশ।
এখানে এক ইস্যু দিয়ে আরেক ইস্যুকে দমিয়ে ফেলা হয়।

একটু মনে করো,
কিছুদিন আগেই কেউ কুরআন অবমাননা করেছিল।
দেশ জুড়ে তোলপাড় শুরু হলো।
তারপর আসলো নতুন ইস্যু —
আবু তোহা মুহাম্মদ আদনান হুজুরের পারিবারিক বিষয় নিয়ে।
আলোচনা-সমালোচনায় দেশ সরগরম হয়ে উঠল।

এমন সময়,
আমাদের এক বোন ধ'র্ষণের শিকার হলো।
দেশ আবার উত্তাল।
তারই মাঝে গাজীপুরের এক ইমাম সাহেব নিখোঁজ হয়ে গেলেন।
এরপর আবার নতুন খবর,
আরেকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনের ওপর ভয়াবহ নি"র্যাতন।

যখন সেই ইমাম সাহেবকে পাওয়া গেল,
পুরো দেশের দৃষ্টি আবার ঘুরে গেল নতুন দিকে।
এবার ইস্যু উঠল —
“ই'সক'ন হটাও, দেশ বাঁচাও।”

একবার লক্ষ্য করো,
যে ১৩ বছরের মাদ্রাসাছাত্রী ধ'র্ষণের শিকার হয়েছিল,
যে ঘটনায় দেশ কেঁপে উঠেছিল —
সেই ঘটনাটা এখন কারো মুখে নেই। সবাই ব্যস্ত নতুন ইস্যুতে,
পুরনো ব্যথা হারিয়ে যায় নতুন চিৎকারের নিচে।
#সংগৃহীত

Address

Shibganj
Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when Shabbir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabbir Khan:

Share

Category