Shabbir Khan

Shabbir Khan welcome to the official page of Shabbir Khan on Facebook. Follow this Page and invite your friends.

বই পড়ে শিখলাম একের ভিতর সব! বিপদে পড়ে দেখলাম টাকার ভিতরেই সব।'পতিতালয় থেকে সচিবালয়' মন্ত্রিসভার চেয়ার বা প্রেমিকার ...
27/10/2025

বই পড়ে শিখলাম একের ভিতর সব!
বিপদে পড়ে দেখলাম টাকার ভিতরেই সব।

'পতিতালয় থেকে সচিবালয়' মন্ত্রিসভার চেয়ার বা প্রেমিকার রঙ্গিন ঠোঁট দুটোই তোমাকে খুঁজে নিবে যখন পকেটে থাকে নোট। তাইতো গুরুজনেরা বলেছে জ্ঞানী হও,আমি বলি আগে ধনী হও।কারণ, ওই যে বললাম! ৪টাকার চা আর ৫ টাকার সিগারেটে দেশে গণতন্ত্র বিক্রি হয়।

তাই আমিও এখন ভালো-মন্দ বুঝতে শিখেছি কাকা, মানুষের সহজ উপায় হচ্ছে টাকা, টাকা! পয়সা! লাফা'ঙ্গা।

সত্যি কথা বলতে কী — এটা বাংলাদেশ।এখানে এক ইস্যু দিয়ে আরেক ইস্যুকে দমিয়ে ফেলা হয়।একটু মনে করো,কিছুদিন আগেই কেউ কুরআন অবমা...
27/10/2025

সত্যি কথা বলতে কী — এটা বাংলাদেশ।
এখানে এক ইস্যু দিয়ে আরেক ইস্যুকে দমিয়ে ফেলা হয়।

একটু মনে করো,
কিছুদিন আগেই কেউ কুরআন অবমাননা করেছিল।
দেশ জুড়ে তোলপাড় শুরু হলো।
তারপর আসলো নতুন ইস্যু —
আবু তোহা মুহাম্মদ আদনান হুজুরের পারিবারিক বিষয় নিয়ে।
আলোচনা-সমালোচনায় দেশ সরগরম হয়ে উঠল।

এমন সময়,
আমাদের এক বোন ধ'র্ষণের শিকার হলো।
দেশ আবার উত্তাল।
তারই মাঝে গাজীপুরের এক ইমাম সাহেব নিখোঁজ হয়ে গেলেন।
এরপর আবার নতুন খবর,
আরেকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনের ওপর ভয়াবহ নি"র্যাতন।

যখন সেই ইমাম সাহেবকে পাওয়া গেল,
পুরো দেশের দৃষ্টি আবার ঘুরে গেল নতুন দিকে।
এবার ইস্যু উঠল —
“ই'সক'ন হটাও, দেশ বাঁচাও।”

একবার লক্ষ্য করো,
যে ১৩ বছরের মাদ্রাসাছাত্রী ধ'র্ষণের শিকার হয়েছিল,
যে ঘটনায় দেশ কেঁপে উঠেছিল —
সেই ঘটনাটা এখন কারো মুখে নেই। সবাই ব্যস্ত নতুন ইস্যুতে,
পুরনো ব্যথা হারিয়ে যায় নতুন চিৎকারের নিচে।
#সংগৃহীত

এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়ে দেয়না। এখানে নিজের পায়ের তলার মাটি নিজেকেই ঠিক করতে ...
26/10/2025

এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়ে দেয়না। এখানে নিজের পায়ের তলার মাটি নিজেকেই ঠিক করতে হয়।

নিজের স্বপ্ন নিজেকেই পূর্ণ করতে হয়।

অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, প...
26/10/2025

অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, পবিত্র কোনো মিশন নেই।

এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন।

এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না।

এরা সিনিয়রদের সম্মান করে না — না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেণ্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার।

এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপর পক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো।

আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না।

বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা, সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা মোবাইল গেমস আর ফার্স্টফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না।

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দু:সাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না। এরা কি যে জানে না সেটাও জানে না।।

#সংগৃহীত

রঙিন হও, রং বদলাও না। 💙🔥
26/10/2025

রঙিন হও, রং বদলাও না। 💙🔥

দুনিয়ার যেখানেই খান না কেনো,আম্মার হাতের রান্নার স্বাদ ই আলাদা, তাই না?❤️
23/10/2025

