12/09/2025
আজ তোমার বিয়ে! তোমার আলো ভর্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে প্রতিদিন ই আসি, এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আমাকে দেখার জন্য। আজকেও একই ভাবে দাঁড়িয়ে আছি, শুধু বারান্দায় তোমার দেখা নাই! তুমি বোধহয় রেডি হচ্ছো, অন্য কারো বউ হওয়ার জন্য! তোমার বিয়ে উপলক্ষে পুরো বাড়ি ভর্তি আলো, অন্ধকারে শুধুই আমি!
এমন প্ল্যান তো আমাদের ও ছিলো,না? প্ল্যান প্ল্যানের জায়গায় রয়ে গেলো, শুধু তুমি অন্যের হয়ে যাচ্ছো!
আমার গায়ে এই মুহুর্তে যেই টিশার্ট, এটা তোমার দেওয়া। প্যান্ট টাও তোমার চয়েসে কিনা,ওয়ালেট টাও তোমার গিফট দেওয়া। তোমার দেওয়া এইসব নিয়ে তোমার বিয়ে দেখতে আসছি!
বলে কয়ে নাকি বিদায় হয়না, কিন্তু আমাদের হলো! একসাথে রেস্টুরেন্টে গেলাম,খেলাম। তোমার চোখ ভিজলো, আমি না দেখার ভান করে রইলাম। আমার মন খারাপ আর দেখালাম না। ছেলেদের স্ট্রং থাকা লাগে, আমি সেইটাই মনে রাখলাম। তোমার হাত ধরলাম, সেই চিরচেনা হাত। শেষ বারের মতো। আমি জানি এই মানুষ টা কে আমি আর দেখবো না,এটাই শেষ! বলে কয়ে বিদায় নিলাম, প্রিয় মানুষ টা কে বিদায় দেওয়ার মতো কষ্ট আর কিছুতেই নাই।
আমার আর আসার কথা না,তবুও আমি আসলাম। তোমাকে বউয়ের সাজে দেখতে কি যে সুন্দর লাগবে সেটা দেখতেই আসছি। আমি জানি আমাদের দেখা হবেনা, শুধু শুধু মনের ভেতর ঝড় বাড়ানোর কি দরকার বলো?
সব ই ঠিকঠাক আছে দেখছো? তুমি বউ সাজতেছো,আমি তোমার বিয়ে দেখতে আসছি। শুধু মাঝখানে আমাদের কতো প্ল্যান সব নষ্ট হয়ে গেলো, 'সুন্দর স্মৃতি' গুলা এখন 'কষ্টের স্মৃতি' হয়ে গেলো! তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাবো না, কিন্তু আমি নিজেকে হারাবো! 'নিজেকে হারানোর' মতো কষ্ট আর কি আছে? মানুষ ভিতরে ভিতরে শেষ হয়ে গেলে তার জীবনে আর কিছুই থাকেনা!
তোমাকে বিদায় দিয়ে আসার পরেও বিশ্বাস হচ্ছিল্প না আমাদের আর দেখা হবেনা! আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি! আসলেই এরপর আর তোমাকে দেখা হলো না!
মারজুক রাসেল কে মনে পড়তেছে খুব! 'তোমার এলাকা ছাইড়া যাচ্ছি! তোমার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক,আমি অনেক কিছু ছাইড়া আসার লোক!'
আমি বলতেছি আরকি 'আমি ঠিক আছি!'
আমি আসলে ঠিক নাই! আমি শেষ! ভিতরে ভিতরে শেষ! তোমাকে ছাড়া ভালো নাই!