দুনিয়ার যেখানেই খান না কেনো,
আম্মার হাতের রান্নার স্বাদ ই আলাদা, তাই না?❤️

15/09/2025

বিপদ যতই বড় হোক না কেন? সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

আজ তোমার বিয়ে! তোমার আলো ভর্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে প্রতিদিন ই আসি, এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আম...
12/09/2025

আজ তোমার বিয়ে! তোমার আলো ভর্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে প্রতিদিন ই আসি, এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আমাকে দেখার জন্য। আজকেও একই ভাবে দাঁড়িয়ে আছি, শুধু বারান্দায় তোমার দেখা নাই! তুমি বোধহয় রেডি হচ্ছো, অন্য কারো বউ হওয়ার জন্য! তোমার বিয়ে উপলক্ষে পুরো বাড়ি ভর্তি আলো, অন্ধকারে শুধুই আমি!

এমন প্ল্যান তো আমাদের ও ছিলো,না? প্ল্যান প্ল্যানের জায়গায় রয়ে গেলো, শুধু তুমি অন্যের হয়ে যাচ্ছো!
আমার গায়ে এই মুহুর্তে যেই টিশার্ট, এটা তোমার দেওয়া। প্যান্ট টাও তোমার চয়েসে কিনা,ওয়ালেট টাও তোমার গিফট দেওয়া। তোমার দেওয়া এইসব নিয়ে তোমার বিয়ে দেখতে আসছি!

বলে কয়ে নাকি বিদায় হয়না, কিন্তু আমাদের হলো! একসাথে রেস্টুরেন্টে গেলাম,খেলাম। তোমার চোখ ভিজলো, আমি না দেখার ভান করে রইলাম। আমার মন খারাপ আর দেখালাম না। ছেলেদের স্ট্রং থাকা লাগে, আমি সেইটাই মনে রাখলাম। তোমার হাত ধরলাম, সেই চিরচেনা হাত। শেষ বারের মতো। আমি জানি এই মানুষ টা কে আমি আর দেখবো না,এটাই শেষ! বলে কয়ে বিদায় নিলাম, প্রিয় মানুষ টা কে বিদায় দেওয়ার মতো কষ্ট আর কিছুতেই নাই।

আমার আর আসার কথা না,তবুও আমি আসলাম। তোমাকে বউয়ের সাজে দেখতে কি যে সুন্দর লাগবে সেটা দেখতেই আসছি। আমি জানি আমাদের দেখা হবেনা, শুধু শুধু মনের ভেতর ঝড় বাড়ানোর কি দরকার বলো?

সব ই ঠিকঠাক আছে দেখছো? তুমি বউ সাজতেছো,আমি তোমার বিয়ে দেখতে আসছি। শুধু মাঝখানে আমাদের কতো প্ল্যান সব নষ্ট হয়ে গেলো, 'সুন্দর স্মৃতি' গুলা এখন 'কষ্টের স্মৃতি' হয়ে গেলো! তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাবো না, কিন্তু আমি নিজেকে হারাবো! 'নিজেকে হারানোর' মতো কষ্ট আর কি আছে? মানুষ ভিতরে ভিতরে শেষ হয়ে গেলে তার জীবনে আর কিছুই থাকেনা!

তোমাকে বিদায় দিয়ে আসার পরেও বিশ্বাস হচ্ছিল্প না আমাদের আর দেখা হবেনা! আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি! আসলেই এরপর আর তোমাকে দেখা হলো না!

মারজুক রাসেল কে মনে পড়তেছে খুব! 'তোমার এলাকা ছাইড়া যাচ্ছি! তোমার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক,আমি অনেক কিছু ছাইড়া আসার লোক!'

আমি বলতেছি আরকি 'আমি ঠিক আছি!'
আমি আসলে ঠিক নাই! আমি শেষ! ভিতরে ভিতরে শেষ! তোমাকে ছাড়া ভালো নাই!

12/09/2025

ইয়া মাবুদ! এত খারাপ সময়েও আপনার প্রতি ধৈর্য রাখার তৌফিক দান করুন- আমিন

Address

Shibganj
Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when Shabbir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabbir Khan:

Share

Category